সমস্যাঃ আমার বয়স ২৫ বছর। অবিবাহিত। আমার সমস্যা হচ্ছে মাসিকের। আমার প্রতি মাসে মাসিক হয় না। বলতে গেলে ছয়-সাত মাস অন্তর একবার হয়। এ ছাড়া মাসিক হওয়ার পর আমার অন্য কোনো শারীরিক সমস্যা হয় না। এমনকি তলপেটে এতটা ব্যথাও হয় না। এ ছাড়া আমার স্বাস্থ্য খুবই হালকা-পাতলা। আমি কোনো ওষুধ সেবন করিনি। কোনো স্ত্রীরোগ চিকিৎসকের শরণাপন্ন এখনো হইনি। আপা, আমি এই বয়সে এই দীর্ঘস্থায়ী গ্যাপে মাসিক হওয়ায় খুবই চিন্তায় আছি। দয়া করে আমাকে পরামর্শ দিলে উপকৃত হব, যাতে আমি অল্প খরচে সারতে পারি।
নাম প্রকাশে অনিচ্ছুক
মাইজদী, নোয়াখালী।
পরামর্শঃ মাসিক হওয়ার পর যেহেতু অন্য কোনো শারীরিক সমস্যা হয় না, এতে দুশ্চিন্তার কারণ নেই।
আপনার ছয়-সাত মাস পরপর মাসিক হচ্ছে, এর অর্থ, আপনার প্রতিমাসে যে ডিম্বাণুটি তৈরি হওয়ার কথা ছিল এবং নির্দিষ্ট সময় পর সেটার কার্যকাল শেষ হয়ে নতুন চক্র শুরু হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না। আপনার অনেক দিন মাসিক না হলে ট্যাবলেট নরমেন্স একটি করে দিনে তিনবার পাঁচ দিন খেয়ে ব্লিডিং করাতে পারেন। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।
আপনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা করা প্রয়োজন।
পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া মেডিকেল
কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৯
amar ai month a period hoer date silo 8tariq bt onekdin hoe jaor por hossesilo na,tai 7days dina 3ta kore normens khai .bt 7days ses hoer por akhon porjonto period hosse na,ami khube tention a asi.ami unamarried,age 25.
অামার নাম মিম অামি মাসিক হবার দুই দিন পরে পিল খাওয়া সুরু করছি ০৫/০৫/২১ সুরু করছি ১২ তারিখ অামার সামি অাসছে ২৯ তারিখ পজন্ত ছিলো তার পরে সামি চলে গেছে অামি ৩ তারিখ পজন্ত পিল খাইছি তার পরে মাসিক হয় নায় অামি ণতুন পাতা ছিরে অার পিল খাই নি অাজকে ১৪ তারিক মাসিক হয়না কি সমস্যা জানাবেন পিলিজ
amar akmas 15 den hoasa masek hoca na . ami bebaheto ami akhon sontan neta chace na ar aga amar neometo masek hot .ami khub tansona asi.
একটু এদিক ওদিক হওয়াটা খুব অস্বাভাবিক নয়। তবু মনে করার চেষ্টা করুন যে কখনো পিল খেতে মিস করেছেন কিনা, বা কোনো প্রোটেকশন নিতে ভুলে গিয়েছিলেন কিনা। অযথা ভয় বা দুশ্চিন্তা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে কথা বলুন। দরকারে ডাক্তারের সাথেও কথা বলে নিতে পারেন।
ম্যম, আমার গত ৫ তারিখ মাসিক তারিখ ছিলো সেইটা সম্পুন্য হউয়ার পর ১২ তারিখে আমার সামি বাসাই আসাই তার সাথে সহবাস হউয়ার পর ১৩ তারিখ থেকে মাসিক সুরু হই, কিন্তু মনে হচ্ছে রক্ত বের হচ্ছে যেইটা এখনো চোলছেই। এইটা কি হচ্ছে বুঝছিনা?
সরি লেট হলো মেসেজ দেখতে। এখন কী অবস্থা?
monthly ar hoiya vlo hoyar 9 din por sex krsi thn pill nisi thn 6 din por abr monthly hoisa akhn abr 15 din por rakto dakha ditsa
Eta prgncy lokkon hote pare??
মাসিকের সময় রক্ত কম হয়।আর তিন দিন থাকে তাতে কোন সমস্যা।
না, তেমন কোনো সমস্যা নয়।
ami 29 year old…ami 1 year age doctor dekhiasi……sob text kore dekha jae amr thyroid problem….akhon ta thik hoa gese….amr period hoase 18-11-17 aber next hoase 29-12-17…oti samanno…..tar por r hoe nae…..basae text negative asse…….17-2-18 doctor without text e bolese not pregnant….amk letro r thyrin r folic acid khete bolse……amr tol pet halka fule ase…..
গ্যাস হতে পারে। খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রাখবেন। চেষ্টা করবেন দুশ্চিন্তামুক্ত থাকতে।
Dupbaston khawar kotodin por masik hoy?plzzzz aktu janaben
আমার বয়স ২০ এবং আমার বেশ কিছু দিন যাবত মাসিক ৩৫ দিন পর পর হয় আমার জামাই চাকুরীর জন্য দুরে থাকে এবং কিছু দিন পর পর আ সে গত ১২-০৯-২০১১ আমার মাসিক শেষ হয়ছে আমার জামাই ১৪-০৯-২০১১ তারিখে বাড়ী আসছে আমরা মি লিত হইলে ক*ন*ড*ম ব্যবহার করি আজ আমার ১০-১০-২০১১ মাসিক হ চ্ছে না আমার তল পেঠ একটু বড় হ য়ে গে ছে আমরা এখন সন্তান নি তে চাই না আমার প্রশ্ন হলো আমার কোন সমস্যা হবে কি না আর সন্তান পে টে আস লে লক্ষন গুলো কি বা কেমন করে বুঝবো। দয়া ক রে জবাব দি লে চির কৃত থাক বো।
মাসিকের হিসাবটা করবেন মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে। সাধারণত মাসিক শুরু হওয়ার পর ১৩তম থেকে ১৭তম দিনে প্রোটেকশন ছাড়া মিলিত হলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুব বেশী থাকে।
আপনি বলেছেন যে ক*ন*ড*ম ব্যবহার করেছেন। তাহলে ভয় পাবার কিছু নাই। কেননা প্রেগন্যান্ট হলেও এই ৪/৫ সপ্তাহে তলপেট উঁচু হবার মত সম্ভাবনা একেবারেই নেই। ৪/৫ সপ্তাহে ভ্রূণ মাত্র ০.০৫ ইঞ্চি লম্বা হতে পারে। আপনার তলপেটে বড়জোড় হয়তো কিছু ফ্যাট জমেছে। মোটামুটি সপ্তাহ আটেক পরে এর অস্তিত্ব বোঝা যায়, কেননা তখন তলপেটে হালকা ব্যথা হতে পারে।
সন্তান পেটে আসলে সাধারণত মাথা ঘোরা ও বমি বমি ভাব হয়। মাসিক সাধারণত ২৮ দিন পর পর হয়। তবে অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে।
বর্তমানে প্রেগন্যন্সি টেস্টের জন্য বাজারে এক প্রকার স্টিক কিনতে পাওয়া যায় যাতে প্রস্রাব লাগিয়ে সাথে সাথে ফলাফল পাওয়া যায়। আপনার সন্দেহ হলে এই টেস্টটা করে দেখতে পারেন।
আমার প্রশ্নের উওর পেলাম না।
অ।মার গত ২১ ন ভেম্বর অ।মার মাসিক শেষ হয় ছে অ।মি গত ০৩ ডিসেম্বর ক*ন*ড*ম ছাড়া আমার স্বামীর সাথে মিলত হই তারপর ৩ এবং ৪ ডিসেম্বর ২টা নর পিল খাই গত ১১ই ডিসেম্বর আমার আবার মাসিক শুরু হয় এবং শেষ হয় ১৫ই ডিসেম্বর এখন আমার প্রশ্ন হল নর পিল খাওয়াতে আমার কোন সমস্যা হ বে কি? এবং প্রেগ নেন্ট হওয়ার কি সম্ভবনা আ ছে আমরা এখন বাচ্চা নি তে চাই না এ তে কি আমার শরীরের কোন সমষ্যা হব। দয়া ক রে সমস্যার সমাধান দি লে উপকৃত হব।
আসলে আপনার কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সমাধান কি দেবো!
