এফডিএ এবং ফাইজার ভায়াগ্রা সম্পর্কীয় চক্ষুজনিত যে জটিলতা তা নিয়ে গবেষণার পাশাপাশি অন্যান্য ওষুধের সঙ্গে এর সমন্বিত ক্রিয়া বিক্রিয়া নিয়েও অনেক গবেষণা চালিয়েছে। এতেই পরিলক্ষিত হয়েছে যেসকল রোগীরা কার্ডিয়াক মেডিকেশন বা হার্টের জন্য কোনো ওষুধ বিশেষত জিহ্বার নিচে প্রযোজ্য সাবলিঙ্গয়াল নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট, নাইট্রোগ্লিসারিন প্রে, ডাইনাইট্রেটস ইত্যাদি সেবন করছে তাদের ক্ষেত্রে ভায়াগ্রা একই সাথে সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফাইজার কোম্পানি আরো ঘোষণা করেছে যে কোনো রোগী যদি একই সঙ্গে এই দুটো ড্রাগ সেবন করে তাহলে এক ধরনের হাইপোটেশন বা নিম্নরক্তচাপ দেখা দিতে পারে যাকে স্বাভাবিক রক্তচাপে ফিরিয়ে নেয়া যায় না। এ থেকে মৃত্যু হওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। এরকমটি ঘটে থাকে মূলত সিলডেনাফিল সাইট্রেটের অনৈচ্ছিক এবং মসৃৃণ কোষকলার ওপর রিলাক্সেশন বা শিথিলকারী প্রভাবের ফলে। অতএব একটি কথা অবশ্যই স্মরণে রাখা চাই ভায়াগ্রা এবং একই সাথে রক্ত নালি প্রসারণ কোনো ওষুধ যেমন নাইট্রোটগ্লিসারিন সেবনে রক্তচাপ বিজ্জনকভাবে অনেক কমে যেতে পারে তেমনি এটি জীবনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। যেসকল রোগীদের রেনাল বা বৃক্কের অসুখ অথবা হেপাটিক বা যকৃতের কার্যকারিতা ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে ডোজ কমানো প্রয়োজন। যেসকল রোগীদের হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার বা রক্তের কোনো অসুখ রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে। যাদের ব্লিডিং ডিসঅর্ডার বা রক্তক্ষরণ সম্পর্কীয় অসুখ এবং পেপটিক আলসার রয়েছে তাদের বেলায়ও সিলডেনাফিল সাইট্রেট সতর্কতা অবলম্বন করে প্রয়োগ করা উচিত।
Friday, September 1, 2006
Source: blogspot.com
Leave a Reply