সোয়াইন ফ্লু নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার জন্য গবেষকেরা পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি তাঁরা গবেষণা করে দেখেছেন, নতুন এ ভাইরাস (এইচ১এন১) মানবশরীরকে কাবু করার ক্ষেত্রে ততটা শক্তিশালী নয়। আর এটি সহজে মানুষের শরীরে অবস্থান নিতে পারে না।
এ তথ্য ৩ জুলাই প্রকাশ করেছেন হার্ভার্ড ও এমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তবে তাঁরা এ কথাও বলেছেন, যদি এটি মানুষের শরীরে বাসা বাঁধতে পারে, তবে দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে। তাঁরা এ জীবাণুর গতিপ্রকৃতি নিয়ে আরও নিবিড়ভাবে গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন, একে সম্পূর্ণ প্রতিরোধ করতে কার্যকর ভ্যাকসিন শিগগিরই বাজারজাত করা যাবে। ভ্যাকসিনটি মানুষের জন্য যাতে নিরাপদ হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সারা বিশ্বে মোট আক্রান্ত লোকের সংখ্যা প্রায় ৭০ হাজার।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৫, ২০০৯
Leave a Reply