আপনার মাসিক স্বাভাবিক। পিল খাওয়াতে সাধারণত কোনো সমস্যা হয় না। এটা প্রেগন্যান্ট রোধ করার জন্যই খাওয়া হয়। তবে এর একটা নিয়ম আছে। সেটা মেনেই খাওয়া উচিত। দরকার হলে ডাক্তার দেখিয়ে নিন যে কোনটা আপনার শরীরের জন্য বেশী মানানসই।
Amar prottak mase mashik howr tarik hote 6-7 din dari hoe. Ate kono problam hoba ki. Jadi bolan.
সাধারণত একটু এদিও ওদিক কোনও সমস্যা নয়।
আমার মাসিক নিয়মিত, শারীরিক কোন সমস্যা নেয়, বাচ্চা নেওয়ার জন্য নিয়মিত কোন ঔষধ ও প্রতিবন্ধকতা ছাড়া সহবাস করি , গত ৫ বছর যাবৎ এর কোন সুফল পাই না , করণীয় কি হতে পারে ? প্রায় আমার *যৌ*ন*াংগ চুলকায় কিন্তু কোন জীবাণু আছে বলে মনে হয় না, যত বার ওয়াস রুমে যাই ততবার পরিস্কার করি , আমার স্বামী বলে, তোমার *যৌ*ন*াংগটা বেশ সুন্দর ও পরিস্কার , কোন জীবাণু নেয় । সুতরাং আমার কি করা উচিত ?
আপনি বলছে ৫ বছর ধরে বাচ্ছা নেয়ার চেষ্টা করেও হচ্ছে না? আপনারা দুজনেই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।
অ।মার বয়স ১৮ গত ১৯ডিসেম্বর অ।মার মাসিক শেষ হয় ছে অ।মি গত ০৫ জানুআরি ক*ন*ড*ম ছাড়া আমার স্বামীর সাথে মিলত হই / আজ ২৮ দিন মাসিক শুরু হয় নি , প্রেগ নেন্ট পরিখা করিনি,জদি ফলাফল ,অন্তসত্তা হয়।তা কি খেলে অন্তসত্তা দুর করা জাবে, কেননা আমরা বাচ্চা নি তে চাই না এখন। দয়া ক রে সমস্যার সমাধান দি লে অনেক উপকৃত হব।
চক্রটা সব সময় ২৮ দিনে হয় না। একটু এদিক ওদিক হতে পারে। এখনই প্রেগন্যান্সী টেস্ট করলে সঠিক ফলাফল পাবেন না। কমপক্ষে ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। বাচ্চা এসে গেলে ডাক্তার দেখিয়ে তবেই পরামর্শ নিবেন ঠিক কি করলে ভালো হয়।
mashiker somoy amar onek peth betha kore. ato betha kore vashai prokash kora jaina. jodi kono solution thake?
মাসিকের সময় *যৌ*ন*াভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক পদার্থের দ্বারা সৃষ্ট আলোড়নে জরায়ুতে দৃঢ় সংকুচন হওয়ার ফলে এমনটি হয়। এছাড়া জরায়ুতে প্রদাহ বা সংক্রমণ হয়ে থাকলেও এমন হতে পারে। সঠিক কারণটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবেন। এজন্য প্রস্রাব বা রক্ত পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।
আপাতত গরম ছ্যাক দিতে পারলে উপকার পেতে পারেন। কাপড় জাতীয় কিছু ভাঁজ করে সেটা গরম করে তলপেটে প্রতিদিন ৩০ মিনিট থেকে এক ঘন্টা ছ্যাক দেবেন। প্রত্যেক সপ্তাহে টানা ৩ দিন করবেন।
এছাড়া সিজ বাথ নিতে পারলেও উপকৃত হবেন। ৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসতে হবে, তারপর এক মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০-২৫ মিনিটের মত সপ্তাহে ৩-৪ দিন করতে পারেন।
আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে কেজেল ব্যায়াম। এখানে দেখুন।
amar ai month a period hoer date silo 8tariq kitu maja maja date change hoya 12,13 tarika hoy, tolepat khob bata kore, bolad khob alpo bare hoy, are amar posen gulo khob patla & pora jay
posen জিনিসটা বুঝি নাই। দয়া করে বাংলায় লিখুন।
মাঝে মাঝে একটু আগে-পরে হলে সমস্যার কিছু নাই। আপনার বয়স, উচ্চতা, ওজন সম্পর্কে জানাবেন।
তলপেটে ব্যথার জন্য সপ্তাহে পর পর ৩ দিন ২০-২৫ মিনিটের মত কাপড় গরম করে বা বোতলে গরম পানি ভরে তলপেটে ছ্যাক নেবেন। নিয়মিত কেজেল ব্যায়াম করতে পারেন।
অামার বয়স ২৪, অামার মাসিক নিয়মিন হয় না, কোন মাসে ০৬ তারিেেখ তার ৩ মাস পর হয় । ্বং তল পেট খুব বেথা ক রে কি ভাবে অামার মাসিক নিয়মিত করা যায়, জানাবেন
তলপেটে ব্যথার জন্য সপ্তাহে পর পর ৩ দিন ২০-২৫ মিনিটের মত কাপড় গরম করে বা বোতলে গরম পানি ভরে তলপেটে ছ্যাক নেবেন। নিয়মিত কেজেল ব্যায়াম করতে পারেন।
“কোন মাসে ০৬ তারিেেখ তার ৩ মাস পর হয়” বাক্যটা অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। যদি দু-চারদিন এদিক-ওদিক হয়, তাহলে সমস্যার কিছু নাই। যে কোন প্রকার দুশ্চিন্তা এড়িয়ে চলবেন। খাওয়া-দাওয়া এবং ঘুমের দিকে নজর রাখুন।
17 TARIK MASIC SURU HOY,AMAR23 TARIKE A MASIC SES HOY,BUT HOTAT KORE 7 TARIK A KONDOM SARA BF AR STE MILITO HOY,OIDIN RAT TKE PIL KAI, TR 2DIN 1DIN PORO VOY A EPIL KAI,but 5din per hlo tao masic hose na, ty voy lagse,akn bassa nite parbo naA,PLZ VOY KORSE JANABEN KI
খুব সম্ভবত ভয় পাবার কিছু নাই। মাঝে মাঝে এমন আগে-পরে হতেই পারে। আপনার আরো কয়েকটা দিন দেখা উচিত।আর বাচ্চার ব্যাপারে পরবর্তী মাসিকের তারিখ পার হয়ে না গেলে ঠিক বলা যাবে না।
amar proti month e mashik hoy.but mashik howar 2 ta problem hoy ..mashik howar din theke 8-10 din porjonto amar bleding hoy. and khub beshi bleding hoy.ajonno tolapete khub batha kore.please solution me.
