শারীরিক মিলনুয়াল বিহেভিয়ার বা শারীরিক মিলন আচরণের সাথে সম্পর্কিত মস্তিষ্কে একটি নিউরোট্রান্সমিটার রয়েছে এটির নাম হলো ডোপামিন । নানা ধরনের গভেষণা নিরীক্ষায় বর্তমানে এটি প্রতিষ্টিত হয়ে ডোপামিন এবং শারীরিক মিলন আচরণের মাঝে সরাসরি লিংক বা সম্পর্ক রয়েছে। সাধারণ ভাষায় বলতে গেলে রক্ত এবং কোষে যখন ডোপামিনের লেভেল বা মাত্রা বেশি থাকে তখন শারীরিক মিলনের আগ্রহবোধ এবং শারীরিক মিলন ইচ্ছাশক্তি যেমন বাড়ে তেমনি এর মাত্রা যখন শরীরে কম থাকে তখন শারীরিক মিলন ইচ্ছার ঘাটতি এবং আগ্রহের ঘাটতি পরিলক্ষিত হয়। গবেষণা নিরীক্ষার এক পর্যায়ে মস্তিষ্কে ডোপামিনের ঘনত্ব বাড়াতে সহায়তা করে এমন একটি ড্রাগ যা এল ডোপা নামে পরিচিত তা কতক ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক লোকের ওপর প্রয়োগ করা হয়েছিল। এদের অনেকের ভেতরে হাইপার শারীরিক মিলনুয়ালিটি সিনড্রম বা অতিরিক্ত শারীরিক মিলনের আগ্রহবোধ এবং শারীরিক মিলন ইচ্ছা সম্পর্কীয় এক ধরনের সিনড্রম দেখা দিয়েছিল। উল্লেখ্য যে, এল ডোপা নামক ওষুধটি এক প্রকারের স্নায়ুরোগ (পারকিনসনস ডিজিজ) চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। ডোপামিন নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল সেটির মূল ক্যামিক্যাল প্রিকার্সর হল এল ডোপা। অবশ্য এটি নর এপিনেফ্রিন নামক নিউরোট্রান্সমিটারের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। অন্য ভাষায় বলতে গেলে আমাদের শরীর এল ডোপাকে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারে পরিবর্তিত করতে পারে। এল ডোপা প্রেসক্রিপশন মারফত বাজারে প্রচলিত তবে আপনি ব্রেনের ডোপমিন লেভেল বাড়াতে চাইলে নন প্রেসক্রিপশন এ্যামাইনো এসিড সেবন করতে পারেন। কেননা শরীর সবগুলোকে এল ডোপাতে রূপান্তর করে। এরকম দুটি এ্যামাইনো এসিড হলো টাইরোসিন এবং ফিনাইল এলাইন। যেসকল ব্যক্তিদের শারীরিক মিলন আচরণে বা শারীরিক মিলনয় আগ্রহ একেবারে কমে গেছে এবং শারীরিক মিলন নিয়ে বিষন্নতায় ভুগছে তারা দৈহিক ১০০ মিঃ গ্রাঃ ফিনাইল এলাইন বা টাইরোসিন ২ সপ্তাহ সেবনে বেশ ভালো ফল পেয়েছে। ফিনাইল এলাইন এবং টাইরোসিনের কার্যকারিতা আরো বাড়াতে সাথে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ফলিক এসিড এবং কোপার সেবন করা যেতেপারে। উল্লেখ্য যে, এগুলো এল ডোপাকে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারে রূপান্তর করতে সাহায়তা করে থাকে।
Wednesday, January 4, 2006
Source: blogspot.com
Babu chakma
আমার ও একটি সমস্যা আছে এক বছর যাবত শক্ত হয়না আমি কী ঔষধ সেবন করব