প্রশ্ন : আমার বয়স ২২। আমার মুখে অনেকগুলো তিল রয়েছে। বন্ধুরা বলছে তিল থেকে নাকি ক্যান্সারও হতে পারে। তিল থেকে ক্যান্সার হচ্ছে কিনা কি করে বোঝা যাবে আমার প্রিয় পত্রিকার মাধ্যমে জানাবেন।
ফেরদৌসি
পতেঙ্গা, চট্টগ্রাম
উত্তর : তিল থেকে ক্যান্সার হতে পারে এটা ঠিক তবে এমনটি হয় এর পরিমাণ কিন্তু খুবই কম। কোন তিল ক্যান্সারের রূপ নিচ্ছে এমনটি ভাবলে সেই তিল এর দিকে সুক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। যদি তিলের আকার হঠাৎ বড় হতে থাকে কিংবা রঙ এর পরিবর্তন হতে থাকে কিংবা চুলকায় অথবা চুলকালে কিছুটা রক্তক্ষরণ হয় তবে সেই সমস্ত তিলের ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি এক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন।
পরামর্শ দিয়েছেন-
ডা. দিদারুল আহসান
চর্ম ও একান্ত গোপন রোগ বিশেষজ্ঞ
আলরাজী হাসপাতাল, ১২, ফার্মগেট, ঢাকা, মোবাইল : ০১৮১৯২১৮৩৭৮
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯
Leave a Reply