নিজস্ব প্রতিবেদন: উৎসবে গা ভাসানো নিয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry)। তারা জানাল, উৎসবের ভিড়ে সামিল হতে গেলে টিকার দু’টি ডোজ আবশ্যক।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) বলেন,’গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার নতুন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। সর্বাধিক আক্রান্ত কেরলের। গত সপ্তাহে মোট করোনা সংক্রমণের ৬৯ শতাংশই সে রাজ্যের। সাধারণ মানুষকে বুঝতে হবে করোনার দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি। দেশের ৪২টি জেলায় শতাধিক আক্রান্ত রয়েছে। শুধুমাত্র কেরলেই ১ লক্ষের বেশি সক্রিয় করোনা রোগী।’
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরেই উৎসব উদযাপনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভূষণের কথায়,’কোভিড বিধি মেনে চলুন। টিকা নিন।’
ঘরে থাকার কথা বলেছেন নীতি আয়োগের সদস্য বিনোদকুমার পাল (NITI Aayog member Dr Vinod Kumar Paul)। তিনি জানান, আমাদের সতর্ক থাকতে হবে। উৎসবের মরসুম আসছে। করোনা প্রতিরোধের একমাত্র উপায় টিকাকরণ। মাস্ক ছাড়া থাকার সময় এখনও আসেনি। গতবছরের মতোই ভিড় ছাড়া নবরাত্রি, ইদ, গণেশ চতুর্থী উদযাপন করতে হবে। ঘরেই উৎসব উদযাপন করুন। অন্যথায় যতখানি এগিয়েছি, তা ধরে রাখতে পারব না। ভাইরাস ধরন বদল করলে সমস্যা বাড়বে। অন্তঃসত্ত্বাদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ বছরের ঊর্ধ্বে ১৬ শতাংশ দেশবাসী নিয়ে ফেলেছেন টিকার দু’টি ডোজই। প্রথম ডোজ পেয়েছেন ৫৪ শতাংশ। সিকিম, দাদরা ও নগর হাভেলি হিমাচলপ্রদেশে ১০০ শতাংশ সাবালক নাগরিক টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন।
আরও পড়ুন- PF: আড়াই লক্ষের বেশি থাকলে দু’টি পিএফ অ্যাকাউন্ট, আয়কর-ছাড় বন্ধে উদ্যোগ কেন্দ্রের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-09-02 21:38:58
Source link
Leave a Reply