আপনার বয়স, উচ্চতা এবং ওজনটা বলুন প্লিজ। বিয়ে করেছেন কিনা, বা বয়ফ্রেন্ড আছে কিনা, নিয়মিত সেক্স করেন কিনা–এগুলা জানা দরকার।
আমার ১৭ তারিক মাসিক হয়,২৩ তারিক সেস হয়,কিন্তু ৫ তারিক আমার বয় ফ্রেন্ড আর সাতে ক*ন*ড*ম ছাড়া মিলত হই,ওই দিন রাতে পিল খাই, এর ১দিন পর ভয়ে ১তা এপিল খাই, কিন্তু আজ ৮দিন হলেও আমার মাসিক শুরু হয় নি,আর আগে ১বার গরভপাত করা হয়েসে,খুব ভয় করসে,দয়া ক রে সমস্যার সমাধান দি লে অনেক উপকৃত হব।
আপনার আগের মন্ত্যবের নিচে উত্তর দেয়া হয়েছে। আশা করি পেয়েছেন।
আমার বয়স ২৪ বছর বিবাহিত। আমার মাসিক আগে নিয়মিত ছিল। আমি পিল খাওয়ার পর থেকে ৪ মাস যাবত আমার প্রতি মাসে ৩/৪ বার মাসিক হয়। আমি খুবই চিন্তিত যদি কোনো সমাধান দেন উপকৃত হবো।
apa jdin kondom sara amra milito hoy, oidin ratei pil kai, porer din a epil kai,tarporeo ki bassa hoar somvobna ase, ar ai pothom amr masik date poriboton hosse, 10 din nidisto timer bsi hlo tao hose na, amr kubi chinta hose,plz ar upai ki,aga take kno osud ba babosta neoa jbe ki
উপরে আপনার উত্তর দেয়া হয়েছিল। ভয় পাবেন না। মাথা ঠাণ্ডা রাখুন। এক্সিডেন্ট হয়ে গেলেও ব্যবস্থা করা যাবে। এজন্য হাসপাতালে যোগাযোগ করতে হবে।
আপনি তো বাংলায় লিখতে পারেন। দয়া করে সবসময় বাংলায় লিখবেন।
আপা আমার পেট বেরে jase, আমার খুবি অসুস্তি লাগসে,আমার ১২ দিন বেসি পার হয়ে গেল তারপর মাসিক হেচছ না, কি করলে আকনি প্রেগ্নেন্ত বন্ধ করা জাবে,মাসিক ছালু করা জাবে,দয়া করে বিস্তারিত বল্বেন,আর কোন অসুদ কাইতে হবে কি,আপা দয়া করে বিস্তারিত বল্বেন
চর্বিজনিত কারণে হলে বিকেলের পরে কার্ব জাতীয় খাবার খাওয়া যাবে না। খেয়েই শুয়ে পড়া বা ঘুমানো যাবে না। নিয়মিত ব্যায়াম করুন।
ব্যায়াম করে শরীর ঠিক রাখলে মাসিকের সমস্যাগুলোও কেটে যাবে। আলাদা ভাবে কেজেল ব্যায়াম করতে পারেন।
kau jodi kondom sara মিলিত হবার পর পিল খাই,পরের দিন যদি epil খাই।আর পর নিওমিত পিল কাতেই তাকে,তাও কি বাছা হবার সম্ভবনা থাকে,এপিল কাওয়ার সময় মাসিক হয় নি,র আই মাসে মাসিক হয় নি,আমি সুনেসি epil kale naki bacha pate ase na,bt amr tahole a mase masik hlo na kano
একটা কথা মনে রাখবেন, কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিই ১০০% নিশ্চিয়তা দেয় না। ইমার্জেন্সী পিল অনেক সময় ভালোই কাজ দেয়। তাই আগেই দুশ্চিন্তা করার কিছু নাই। তাছাড়া বাড়তি দুশ্চিন্তা করাটাও মাসিক না হওয়ার কারণ হতে পারে। পরের মাসে মাসিক না হলে তখন টেস্ট করতে হবে।
স্যার আমি সঙ্গম করলে আমার গলা জ্বলে কি করি? আমি বিয়ে করেছি ১বছর হবে আমায় বয়স ২৫ বছর ।
এমনিতে শরীরে কোন সমস্যা নেই তো?
রাতে কি ভালো ঘুম হয়? খাওয়া ঠিক মতো করেন তো? খাওয়ার পরে কি কখনো গলা বা বুক জ্বলে?
