উভকামী
এটা হলো নারী এবং পুরুষ উভয়ের সাথে শারীরিক মিলনঙ্গমের পন্থা। এর মাধ্যমে একজন পুরুষ বা নারী একই সাথে সমকামী এবং উভকামী হতে পারে। দেখা যায় যে, কোনো কোনো ক্ষেত্রে সারাজীবন এইভাবে শারীরিক মিলন জীবন কাটিয়ে দেয় অনেকেই ।
মনোবিজ্ঞানী কিনসের একটি পরীক্ষা এখানে দেখানো হলো-
০. শুধুমাত্র বিপরীতকামী । অর্থাৎ পুরুষের সমস্ত শারীরিক মিলনচেতনা এবং শারীরিক মিলনের ইচ্ছা তার বিপরীত লিঙ্গ অর্থাৎ নারীকে ঘিরে।
১. পুরোমাত্রায় বিপরীতকামী, আবার সময় সুযোগ উভকামী
২. নারী মূলত পুরুষের প্রতি আকর্ষনীয় কোনো কোনে ক্ষেত্রে অন্য পুরুষের কাছে থেকে শারীরিক মিলন তৃপ্তি গ্রহন।
৩. সমকামী এবং উভকামী
৪. অন্য পুরুষের প্রতি এক পুরুষের অধিক কামনা কিন্ত তার স্ত্রীর প্রতিও আকর্ষণ।
৫. সমকামী এবং উভকামী।
Source: blogspot.com
Monday, February 20, 2006
Leave a Reply