সমস্যাঃ আমার বয়স ৩৫ বছর, ওজন ৭৫ কেজি। প্রায় আট বছর ধরে মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছি। এর জন্য দাঁতের চিকিৎসক, নাক কান গলা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ দেখিয়েছি। অনেক টেস্ট করিয়েছি কোনো সমস্যা পাওয়া যায়নি। কী কী কারণে আমার মুখের দুর্গন্ধ হয়, কী করলে তা চলে যাবে, জানালে কৃতজ্ঞ থাকব।
তারেক আমিন, পাহাড়তলী, চট্টগ্রাম।
পরামর্শঃ সম্ভবত আপনার দাঁতের গোড়ায় পাথর জমেছে। দাঁত বা মাঢ়ি দিয়ে রক্ত ঝরে কি না তা চিঠিতে উল্লেখ করেননি। দাঁত বা মাঢ়ি দিয়ে রক্ত পড়লে মুখে দুর্গন্ধ হতে পারে। দাঁতের সমস্যার জন্য চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কোনো চিকিৎসা করেছেন কি না তা জানাননি। সাইনাস, সাইনোসাইটিস, লিভার, পেট প্রভৃতির কোনো সমস্যা থাকলে সাধারণত মুখে দুর্গন্ধ হয়। আর দুর্গন্ধ হয় ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গোড়ায় পাথর জমলে। সে ক্ষেত্রে স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের গোড়ায় জমা পাথর পরিষ্কার করলেই আপনার সমস্যা চলে যাওয়ার কথা। আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজের দন্ত বিভাগে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
দন্ত সংযোজন বিভাগ
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৫, ২০০৯
Leave a Reply