অবশ্যই প্রচুর পানি পান করবেন।
apa amar kal masik hoyse,but savavik ar cye 9din por holo,r knodin jodi kondom sara avave milito hoy,sdin rate tke pil kalei ki hobe,na onno kisu gohon korte hobe,আপা দয়া করে বিস্তারিত বল্বেন
টেনশন করলে এমন আগে-পরে হতে পারে।
কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি-ই ১০০% গ্যারান্টি দেয় না। এই জন্যই আগে বিয়ের কথা বলা হয়। এতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোন ভাবে কাজ না করাতে বাচ্চা এসে গেলেও কোন সমস্যা নেই। বাচ্চা একে বারেই না নিতে চাইলে ডবল জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (ছেলে-মেয়ে দুজনেই) ব্যবহার করা উচিত। এছাড়া বীর্যপাতের সময় জননাঙ্গর বাইরে বীর্যপাত ঘটালে ভালো।
আমার গত মাসের ২৬ তারিখে মাসিক শুরু হয়েছিল। তারপর আমি আর আমার BoyFriend এই মাসের ১৪ তারিখে ক*ন*ড*ম ছাড়া মিলিত হই। কিন্তু সে সেক্স করার পর বাহিরে বীর্যপাত ঘটাই। আমার খুব ভয় হচ্ছে আজ ২৮ তারিখ, এখনও আমার মাসিক শুরু হয় নি। আর একটা কথা এভাবে সেক্স করলে কি গর্ভধারনের সম্ভাবনা থাকে? প্লিজ দয়া করে জানাবেন।
বাইরে বীর্যপাত ঘটালে চিন্তার কিছু নাই। তবে সব সময় নিজেকে কন্ট্রোল করা যায় না। তাই বাচ্চা নিতে না চাইলে ডবল প্রটেকশনের ব্যবস্থা করাই ভালো।
আর মাসিক একটু এদিক ওদিক হতেই পারে। এ নিয়ে দুশ্চিন্তা করলে আরো দেরী হবে।
apa sale der kivave jonmo niontron kora jai,osud ky na onno kno podhoti te,প্লিজ দয়া করে জানাবেন।
আখিঁ – অপারেশনের মাধ্যমে আমার স্বামীকে করেছিলাম কিন্তু তার সেক্স সম্পূন্ন শেষ হয়ে যায়, সব চেয়ে ভাল বিভিন্ন পদ্ধতি মাধ্যমে মিলন করা । আমাকে এখন অন্য পন্থা অবলম্বন করতে হয় ।
ছেলেদের জন্য ক*ন*ড*ম ব্যবহারই ভালো উপায়, আর মেয়েরা পিল খেতে পারেন।
Amar age 18.ami ag a onek jal khete partam .pray prothidin 2 theke 4 ta green chilli khete partam.but akon theke ami jal kisu khete Parina , jal khele amar buk jole . Amar pet a o shamanno jole .a theke ki babe ami mukti Pabo please janale kushy hobo.thanka
গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে। বুকজ্বলা দূর করতে ঝাল, মসলা ও তৈলাক্ত খাবার বাদ দিতে হবে। অল্প অল্প করে খেতে হবে। আর দৌড়াতে বা কোন ব্যায়াম করতে পারলে ভালো হয়।
kau jodi hotat kore kondom sara milito hoy,tokn oi mhute tar koronio ki,
বীর্যপাতের সময় লিঙ্গ বের করে নেবেন। তবে বাচ্চা না চাইলে কখনোই ক*ন*ড*ম বা কোন প্রোটেকশন ছাড়া মিলিত হবেন না। দুজনেই সবসময় কন্ডম সাথে রাখবেন।
স্যার আমার স্ত্রি ভুল করে পিল উল্টা দিক থেকে খেয়েছে। কিন্তু নিয়মিত খেয়েছে। আমরা খুব চিন্তিত য়ে যদি গভের্ সন্তান আসে। দয়া করে তারাতারি জানাবেন য়ে । আমার স্ত্রির গভর ধারনের সম্ভবনা আছেকি । আমার দুটি সন্তান আছে।
তারাতারি আজই জানালে চির ঋণি থাকব স্যার
কতদিন ধরে ভুল হচ্ছে?
খুব সম্ভবত সমস্যা হবে না। তবে একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।
assa hotat kre kondom sara milito hole,oi rat take pil kale ki tao bassa hobe
এটা রিস্কি পদ্ধতি। পিল খেলে সারা মাসে নিয়ম করে খেতে হয়। তবে ইমারজেন্সি পিল পাওয়া যায়। সেটা খেতে পারেন।
assa kondom sara milito hoar time a birjo jodi bire falai,trporeo ki bassa hoar somvobna tke
না।
আমার বয়স ২২ বিবাহিত গত ২৯ মাচ মাসিক হয়ে ছে এখন ো পযন্ত মাসিক হ চ্ছে না এর ম ধ্যে আমরা ২ বার মি লিত হই ২ দিন আ গে বাজার থে কে প্রেগ নে ন্সি টেস্ট কি নে বাসায় টেস্ট ক রে ছি রিপোট নে গে টিভ আসছে ফামেসী থে কে Gynaecosid ২ টা ট্যাব লেট ৪ মে এবং ৫মে খে য়ে ছি Gynaecosid খে লে ফামেসী থে কে বল ছে ১০ দিন র ম ধ্যে মাসিক হ বে। আমরা খুবই চিন্তায় আ ছি আমরা এখন বাচ্চা নিব না। আমার এখন কি করনীয় দয়া ক রে পরামশ দি লে উপকৃত হই।
একবার প্রেগন্যান্ট হয়ে গেলে Gynaecosid কোন কাজ করে না। এক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে এবোরশন করাতে হয়।
কোন প্রোটেকশন ছাড়া মিলিত হলে ৭২ ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে গিয়ে ইমার্জেন্সি পিলের ব্যবস্থা করতে পারলে গর্ভধারণ রোধ করা যায়।
টেস্টে সঠিক/নিশ্চিত ফল পাওয়ার জন্য পরবর্তী মাসিকের তারিখ পার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক সময় এমনি নানারকম কারণে মাসিক হতে দেরী হতে পারে। তবে এখন নিশ্চিত হতে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতে পারেন।
লিঙ্গ কিভাবে লম্বা করা যায়?
কোন ভাবেই লিঙ্গ লম্বা করা যায় না। যা আছে, সেটারই সর্বোচ্চ ব্যবহারের জন্য শরীর ও মন ঠিক রাখতে হবে।
আমার বয়স ১৫.৬ আমার প্রেমিকের বয়স ১৬.১ আমাদের দাম্পত্য জীবনে কোন সমস্যা হবে কি ?
