১৯৯০ সালের দিকে বিজ্ঞানীরা আবিস্কার করে যে, লেবো আরজিনিন হলো একটি নন এসেনশিয়ার বা একেবারে অপরিহার্য নয় এ ধরনের একটি এ্যামাইনো এসিড যা খাবারে পাওয়া যায় এবং এটি নাইট্রিক অক্সাইডের একটি মূল উৎস বা প্রিকার্সর। একটু আগে উল্লেখ করা হয়েছে পিনাইল ইরেকশন বা লিঙ্গ উত্থানের জন্য এবং উত্থানজনিত অবস্থা ধরে রাখার জন্য নাইট্রেক অক্সাইড জরুরি। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে, নাইট্রিক অক্সাইড এক ধরনের নির্দিষ্ট ফিজিওলজিক বা শারীরবৃত্তীয় উদ্দেশ্যে শরীরে প্রস্তুতকৃত ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। নিউইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন এটি নিয়ে গবেষকরা ১৫ জন পুরুষত্বহীন বা শারীরিক মিলনভাবে অক্ষম পুরুষের ওপর লেবো আরজিনিন প্রয়োগ করেছিলেন। এতে বেরিয়ে এসেছিল লেবো আরজিনিন সেবনে ইরেকশন বা লিঙ্গ উত্থান ঘটাতে এবং উত্থানজনিত অবস্থা ধরে রাখতে বেশ ফলপ্রসূ ভূমিকা পরিলক্ষিত হয়েছিল।
Source: blogspot.com
Friday, January 6, 2006
Leave a Reply