ব্যথাযুক্ত শারীরিক মিলন-১
পুরুষ অথবা নারী যে কেউ শারীরিক মিলনের সময় ব্যথা পেতে পারে। বিভিন্ন সমস্যা থেকে এই ব্যথার উৎপত্তি হতে পারে। পুরুষের ক্ষেত্রে লিঙ্গের মাথায় গভীর ব্যথা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য হয়ে থাকে । অনেক সমসয় লিঙ্গ জ্বালা যন্ত্রণরি জন্য ব্লাডার প্রোস্টেট অথবা সেমিনল কোষ দায়ী । আবার অন্য দিকে নারীর ভগাংকুরে মৃদু ব্যথা হতে পারে। এমনকি জননাঙ্গতে ফোসকুড়ি বা ঘামাচির মতো দানা উঠতে থাকে। তবে মনে রাখা উচিত গভীর ব্যথার জন্য শরীরের ভেতরকার নানা অঙ্গের সমস্যাও জড়িয়ে থাকতে পারে। সাধারণ কারণ হিসেবে ইনফেকশন দায়ী হয় প্রায় সবক্ষেত্রেই । অনেক সময় জননাঙ্গর ডাউচিং এর জন্য জীবানু জননাঙ্গতে জন্মাতে পারে এবং শারীরিক মিলনের সময় ব্যথার সৃষ্টি হতে পারে।
অনেক সময় সমস্যা বুঝে ব্যবস্থা দিয়ে থাকেন ডাক্তাররা । এন্টিবায়োটিক হরমোনাল, ওষুধ সার্জারি ইত্যাদি নানা উপায়ে ব্যথাযুক্ত শারীরিক মিলনকে সুসংহত করায়।
পুরুষের ব্যথা
ক. সেমিনাল কোষঃ ইনফেকশন
খ. প্রেস্টেটঃবড় হয়ে যাওয়া এবং ইনফেকশন
গ. ব্লাডারঃ ইনফেকশন
ঘ. অন্ডথলির প্ররম্বিত উত্তান বীর্যপাত ছাড়াই
ঙ. লিঙ্গের রক্তনালীঃ জীবাণুর আক্রমনে ব্যথা
চ. লিঙ্গের শক্ত হওয়াঃ ব্যথাযুক্ত উত্থান ইত্যাদি।
নারীর শারীরিক মিলনকালীন ব্যথা
নারীর ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয়–
ক. ভগাঙ্করঃ পুরুষ যখন ভগাঙ্কর সরাসরি স্পর্শ করে তখন ব্যথা হয়
খ. জননাঙ্গর বাইরের অংশঃ প্রথম শারীরিক মিলনের চাপের ফলে ব্যথা হয়
গ. ডিম্বাশয়ঃ বড় হয়ে যাওয়া
ঘ. জননাঙ্গঃ পিচ্ছিলতার অভাবে ব্যথা হয় এবং এস্ট্রোজেনের কমতির কারনে ইনফেকশনে।
ঙ. জরায়ুঃ বড় হয়ে যাওয়া ইত্যাদি
Monday, February 27, 2006
Source: blogspot.com
mahin
আমি যখন মিলিত হই । তখন পেনিসে আমার মাঝে মাঝে ব্যথা করে
Bangla Health
আপনি দয়া করে এই লেখাটি পড়ে নিন।