দাম্পত্য জীবন হলো দুজনের মানিয়ে চলার বিষয়। এটা হলে সমস্যা হবে না। তবে আপনাদের বয়স অনেক কম। এখনই এসব নিয়ে ভাববেন না।
টুম্পা তোমার মত আমারও ১৫/১৬ বয়সে ছেলেদের লিঙ্গ ও সেক্স জানার বেশ কৌতহল ছিল, তাই আমার প্রেমিক সে সুযোগটা নিয়ে ছিল ।এ তে আমার সর্বনাশ হল । মুলত: আমাদের মনে ৯/১০ বছর থেকে এ আগ্রহ কাজ করে । তবে সেক্স করার শারিরিক ক্ষমতা আসে ১৮ থেকে ,এখন আমার বয়স ৩৫ তাই সেক্স করার পূর্ণ আনন্দ এ সময় । ১৮ আগে যা করেছিলাম সব ভুল । তাই বলব, আগে পড়া লিখা কর তার পর সুশিক্ষিত ও ভাল আয়ের একটা স্বামী নিও । ভাল থাক ।
খুব ভালো একটা কথা বলেছেন। এ ব্যাপারটা সব মেয়েদেরই মাথায় রাখা উচিত। মায়েরাই পারেন তাদের মেয়েদেরকে এ ব্যাপারে প্রথম সচেতন করতে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Amar goto 19.05.12 11.00 am mashik suru hoye 21.05.12 11.00 am shesh hoyese time ta right silo Please Janaben.
মাসিক হওয়াটাই বড় ব্যাপার। কতদিন ধরে হচ্ছে, সেটা বড় ব্যাপার না। একেক জনের একেক রকম সময় লাগে। এটা নিয়ে বেশি চিন্তা করবেন না।
আপনার ব্যাপারটাও স্বাভাবিক।
ekhane bivinno prosno pore akta jinis bojha galo j apnader moddhe onekei bibaho bohirvuto sharirik shomporke joriyechen.oneke janen o na affair tikbe kina.e khetre meyera e beshi protarito hoy.
Nijer shorbonash deke anben na onnero shorbonash koren na.
Onekei abar time pass korar jonno ghurchen,sex korchen.shomaje moral degradation kothay giye dariyeche!
আমার বয়স ২২ বয়স বছর। আমার লিংগ সবসময় দাঁড়িয়ে থাকে। *যৌ*ন* মিলন করতে ইচ্ছে করে। বিয়ে করা সম্ভভ নয়। তাই হস্তমৌথুন করি। আমার কোন বান্ধবি নেই। লিঙ্গ যেন না দাড়াই তার কোন উপায় আছে কিনা জানাবেন।
সব সময় মেয়েদের নিয়ে চিন্তা করা বাদ দিন। সেক্স একটা স্বাভাবিক ব্যাপার। এটাকে সহজ ভাবে নিন। পর্ণ মুভি বা চটি পড়া বাদ দিন। ভাল কোন কাজে নিজেকে জড়িত করুন। নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে একবার হস্তমৈথুন করতে পারেন।
আমি এক বার হস্তমৌথুন করলে বার বার করতে ইচ্ছে করে।হস্তমৌথুনে আগের মত বীর্যপাত হয়না। আমি আগে কখনও মাগী পাড়াই যাইনি। মাগিদের সাথে *যৌ*ন* মিলন করলে কেমন হবে। আমি খুব বেশি সমস্যা অনুভব করসি।
*যৌ*ন*কর্মীদের সাথে সেক্স করাটাকে আমরা উৎসাহিত করি না। এতে অনেক *যৌ*ন*রোগ হবার ঝুঁকি থাকে।
এটা যার যার রুচির ব্যাপার। তবে অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্নতা এবং প্রোটেকশন ব্যবহার করা উচিত।
খুব ঘনঘন হস্তমৈথুন করলে বীর্য কমে যাবে। সেই সাথে যদি খাওয়া-দাওয়া ঠিক না থাকে, তাহলে আরো সমস্যা হবে।
আমার অনিয়মিত মাসিক ডাক্তার আমাকে নরমেন্স খেতে বলেছেন নরমেন্স খাওয়া অবস্থায় সহবাস করলে কি প্রেগন্যান্ট হবার ঝুঁকি আছে?
আমার লিঙ্গ দাঁড়ালে ব্যাথা করে। গার্লফ্রেন্ড নেই তাই মাগীর সাথে সেক্স আর ইচ্ছে আছে। কি কি ধরনের মাগীর সাথে সেক্স করা উচিত? কি কি সর্তকতা মানা উচিত? ঢাকার কোথায় ভাল মাগী পাওয়া যায়? জানালে ভাল হয়।
মাঝে মাঝে হস্তমৈথুন করতে পারেন। বহুগামী মানুষের সাথে সেক্স না করাই ভালো। করলেও খুব সতর্কতা অবলম্বন করবেন। পরিস্কার-পরিচ্ছন্নতা বজার রাখবেন। আর অবশ্যই প্রোটেকশন ব্যবহার করবেন।
amar masik pote maser 3 taruk a soru hoi, sahe hole 10 tarke. kintu 2mase dora amar masik time moto hoina, maja maja amar boy farind a sata condom sara mileto hoy, ata key paid neat hober sobimbuna aca ke
মাসিক ঠিক সময়ে না হওয়ার অন্যতম প্রধান কারণ চুশ্চিন্তা। বয়ফ্রেন্ডের সাথে সেক্স করার জন্য কি আলাদা ভাবে কোন দুশ্চিন্তা হচ্ছে? ব্যাপারটা কি মন থেকে ইনজয় করতে পারছেন না?
এছাড়া যদি খাওয়া-দাওয়া ও ঘুমের ব্যাঘাত হয়ে থাকে, সেটাও একটা কারণ।
প্রোটেকশন ছাড়া সেক্স করলে প্রেগন্যান্ট হওয়ার ঝুঁকি থাকবে। অবশ্যই ক*ন*ড*ম ব্যবহার করবেন।
অামার সমস্য হল িলঙ্গ টা যখন মাঝে মাঝে হস্তমৈথুন ক ির মাল েবর হ েত সময় লােগনা, িকন্তু মাল অাউট হবার পর িলঙ্গ টা অােগর মত দািড় েয থােক, িক ভােব িলঙ্গ টা নরমাল করা যায়, অািম ক*ন*ড*ম িদ েয় েখ িচ। অামার বাল প ের যায় এর সমধান িক ?
