হাইলাইটস
- আজকের দুনিয়ায় সত্যি বলতে ভাল-মন্দ বলে ও রকম কিছু হয় না।
- ভাল কখনও খারাপকে সরিয়ে দিতে পারে না।
- খারাপ কখনও ভালকে ঢেকে দিতে পারে না
১) উইলিয়াম বারব্যাক বলেন, এই আজকের দুনিয়ায় সত্যি বলতে ভাল-মন্দ বলে ও রকম কিছু হয় না। ভাল কখনও খারাপকে সরিয়ে দিতে পারে না। খারাপ কখনও ভালকে ঢেকে দিতে পারে না। এক মাত্র এনার্জি পারে সবটা বদলে দিতে।
তাই ভাল-মন্দ যা০ই আসুক সেটা সহজ ভাবে মেনে নিয়ে বরং পরজিটিভ এনার্জি থাকুক চারপাশে।
২) ওপরা উইনফ্রে বলেন, এনার্জি আসলে আসে প্যাশন থেকে। কোনও কিছুতে নিবিড় মনঃসংযোগ করলে বা কোনও ভাল লাগাকে কেন্দ্র করে মন ভাল রাখলে যে শক্তি জন্মায়, সেই শক্তিই প্যাশন। সেই প্যাশনই এনার্জি।
৩) রালফ ওয়ালডো এমারসন বলেন, সফল হওয়ার খেলায় মাতেন অনেকে। কিন্তু সফল হওয়ার ইঞ্জিন আসলে তাঁর হাতেই রয়েছে, যিনি উৎসাহী। কখনও কিছু করার সময়ে, নিজের পুরোটা নিমজ্জিত করে মন দিয়ে করা উচিত। সবটা ঢেলে দেওয়া উচিত। এবং সেই কাজে যেন অবশ্যই নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে। কোণও কাজ সম্পূর্ণ করার জন্য তাই সেই উৎসাহ, উদ্দীপনার প্রয়োজন। উৎসাহ ছাড়া কোনও কাজে জন্ম হয় না। কেউ যদি সকালের চা টুকু মন দিয়ে করেন, উৎসাহ ভরে করেন, তাতেও কিন্তু কাজ হয়।
৪) জে আর্থার থমসন বলেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সত্তা তাঁর মধ্যেই লুকিয়ে আছে, যাঁর উদ্দেশ্য সৎ। যিনি ভাল কিছুর জন্য লড়তে চান। ভাল কিছু করার মহৎ উদ্দেশ্যে এগিয়ে চলেন। এবং সেই ভাবনাকে বাস্তবায়িত করার জন্য মনের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি করেছেন।
৫) রবার্ট চিক বলেন, নিজের চার পাশে শুধুই এমন মানুষ রাখুন, যাঁরা পজিটিভ ভাবনা ভাবেন। যাঁদের এনার্জি পজিটিভির দিকে এগিয়ে নিয়ে যায় এবং যাঁদের কাছ থেকে আপনি নিজেও কিছু শিখতে পারেন।
৬) পিটার ক্যারল আবার অন্য ভাবনায় বিশ্বাসী। তিনি বলেন, কোনও মানুষ কিন্তু নেহাত শব্দ বলে না। তিনি আসলে সেই শব্দের মাধ্যমে এনার্জির মেসেজ সামনের মানুষটাকে দেন। তাই নিজের ঠিক করুন, আপনার উল্টো দিকের মানুষের জন্য কোন এনার্জি লুকিয়ে রেখেছেন?
৭) বারবারার শেরের বক্তব্য, যাঁরা সফল নন, তাঁরা আসলে নিজের এনার্জি বুঝতে পারেন না। এবং সফল হওয়ার মানে কিন্তু এটা নয় যে, বিপুল বিত্তে ডূবে থাকতে হবে। অনেক সমইয়ে কম টাকা রোজগান করেও ভাল থাকা যায়। সাধারণ জীবন যাপন করেও জীবনের আসল মানে খুঁজে বের করা যায়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-02 17:08:53
Source link
Leave a Reply