যেহেতু ভায়াগ্রা বা সিলডেনাফিল। সাইট্রেট সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন রয়েছে স্বাস্থ্যজনিত নানা ঝুঁকিও এতে বিদ্যমান তাই স্বাভাবতই শারীরিক মিলনের অক্ষমতার চিকিৎসায় ভায়াগ্রার পাশাপাশি বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক গবেষণা হয়ে আসছে। একটু আগে বলা হয়েছে ভায়াগ্রা মূলত কাজ করে নাইট্রিক অক্সাইড নামক নিউরোট্রান্সমিটার -এর লেভেল এবং কার্যকারীতা উভয়কে বাড়িয়ে। ফলশ্র“তিতে কোষের সাইক্লিক জিএমপি লেভেল যেমন বাড়ে তেমনি জেনিটাল বা পুরুষাঙ্গে রক্তপ্রবাহও আগের চেয়ে অনেক বেড়ে যায় এবং শারীরিক মিলন অনুভূতি বা সেনসেশন আগের চেয়ে অনেক পুলক দায়ক হয়ে থাকে। ভায়াগ্রা অনেক দামি ওষুধও বটে। সৌভাগ্যের কথা হলো বিজ্ঞানীরা পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং অনেক কম দামে ক্রয় করা যায়। প্রাকৃতিক ও নিরাপদ পর্দাথ যা কিনা নাইট্রিক অক্সাইডের লেভেলকে বাড়াতে পারে(শারীরিক মিলন উদ্দীপনার সময়) এমন ওষুধ তৈরী করার কথা চিন্তা করছেন। এক্ষেত্রে নাইট্রিক অক্সাইডের যে মূল উৎস লেবো আরজিনিন তা মূল ভূমিকা পালন করে।
Source: blogspot.com
Sunday, January 8, 2006
Leave a Reply