উত্তরা েথেক জুেয়ল
আপনার কোন সমস্যা আছে বলে মনে হয় না। আপনি হয়তো মনে মনে চান যে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাক, তাই হয়। কিন্তু লিঙ্গে তখনো রক্ত সঞ্চালন হতে থাকে।
Madam, আমার বয়স ১৮, স্বামীর ২৫, বিয়ের বয়স ১ বত্সর । আমার স্বামী চাকুরির কারনে ১/১.৫ মাস পর পর আসে । সে ক*ন*ড*ম ছাড়া পছন্দ করে, বীর্য বাইরে ফেলে । আগামি সপ্তাহে আসবে এবং বলেছে পিল খেতে , মাঝে একবার ‘নরেট ২৮’ পিল ১০ দিন খেয়েছিলাম । আমার প্রশ্ন হল- যে কয়দিন স্বামী কাছে থাকবে সে কয়দিন পিল খেলে কোন সমস্যা হবে কি-না । আর কোন পিল খেলে ভাল হবে । আমরা সন্তান নেবো আরও ৩ বসর পর । দয়া করে তাড়াতাড়ী জানাবেন ।
পিল খাওয়ার একটা নিয়ম আছে। মাসিক শুরু হওয়ার পর থেকে বা ৫ দিন পর থেকে খাওয়া শুরু করতে হয়। আবার এটার কার্যকারিতা শুরু হতে সপ্তাহ খানেক লাগে। তাই এই এক সপ্তাহ অন্য একটা প্রোটেকশনও (যেমন ক*ন*ড*ম) ব্যবহার করতে হবে রিক্স এড়াতে। যদি লংটার্ম খেতে চান তাহলে এভাবেই শুরু করতে হয়। কিন্তু আপনার স্বামী যদি অল্প কয়েকদিনের জন্য আসেন, তাহল পিল একটা ভালো পদ্ধতি নয়। এক্ষেত্রে ক*ন*ড*মই ভালো।
Mashik Start Hobar 10-12 Age Akjoner sathe Oral Sex Hoy.Jodio She Condom Use Korechelo,But Ami Voye Jonite Or Penis Dhukate Di Ni.She Birjopat O Korechilo Baire,Amar Mashik Start Hobar Tarikh 5 Din Over Hoye Gache,Akhon Ami Khouv Voyer Moddhe Achi,Kon Dhorener Oushud Khate Hobe Solution Dile Kritoggo Thakbo…..
ভয় থেকে মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে। এমনিতে ভয়ের কিছু ছিল না।
আমার বয়স ১৬ বছর ৫ মাস,আমার সমস্যাটা হল অতিরিক্ত হস্তমিখুনের ফলে লিঙ্গের গোড়া চিকন ও আগাল মোটা হয়েছে । এখন আমি কি করতে পারি?
আপাতত এসব বন্ধ রাখুন। শরীরের প্রতি নজর দিন। সঠিক সময়ে খাবেন, ঘুমাবেন। নিয়মিত খেলাধূলা করবেন।
shobar motamot porlam ….valo lagloo,,,amar biye korar por kaje lag vee,,thanks dc
আমার বয়স ২৭ বছর আমি আবিবাহিত সমস্যাটা হল ২-৩ মাস ধরে আমার মাসিক মাসে ২ বার করে হছে মাসিক হওয়ার পর আমার অন্য কোনো শারীরিক সমস্যা হয় না। এমনকি তলপেটে ব্যথাও হয় না। আমি কোনো ওষুধ সেবন করিনি। কোনো স্ত্রীরোগ চিকিৎসকের শরণাপন্ন এখনো হইনি। ২তারিখে হলে সাভাবিক ভাবে ৪ দিন থাকে আবার ১৭ তারিখ হছে এখন আমি কি করব দয়া করে তারাতারি জানাবেন
অন্যবার কতদিন থাকে? খুব সম্ভবত সেটা শুধু স্রাব হতে পারে। ডাক্তার দেখাতে পারেন একবার।
আমার বছর ২৩+ ও আমর girlfriend এর বছর ১৮. আমরা গত ২০.১২.২০১২ date এ ক*ন*ড*ম ছাড়া মিলিত হই. মাত্র ৪০ সেকেন্ড আমি ও কে করি এবং আমি বীর্য বাইরে ফেলি. girlfriend গত মাসের ২২.১১.২০১২ date এ মাসিক হয়. আজ এখন মাসিক হই নি. এখন কি করব? আর একটা কথা এভাবে সেক্স করলে কি গর্ভধারনের সম্ভাবনা থাকে? প্লিজ দয়া করে জানাবেন। please আজকেই উত্তর দিন.
খুব সম্ভবত গর্ভধারণ হয় নাই। বীর্য বাইরে ফেললে গর্ভধারণের সম্ভাবনা থাকে না।
এতদিনে মাসিক হয়ে যাওয়ার কথা।
আমার বয়স আঠারো, বিয়ে হয়েছে চার মাস ৷ আমার মাসিক নিয়মিত হচ্ছে, কোন সম্যাসা নেই ৷ আমরা স্বামী স্ত্রী দৈহিক মিলন করি, কিন্তু আমার কোন বাচ্ছা হচ্ছে না ৷
আমরা এখন কি করতে পারি ৷
আপনারা কি এখনই বাচ্চা নিতে চান?
সঠিক সময়ে মিলিত হলে বাচ্চা আসলে বুঝতে ছয় সপ্তাহের কাছাকাছি সময় লাগে।
আমার বছর ২৬+ ও আমর girlfriend এর বছর ২৫. আমরা গত ২৭.০৩.২০১৭ date এ ক*ন*ড*ম সহ ও ক*ন*ড*ম ছাড়া মিলিত হই. তবে আমি বীর্য বাইরে ফেলি. girlfriend গত মাসের ২৮.০২.২০১২ date এ মাসিক হয়. আজ ০৯/০৪/২০১৭ এখনও মাসিক হয়নি. এখন কি করা উচিত, ১৩ দিন হয়ে গেলো, এখন কি কোন নিরাপদ পিল আছে? যা খেলে রিস্ক ও টেনশন থেকে মুক্তি পাওয়া সম্ভব? আর এভাবে সেক্স করলে কি গর্ভধারনের সম্ভাবনা থাকে? প্লিজ দয়া করে জানাবেন। please আজকেই উত্তর দিন.
গর্ভধারণ যেন না হয় তার জন্য ৭২ ঘণ্টার পিল ছাড়া পরবর্তী কন পিল আছে কি? কিভাবে এ রিস্ক থেকে মুক্ত থাকা যায়?
