‘পেট মোটা’ মানুষের হৃদরোগের আশঙ্কা যেমন বেশি, তেমনি ‘ঘাড়ে-গর্দানে মোটা’দের ক্ষেত্রেও এ আশঙ্কা কম নয়। আমেরিকান হৃদরোগ বিশেষজ্ঞ কিরক গ্যারেট বলেন, মোটা মানুষ দুই ধরনের হয়-নাশপাতি-আকৃতির, যাদের ক্ষেত্রে চর্বি বা মেদ জমা হয় তলপেট ও নিতম্বে এবং আপেল-আকৃতির, যাদের মেদ জমা হয় ঘাড়-গলাসহ প্রধানত শরীরের ওপরের অংশে।
সাধারণত কোমরের মাপ ও শরীরের উচ্চতা অনুযায়ী ওজন (বিএমআই) থেকে স্থূলত্বের পরিমাপ এবং তা থেকে হৃদরোগের ঝুঁকি নির্ণয় করা হয়। আমেরিকার গবেষকেরা বলছেন, ঘাড়ের চর্বিও হৃদরোগের ঝুঁকির পরিমাপক। যাঁদের শার্টের কলার অতিরিক্ত আঁটসাঁট, অর্থাৎ ঘাড়ে চর্বির পরিমাণ বেশি, তাঁদের হৃদরোগের ঝুঁকিও বেশি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মেডিসিন বিশেষজ্ঞ গ্রেগ ফোনারো বলেন, মূল বার্তাটি হচ্ছে, অতিরিক্ত চর্বি, তা শরীরের যে অংশেই জমা হোক না কেন, হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর। সুতরাং অতিরিক্ত চর্বি ঝরিয়ে ফেলুন।
হেলথ ডে নিউজ অবলম্বনে
মুনতাসির মারুফ
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৬, ২০০৯
Leave a Reply