হাইলাইটস
- ছট পুজো (Chhath Puja 2021)মানেই চার দিন ব্যাপী ধুমধাম আর নানা রকম সুস্বাদু খাবারের সমাহার।
- এই পুজোর সব খাবারই তৈরি করা হয় ঘি দিয়ে। ছটপুজোর অন্যতম খাবার হল ঠেকুয়া।
- এই উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয় ছট পুজো।
আবার অনেকের মতে, সূর্যদেবের ছোট স্ত্রী ঊষাকে এই পুজায় ‘ছোটি মইয়া’ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সেখান থেকেই ছট পুজার নামটি প্রচলন হয়েছে। ছট পুজোর মহাপ্রসাদ বলা হয় ঠেকুয়াকে (Thekua)। পুজোর সময় মরশুমি ফলের সঙ্গে দেবতাকে ঠেকুয়া দেওয়া হয়। পূণ্যার্থীরা পুজোর দিনগুলোয় বাড়িতেই ঠেকুয়া (Thekua) তৈরি করেন। এই ঠেকুয়া সুস্বাদুও বটে। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না সূর্য এই পুজোর আরাধ্য দেবতা। ছট পুজোর এই প্রধান উপাদান আপনিও বানিয়ে নিতে পারেন যখন তখন।
উপকরণ
আটা-২ কাপ
সুজি-হাফ কাপ
দুধ-পরিমাণ মতো
ঘি- হাফ কাপ,
নারকেল কোড়ানো-১ কাপ
নারকেল কুঁচি-২ টেবিল চামচ
কাজুর টুকরো-২৫ গ্রাম
নুন-স্বাদ অনুযায়ী
চিনি- স্বাদ অনুযায়ী
মৌরী-১ চা চামচ
এলাচ গুঁড়ো- হাফ চা চামচ
মাখার জন্য দুধ
প্রয়োজন মত সাদা তেল
পদ্ধতি
স্টেপ ১
তেল বাদে বাকী সমস্ত উপকরণ আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন।
স্টপ ২
রুটি তৈরির আটার মাখার মত করে দুধ দিয়ে খুব ভালো করে মেখে মন্ড তৈরি করে নিন।
স্টেপ ৩
হাতে ঘি মাখিয়ে লেচিগুলো চেপে চেপে চ্যাপটা আকারের করে গড়ে নিন। পছন্দ মত আকারে গড়ে নিতে পারেন। চাইলে কাটা চামচের সাহায্যে মনের মত নকশাও করে নিতে পারেন উপর থেকে।
স্টেপ ৪
এরপর ডুবো তেলে আঁচ কমিয়ে লালচে করে ভাজা হয়ে গেলে টিস্যুতে বাড়তি তেল ঝড়িয়ে নিন।
স্টেপ ৫
ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন মুচমুচে ঠেকুয়া।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-09 14:03:14
Source link
Leave a Reply