আমার বছর ২৬+ ও আমর girlfriend এর বছর ২৫. আমরা গত ২৭.০৩.২০১৭ date এ ক*ন*ড*ম সহ ও ক*ন*ড*ম ছাড়া মিলিত হই. তবে আমি বীর্য বাইরে ফেলি. girlfriend গত মাসের ২৮.০২.২০১৭ date এ মাসিক হয়. আজ এখন মাসিক হয়নি. এখন কি করব? ৭২ ঘণ্টা এর মদ্ধে কোন পিল খায়নি, ১৩ দিন হয়ে গেছে, এখন কি আর কোন নিরাপদ পিল আছে?আর একটা কথা এভাবে সেক্স করলে কি গর্ভধারনের সম্ভাবনা থাকে? জানাবেন please, আজকেই উত্তর/পরামর্শ দিন।
অনেক সময় দুশ্চিন্তা থেকে মাসিক এদিক-ওদিক হতে পারে। পরের মাসেও মিস হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত হবে।
ক*ন*ড*ম ব্যবহার করার পরে লিঙ্গে বীর্য লেগে থাকতে পারে। পরের বার যদি ভালো করে না ধুয়ে ক*ন*ড*ম ছাড়া মিলিত হন, তাহলে বীর্য বাইরে ফেললেও প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
Amar boyos 22 bochor,ami bibahito.amar biyer 3 mas por amr husband baire chole jay tarpor abar 3 mas asechilo .tarpor 8 mas por ami o amr husband er kache bidesh ase pori.aj 6 mas dhore amra continue milon korchi.kintu 23 feb te masik hobar por aj 19 april amar masik akhn o holo na tai pregnency test korai kintu report negetiv.r amr milon er somoy khub jala pora hoy,r amr jonipother chamray halka scratch marks dekha jay r ata khub jole.r milon er somoy amr birjor sathe ek prokar dudher chanar moto dekha jay. ata keno hochhe doya kore janaben plz.
স্ক্রাচের মত যেহেতু হচ্ছে, সেহেতু ডাক্তার দেখিয়ে নিলে ভালো করবেন। আর মিলনের আগে জননাঙ্গপথ যথেষ্ঠ পিচ্ছিল না হলে আলাদা লুব্রিকেন্ট ব্যবহার করে দেখতে পারেন যে তাহলে জ্বালাপোড়া কমে কিনা। অনেক সময় দুশ্চিন্তা বা ঘুম/খাবারের অনিয়মিত করার ফলে মাসিক ঠিক মতো হয় না। এদিকে খেয়াল করে দেখেন। যদি ঠিক না হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন।
apu ami amar frind er shathe period er last day te sex kore felsi and porer din Emcon khaisi b8 period asheni then 5 dayes por mmkit khaisi b8 akhon o period ashsena ki korbo please help me apu
মাসিকের একসপ্তাহ আগে থেকে একসপ্তাহ পর পর্যন্ত নিরাপদ সময়। তাই দুশ্চিন্তার কিছু নাই। এমনিতেই অন্য কারণে মাসিক মাঝে মাঝে অনিয়মিত হতে পারে।
Amar boyes 23 ami amar girl friend ar sathe majha majha sex kori but gato 2mas holo or masik hocha na pet btha hoi but masik hoina.pregncy test korte negative dakhalo.tahole keno oto dari ho66a masik hote???????plz taratari kichu answer din khub chintai achi amra 2jonai.
Sir ami 4din aga 1ta problemar kotha bollam but akhono kono solution dilen na khub chintai achi please kichu 1ta upai bolun.
১/মান্থলী পিল খাওয়া অবস্থায় এক দিন মিস গেলে সেদিনই কি ওভুলেশনের চান্স থাকে?
২/আমি তিন মাস আগে সেভ পিরিয়ড + আইপিল খাওয়ার পরেও কনসিভ হয়ে যায়।
আমি জানি কোন পদ্ধতিই ১০০%গ্যারান্টেড না,তারপরেও ফাস্ট ইন্টারকোর্সে এমনটা হওয়া আমার কাছে অস্বাভাবিক লেগেছিল।
৩/আমার হাজবেন্ট অন্য শহরে থাকেন,লাস্ট তার সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়ার ৫দিন আগে থেকে সুখি পিল খাওয়া স্টটার্ট করছিলাম এবং ইন্টারকোর্সের পর ১০দিন রেগুলার খেয়েছি,আজ তিনদিন পিল অফ করার পরেও ব্লিডিং স্টার্ট হয়নি।
এমনটা তো হওয়ার কথা নয়,নাকি হতে পারে?
৪/যেহেতু ৩মাস আগে আমি মেডিসিন নিয়ে MI করাইছি,আনফরচুনেটলী যদি আবার কনসিভ হয়ে যায় তাহলে কি আবার MI করালে শারীরিক কোন প্রবলেম হবে?
সবগুলো প্রশ্নের উত্তর দিলে খুবই উপক্রিত হতাম।
অগ্রীম ধন্যবাদ…..
১) এক দিন মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখন সেই মিস হয়ে যাওয়া পিল খেয়ে নিবেন। পরেরদিনের পিল আবার সময়মতো খাবেন। চান্স কম।
২) অস্বাভাবিক মনে হলেও ব্যাপারটা স্বাভাবিক।
৩) এভাবে পিল খাওয়া শুরু করা উচিত নয়। পিল খেতে হবে পিরিয়ড শুরুর দিন থেকে, পিলের প্যাকেটে যেটা প্রথম খাওয়ার কথা সেটা দিয়ে শুরু করতে হবে। ইরেগুলার সেক্স হলে ক*ন*ড*ম ব্যবহার করা ভালো।
৪) এটা ডাক্তার আপনার শারীরিক অবস্থা চেক করে ভালো বলতে পারবেন। তবে ঘনঘন করলে শরীরে কিছু না কিছু খারাপ প্রভাব ফেলে।
আমার বয়স ২২ বছর। আমার এক মাসে দু বার মাসিক হইছে এখন বন্ধ হয় না। আমি বাচ্চা নিতে চাই। কোন ওষুধ খেতে পারি?এখন নরমেন্স খাচ্চি কিন্তু খাওয়া বাদ দিলে আবার রক্ত পরে মি কি করবো?
ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে তারপর ব্যবস্থা নেবেন।
Ami amr Gf r satha 23nov sex kori nd or 30 tarik te periods hobr kotha 6ilo hoini prai 7 din moto hota jai..ami 2 Dec pragnant test korai prega news diya bt tata o negative asa..bt or periods ho66a na kub tensition…plz ektu bolun ki korbo..na hola amka step nita hoba
আপাতত যা করতে হবে তা হলো দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। খাওয়া, ঘুম- এসব স্বাভাবিক রাখতে হবে। পরের মাসে মিস হলে তখন আবার পরীক্ষা করাতে হবে।
৫০ দিন হয়ে গেল মাসিক হচ্ছে না।কিন্তু এর মাজে আমরা সেক্স করি।কিন্তু আমরা বাচ্চা নিতে চাই না।কিন্তু আমরা সটিক জানি না বীর্য পরছে কি না।কিন্তু আমাদের চিন্তা হচ্ছে।এতে কি করনিয়
প্রেগন্যান্সি টেস্ট করিয়ে দেখতে হবে।
আর মাসিক হওয়ার তারিখ কত? কবে মিলিত হয়েছিলেন–এটা জানালে আমরা বলতে পারব আপনাদের ওই সময়টা নিরাপদ ছিল কি না।
আমার স্ত্রীর সাথে মিলনের ২ ঘণ্টা পরে পিল খাওয়াই, আমি বাইরে থাকি, ৩ মাস এর বেশি হইসে মাসিক হচ্ছে না ্, ও বলে তল পেট বেথা করে রেগুলার, কইদিন আগে হুমিও অসুধ খাইছে /, আগেও মাসিক এর আগে পেট বেথা হইত। এর আগে প্র্যায় ২ মাস ১৩ দিন পরে মিন্স হইছিল্ , আমার স্ত্রী student(hons) , বাচ্চা নিতে চাচ্ছি না আমরা । এখন কি করব?
