হাইলাইটস
- বাচ্চাকে কিনে দেওয়া নতুন ও দামী খেলনার ছোট ছোট টুকরো উদ্ধার করা প্রতিটি মা-বাবার কাছেই বিরক্তির বিষয়।
- তবে তাদের ওপর চিৎকার করার আগে, বাচ্চা খেলনা ভাঙার অভ্যাসের পিছনের কারণ খুঁজে বার করার চেষ্টা করুন।
যে খেলনার জন্য সকলের সামনে তারা এত বায়না করল, তার এমন দশা দেখে অভিভাবকরা ভাবতে শুরু করেন যে, খেলনার প্রতি বাচ্চার ভালোবাসা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তখন অনেক মা-বাবাই চাইল্ড ডিসট্র্যাক্টিভ বিহেভিয়ার বা শিশুর ধ্বংসাত্মক আচরণ সম্পর্কে চিন্তাভাবনা করা শুরু করেন। নিজের মনেই প্রশ্ন জাগে, খেলনা দেওয়া বন্ধ করবেন কী না? টডলার অবজেক্ট থ্রোইং ও চাইল্ড ডিসট্র্যাক্টিভ বিহেভিয়ার কী এক? এই খেলনা ভাঙা নিয়ে আপনি অপ্রয়োজনীয় মাত্রাতিরিক্ত চিন্তাভাবনা তো করছেন না বা চিন্তাভাবনা ঠিক কী না? আপনার এই বিভ্রান্তি ও দোটানা দূর করতে এখানে এ বিষয় আলোচনা করা হল।
টডলার অবজেক্ট থ্রোইং
আপনার সন্তান কোনও জিনিস ছুড়ে ফেললে কী আপনার মন খারাপ হয়? তা হলে জেনে রাখুন, এতে মন খারাপ করার কোনও দরকার নেই। কারণ এর মাধ্যমে আপনার সন্তান আপনার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিবার আপনার সন্তান খিলখিলিয়ে হেসেছে। শিশু মনোবিজ্ঞান অনুযায়ী ১৮ মাস থেকে ৩ বছর বয়সি বাচ্চারা জিনিস ছুড়ে ফেলার ঘটনায় আনন্দ পেয়ে থাকে।
এ ছাড়াও জিনিস ছুড়ে ফেলা আসলে খেলাধুলো ও শিক্ষার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে আপনার খুদেটি কারণ ও প্রভাবের তত্ত্ব সম্পর্কে শিক্ষা অর্জন করছে।
আবার জিনিস ছোড়ার মাধ্যমে বাচ্চাদের ফাইন মোটর স্কিলস উন্নত হয়। তাই তাদের সঙ্গে আপনিও খেলুন।
বাচ্চাদের খেলনা ভাঙার প্রবণতা
বাচ্চাকে কিনে দেওয়া নতুন ও দামী খেলনার ছোট ছোট টুকরো উদ্ধার করা প্রতিটি মা-বাবার কাছেই বিরক্তির বিষয়। তবে তাদের ওপর চিৎকার করার আগে, বাচ্চা খেলনা ভাঙার অভ্যাসের পিছনের কারণ খুঁজে বার করার চেষ্টা করুন।
বাচ্চারা এক্সপ্লোর করতে ভালোবাসে। তাঁরা যখন খেলনার সঙ্গে খেলে, তখন তারা নতুন উদ্দেশ্য খুঁজে বার করার চেষ্টা করে। তাঁরা অনুসন্ধিৎসু প্রকৃতির হয়ে থাকে। তাই নিজের কৌতূহল চরিতার্থ করতে, নিজের খেলনার কার্যপ্রণালী সম্পর্কে জানার চেষ্টা করে। নিজের জ্ঞান অর্জনের তৃষ্ণা মিটলেই তাদের এই অভ্যাসও ছেড়ে যাবে।
শিশুর ধ্বংসাত্মক আচরণ
বাচ্চাদের কোনও জিনিস ফেলার প্রবণতা এবং খেলনা ভাঙা কখন শিশুর ধ্বংসাত্মক আচরণে পরিণত হয় তা কী ভাবে জানতে পারবেন?
আপনার খুদের অভিব্যক্তি ও মনোভাবই জানিয়ে দেবে যে সে আচরণগত ব্যাধির মুখোমুখি হচ্ছে কী না। জিনিস ছোড়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা যদি রাগ প্রকাশ করছে, তা হলে এটি অবশ্যই একটি চিন্তার বিষয়। আবার রাগের মাথায় তারা জিনিস ভেঙে থাকলে শিশুর ধ্বংসাত্মক আচরণের বিষয় চিন্তাভাবনা করতে পারেন।
খেলনা ভাঙার অভ্যেস সন্তানের? জানুন কী করবেন…
খেলনা ভাঙা থেকে বাচ্চাদের কী ভাবে আটকাবেন
১ বছরের বাচ্চাকে খেলনা ছোড়া বা ভাঙার বিষয় বোঝানো বৃথা। তবে চেষ্টা করতে ক্ষতি নেই। বাচ্চাদের খেলনা ছোড়া ও ভাঙার অভ্যাস কী ভাবে ছাড়াবেন, সে বিষয় এখানে কিছু উপায় দেওয়া রইল-
১. খেলনা কিনে দেওয়ার আগে তাদের সঙ্গে একটি চুক্তি করে নিন। তাদের কাছ থেকে খেলনা ভাঙার প্রতিশ্রুতি আদায় করুন।
২. এমন খেলনা কিনে দিন যা ভাঙবে না, যেমন- বল, বাস্কেটবল সেট ইত্যাদি। এই খেলনাগুলি তারা ছুড়তে এবং নিজে গিয়ে তুলে আনতে পারবে।
বাচ্চারা অ্যাটেনশান সিকার। বাচ্চাদের কাছে আপনিই বিশ্বস্ত সঙ্গী।
১. তাদের সঙ্গে খেলার জন্য সময় বার করলে তারা খুশি হবে।
২. আপনার সন্তানকে প্রশিক্ষিত করার জন্য নানান আউটডোর গেম কিনে দিতে পারেন। যার মাধ্যমে তারা কোনও দলের সঙ্গে খেলার বিষয় শিখতে পারবে। এর ফলে তাদের মধ্যে স্পোর্টম্যানশিপের গুণের উন্নতি ঘটবে।
৩. বাচ্চাদের দিক দিয়ে চিন্তাভাবনা করলে, বাচ্চা হওয়া খুব একটা সহজ বিষয় নয়। তাদের নিজস্ব সংঘর্ষ রয়েছে। তাই তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের অসুবিধা বোঝার চেষ্টা করুন।
নিজের সন্তানের বেস্ট ফ্রেন্ড হন এবং তার পর চমৎকার দেখুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-01 14:51:03
Source link
Leave a Reply