সমস্যাঃ আমার বয়স ৩২ বছর। আমি একজন গৃহিণী। আমার বাঁ কান খুব চুলকায়। এক মাস ধরে এই কান বন্ধ হয়ে আছে। কানে মাঝেমধ্যে ব্যথা হয়। কটনবাড দিয়ে কান পরিষ্কার করলে দুধের সরের মতো সাদা ময়লা আসে। মাঝেমধ্যে ম্যাচের কাঠির মাথায় কালো গুঁড়ো ময়লাও বের হয়। কানের ড্রপ ব্যবহার করেছি, কিন্তু দিনে দিনে রোগ বাড়ছে। আমাকে চিকিৎসার পরামর্শ দিয়ে উপকার করবেন।
রাশেদা বেগম
ধাপ, রংপুর।
পরামর্শঃ সম্ভবত আপনার কানে ফাঙ্গাস বা ছত্রাক রোগ হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় অটোমাইকোসিস। আর কালো রঙের অটোমাইকোসিস রোগ সৃষ্টি করে এসপারজিলাম নাইজার নামের ফাঙ্গাস। উষ্ণ অঞ্চলসমূহে এবং যেখানে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, সেখানে এ রোগ বেশি দেখা যায়। অহেতুক কান খোঁচানো, বিশেষত অপরিষ্কার জিনিস দিয়ে কান খোঁচানোতে এসব রোগ দেখা দিতে পারে। অ্যান্টিবায়োটিক ইয়ার ড্রপের বেশি ব্যবহারেও কানে ফাঙ্গাস বাড়তে পারে, যা আপনার ক্ষেত্রে হয়েছে।
এই রোগ হলে রোগীর কানে বন্ধ ভাব, চুলকানো ও জ্বালা-পোড়ার ভাব হয়। আপনার কান পরীক্ষা করলে কানে ভেজা খবরের কাগজের মতো বস্তু পাওয়া যেতে পারে। আপনার কানে পুরোনো কানপাকা রোগ বা পর্দায় ছিদ্র আছে কি না সেটাও দেখতে হবে। আপনার কানে ব্যথা থাকায় কানে ফাঙ্গাসের সঙ্গে পায়োজেনিক ইনফেকশনও হয়েছে বলে মনে হয়। কালো ফাঙ্গাস রোগ নির্ণয় করা খুব সহজ। এ জন্য পরীক্ষা বা কালচারের প্রয়োজন হয় না।
আপনার জন্য মূল চিকিৎসা হবে চিকিৎসকের কাছ থেকে ফাঙ্গাস পরিষ্কার বা বের করিয়ে নেওয়া এবং কানে অ্যান্টিফাঙ্গাস ওষুধ, যেমন ক্লোট্রিমাজল ড্রপ বা ক্রিম বা ইকোনাজল ক্রিম দিনে তিনবার করে ১০ দিন ব্যবহার করা। ব্যথা থাকায় আপনাকে অ্যান্টিবায়োটিক ও ব্যথার ওষুধও সেবন করতে হবে। আপনি দ্রুত একজন নাক, কান ও গলা চিকিৎসককে দেখিয়ে নিন।
পরামর্শ দিয়েছেন
আবুল হাসনাত জোয়ারদার
অধ্যাপক, নাক, কান ও গলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৪, ২০০৯
খোরশেদ আলম
ডাক্টার সাহেব কাল থেকে আমার কান বন্ধ এবং এক ফার্মিসির একজন আমাকে একটি ড্রপ ও খাওয়ার জন্য ঔষুধ দেন ।এখন সমস্যা হচ্ছে আমি ড্রপ কানের ভিতর দিলে তা ভিতরে যায়না,তা বাহিরে গরিয়ে পরে । এটা কি ধরনের সমস্যা এবং আমি কি করতে পারি ? পরামর্শ দিন দয়া করে ।
Bangla Health
ডাক্তার দেখানো উচিত ছিল আগে।
খোরশেদ আলম
আমার বয়স ২৮ গত দুই দিন থেকে আমার কান বন্ধ এবং একটি ফার্মিসির ভাই আমাকে loratadine 10mg এবং একটি ড্রপ দেন ।সমস্যা হলো ড্রপ কানের ভিতর দেওয়ার পর তা ভিতরে যায়না এবং ড্রপের পানি গরিয়ে বাহিরে পরে যায় ।স্যার দয়াকরে বলবেন কি এটা কি সমস্যা ? স্যার পরামর্স দিন আমার এখন কি করা উচিৎ ।
Bangla Health
এই ধরনের সমস্যায় ডাক্তার না দেখিয়ে ব্যবস্থা নেয়া ঠিক নয়।