প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন?
test koriye si, may be positive ,, ekon ki korte pari madam,, ekon ki kono osud e gorvopat hobe ,, abortion sara,,
এটা মেয়ের শরীর স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার বলতে পারবেন।
তারা অবিবাহিত।সেক্স করা হয়েছিল ২/৩ বার। মাসিক শেষ হওয়ার ১০/১২ দিন পর।কিন্তু বীর্য বাইরে ফেলা হয়েছিল সব বারই।এখন মাসিক এর তারিখ ৭ দিন পেরিয়ে গেছে। কি করা উচিত?
সরি উত্তর দিতে লেট হয়ে গেলো। এই কদিনে কি হয়েছে?
আমি আমার র্গাল ফ্রেন্ডের সাথে প্রাই সেক্স করি কখনো কখনো তার মাসিক শুরু হবার আগের দিনে এবং মাসিক হবার পরের দিনেই এরকমটাই বেশি হয়.তারপরে সেক্স করার পরের দিনেই সে একটা ফেমিকন পিল খায় নিয়মিত কিন্তু খায়না শুধু যখন সেক্স করি তখন খায়.খাওয়ার দু একদিন পরেই আবার মাসিক হয় তাতে কী কোনো রকম প্রেগনেন্ট হবার সম্ভবনা আছে.?আবার মাসিকের অনিয়কম হয় বাট প্রতি মাসেই হয় কখনো কখনো তার মাসিকের স্হায়িকাল ৯ নিন থাকে আবার ১২ দিন পর্যন্ত স্হায়ি ছিলো.এখন এ অবস্হায় কি কোনো রকম ভয় পাবার কারন আছে?আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম?
Amer boyosh 39 . Amer mashik bondho hoyese 2 bosor agae. akhon ki vabe bondho mashik chalu kora jae & Gorvoboti haoa jaye.
Amer akono kono shontan hoene. Doya kore amake poramorsho diea Bondatter ovishap theke udder korun.
amar wife er 3months hocce masik hocce na…pregnancy test korce 2bar but negative aschy..ekn masik houar jonno ki medicine nite hobe?tar weight :60.
ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে হবে ঠিক কী কারণে হচ্ছে না।
রোগীর নাম- তানিয়া, বয়স-১৮, উচ্চতা ৫.২”, ওজন ৫০ কেজি,
প্রেগন্যান্সির সমস্য
নরমালি পিরিয়ড হয় ২৩/২৪ তারিখ কিন্তু ২২তারিখে সহবাস করে অর্থাৎ পিরিয়ডের আগের দিন, এখনো পিরিয়ড হচ্ছে না, প্রেগন্যান্সির রেসাল্ট নেগেটিভ( আনএক্সপেক্টেড সেক্সের ১৭ /২১ দিনের উরিন পরিক্ষায়) কিন্তু গর্ভবতী অন্যান্য লক্ষন বিদ্যমান আছে। পূর্বে তার অনিয়মিত পিরিয়ডের ইতিহাস নেই, তাই সে টেনশনে আছে। যদি সে প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে কি মেডিসিন খাইলে গর্ভপাত বা মাসিক নিয়মিত করা যাবে বললে অনেক অনেক উপকার হইত।
বিঃদ্রঃ তার এক বান্ধবী এমএম কিট খাইতে বলছে কিন্তু সে সন্তুষ্টি হতে পারতেছে না।
Normens khaoa obsthay condm Chara sohovas korle ki prncy chance thake?? Ami normens khaoa obsthay condm Chara sohovas korsilm 3 bar.. ekhn ki prgcy er chance ase ??
Normens khaoa obsthay condm Chara sohovas korle ki prgncy chance thake ?? Amii normens khacchi Sohobas korsi condom Chara 3 bar amr ki prgncy chance asee ??
Normens khaoa obsthay condm Chara sohovas korle ki prncy chance thake?? Ami normens khaoa obsthay condm Chara sohovas korsilm 3 bar ekhn ki amr prgcy chance ase??
আমি অবিবাহিত ।আমার বয়স ২৬।উচ্চতা ৪ফুট১০ইঞি।ওজন৪০ কেজি।আমার প্রতি ৪ মাস পরপর মাসিক হয় ।মাসিক হওয়া র পর কোন শারীরিক সমস্যা হয় না।আমি ডাক্তার দেখিয়েছি ।ডাক্তার টেস্ট করতে দিছিল সব টেস্ট করছি ।ডাক্তার টেস্ট দেখার পর বলছে সমস্যা নাই ।আমার এই সমস্যা টা প্রথম থেকেই।এখন আমি কি করব মাসিক নিয়মিত করা র জন্য?
আমি অবিবাহিত। আমার দুই মাস ধরে একনাগাড়ে ব্লিডিং হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নরমেনস ওষুধ খাই। খাওয়ার পরে ব্লিডিং বন্ধ থাকে। ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলে আবার ব্লিডিং শুরু হয় এর কারণ কি?
আমার বয়স 23 বছর 2 বছর আগে আমার বিয়ে হয়েছে। আমি কখনো পিল খাইনি। গত 22.mar.20 তারিখে পিরিয়ড হযেছি। পরে 20.may.20 তারিখ হতে তিন মাস ধরে আমার একনাগাড়ে ব্লিডিং হচ্ছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নরমেন্স খাচ্ছি পিরিয়ড বন্ধও হয়েছিলো, যখনই খাওয়া বন্ধ করেছি আবার পিরিয়ড শুরু হয়েছে। এখন আমি কি করতে পারি?
আমার বিয়ের প্রথম ৫ মাস বাচ্চা না নেওয়ার প্লানিংকরছিলাম। আমার স্ত্রী কে ৫মাস পিল খাওয়াইছিলাম পরে পিল খাওয়া বন্ধ করে দিছি আজ ৫ মাস চলে আমি বাচ্চা নিতে চাচ্ছি কিন্তু এখনো কোনো সুখবর আসে নাই এখন আমি কি করব??
Amar proti monthe 2 bar kore masik hoy ,ata ki kono somossa , ki vabe ata thik hobe please aktu bolun?