প্রশ্ন : ৫ বছর পূর্বে আমাদের বিয়ে হয় এবং আমার একটি ছেলে সন্তানও আছে। ছেলেটির মাথায় চুল একটু পাতলা। আমার মা তাই প্রায়ই মাথার চুল কামিয়ে দেন। তার ধারণা মাসে একবার করে চুল কামালে চুল ঘন ও কালো হয়। কথাটি কি সত্যি? এ ব্যাপারে আপনার মতামত জানার অপেক্ষায় রাইলাম।
লায়লী বেগম
গর্জনিয়া, রামু, কক্সবাজার
উত্তর : আমাদের দেশের অনেক মা দাদিদের মধ্যে এই বিশ্বাসটি খুবই প্রবল। তবে প্রকৃত পক্ষে চুল কামালে চুল ঘন কিংবা কালো এর কোনটিই হয় না কিংবা চুল পড়াও এতে বন্ধ হয় না। চুল কালো কিংবা ঘনও হওয়ার ব্যাপারটি একেবারেই বংশগত। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
পরামর্শ দিয়েছেন-
ডা. দিদারুল আহসান
চর্ম ও একান্ত গোপন রোগ বিশেষজ্ঞ
আলরাজী হাসপাতাল, ১২, ফার্মগেট, ঢাকা, মোবাইল : ০১৮১৯২১৮৩৭৮
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯
Leave a Reply