একান্ত গোপন রোগ সমস্যা এবং প্রতিরোধ-১
সাদারণত যৌ* ইনফেশনের জন্য যৌ* সংসর্গ দায়ী । মুখে ও যৌ*াঙ্গে বা শরীরের স্পর্শকাতর কোথাও যৌ* সংক্রামক ব্যাধি থেকে থাকলে তা অপরজনকে ইনফেকটেড করতে পারে। সাধারন পাচঁটি যৌ* অসুখ পৃথিবীব্যাপী দেখতে পাওয়া যায়। তার মধ্যে সি*ফি*লি*স এবং গ*নো*রি*য়া প্রধান। এছাড়াও শাংক্র*য়েড, লিম্ফগ্রানু*লোমা বেনেরাস এবং গ্রানু*লোমা ইন*জিনুওয়াল অপর কিছু যৌ* রোগ। অধিকাংশ ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষেরা অধিকমাত্রায় যৌ* রোগে ভুগে । এগুলো পুরুষের সমকা*মিতা এবং পতিতা সহবাসের জন্য হয়ে থাকে । তবে এই অসুখগুলো যৌ* জীবনের জন্য খুবই ঝুকিঁপূর্ণ। আধুনিক নানা ওষুধ বিভিন্ন যৌ* রোগকে প্রতিহত করতে পারে। আবার অনেক সময় উপসর্গহীন নানা যৌ* রোগও হয়ে থাকে যার ফলে ডাক্তারদের রোগ নিরুপন করতে এবং ওষুধের সন্ধান বাতলে দিতে অসুবিধা হয় না।
একান্ত গোপন রোগ সমস্যা এবং প্রতিকার ২
চিহ্ন এবং উপসর্গ
যৌ* অঞ্চলের চিহ্ন এবং উপসর্গ
ক. লিঙ্গে, যো*নিতে এবং ভালভাতে র্যাশ
খ. পায়ুর কাছাকাছি র্যাশ
গ. কুচুঁকিতে র্যাশ
ঘ. প্রস্রাবে জ্বালাপোড়া
ঙ. যো*নি অথবা লিঙ্গের মাথায় ঘামাচির দানা
চ. যৌ*মিলনে ব্যথা
ছ. যৌ*ি এবং লিঙ্গের অস্বাভাবিক সমস্যা
জ. প্রস্রাবের সমস্যা
অন্যান্য স্থানের চিহ্ন এবং উপসর্গ
১. দ্রুত চুল হারানো
২. চোখে ইনফেকশন
৩. ঠোঁটে অস্বাভাবিক দানা অথবা র্যাশ
৪. শরীরে র্যাশ
৫. চামড়ার ফুসকুড়ি
৬. হাতে এবং হাতের আঙ্গুলে র্যাশ
প্রতিকার
নিচের বণর্নাগুলো ঝুকিঁ কমাতে পারে-
১. প্রত্যেহ যৌ*াঙ্গ ধোয়
২. প্রতিদিন আন্ডারওয়্যার পরির্বতন করা। নাইলনের আন্ডারওয়্যার না পরা ।
৩. রাসায়নিক পর্দাথে যৌ*াঙ্গ ধোয়া
৪. সামনের দিক থেকে পেছনের দিক মোছা (নারীদের ক্ষেত্রে )
৫. ইনফেকশনহীন যৌ*সঙ্গীর সাথে সহবাস করা
৬. নতুন সঙ্গীর সাথে ৬ সপ্তাহ পরে যৌ*মিলনে কোনো সমস্যা আছে কি না তার পরীক্ষা করা।
৭. নতুন সঙ্গীর যৌ*াঙ্গে সমস্যা থাকলে তার সাথে পরবর্তীতে যৌ*মিলন না ঘটানো।
৮. যৌ*মিলনের সময় প্রটেকশনের ব্যবহার
৯. যৌ*মিলনের আগে এবং পরে যৌ*াঙ্গ ধুয়ে ফেলা
১০. যৌমিলনের পরে প্রস্রাব করা।
Source: blogspot.com
Leave a Reply