আর একটি জিনিস দেখা গেছে যে মশারা কিন্তু সবাইকে সমানভাবে কামড়ায় না। কিছু লোককে মশারা বেশি কামড়ায়। আবার কাউকে একেবারে স্পর্শ পর্যন্ত করে না তারা? কিন্তু কেন জানেন? ব্লাড গ্রুপ থেকে শুরু করে পোশাকের রং সবকিছুর উপরেই মশাদের কামড় নির্ভর করে।
ব্লাড গ্রুপ
ছোটোবেলায় মা-ঠাকুমারা বলতেন রক্তের স্বাদ মিষ্টি হলেই নাকি মশা বেশি কামড়ায়। কথাটা আদৌ কতটা সত্যি তা জানা নেই তবে বাস্তবে দেখা গেছে যে O গ্রুপের রক্ত যাঁদের রয়েছে তাঁদের প্রতি মশারা বেশি আকর্ষিত হয়। দ্বিতীয় নম্বরে রয়েছে A ব্লাড গ্রুপের ব্যক্তিরা। এই দুই ব্লাড গ্রুপের লোকেরা যেন মশাদের চুম্বকের মতো আকর্ষণ করেন।
মেটাবলিক রেট
মেটাবলিক রেটের উপরও মশার কামড় নির্ভর করে। এমনিতে মানবদেহের মেটাবলিক একটি জটিল বিষয়। কিন্তু এটি ব্যক্তির কার্বন ডাই অক্সাইড নির্গমণের মাত্রা নির্ধারিত করে। আর এই কার্বন ডাই অক্সাইডের গন্ধ নাকি মশাদের আকর্ষণ করে। মেয়ে মশারা নিজেদের স্পর্শেন্দ্রিয় দিয়ে নাকি কার্বন ডাই অক্সাইডের গন্ধ পেয়ে যায়। একটি সমীক্ষা বলছে যে গর্ভবতী মহিলারা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমণ করেন। তাই তাঁদের নাকি মশা বেশি কামড়ায়।
স্নান করা না করা
স্নান করা বা না করার উপরও নাকি মশার কামডজ় নির্ভর করে। মশাদের মানবদেহের ঘাম এবং ল্যাক্টিক অ্যাসিডের গন্ধ পছন্দ করে। তাই বাইরে থেকে ঘরে ফিরে বা শরীরচর্চা করার পর স্নান করে নিলে ভালো হয়। তাতে মশার হাত থেকে খানিকটা নিস্তার পাওয়া যায়।
পোশাকের রং
সাধারণত দেখা গেছে হালকা রঙের পোশাক পরলে মশারা সেই ব্যক্তির কাছে কম যায়। গাঢ় রঙের পোশাক পরা ব্যক্তিরা মশাদের সফ্ট টার্গেট।
বিয়ার খেলে বিপদ
একটি সমীক্ষা বলছে যাঁরা প্রচুর বিয়ার খান তাঁদের মশা কামড়ায় বেশি। বিশেষজ্ঞদের মতে রক্তে বিয়ার মেশা থাকলে রক্তরা তা নাকি পছন্দ করে। তাই যাঁরা নিয়মিত বিয়ার খান তাঁরা সাবধান। ঘরে মশা তাড়ানোর ব্যবস্থা রেখে দেবেন।
ত্বকের ব্যাকটেরিয়া
ত্বকে নানা ধরনের ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে। এমনিতে তা শরীরের বিশেষ ক্ষতি করে না। তবে সেই ব্যাকটেরিয়াগুলি মশাদের দারুণ আকর্ষণ করে। একটি পরীক্ষায় দেখা গেছে যে মানবদেহের কিছু ব্যাকটেরিয়া মশারা খুব পছন্দ করে। যেসব ব্যক্তির শরীরে ওই সব ব্যাক্টেরিয়া থাকে তাঁদের মশারা বেশি কামড়ায়।
কীটনাশকের ব্যবহার
প্রায় প্রত্যেক বাড়িতেই কীটনাশকের ব্যবহার করা হয়। কিছু কীটনাশক মশাদের তাড়াতে সাহায্য করে। কিন্তু সেই কীটনাশক আবার আপনার প্রতিবেশী বা পরিচিতদের ঘরে হয়তো ঠিকমতো কাজ করে না। ফলে তাদের বাড়িতে মশার উপদ্রব হয় বেশি। সেকারণেই বিশেষজ্ঞদের পরামর্শ যে মশা তাড়াতে ১৫ শতাংশ DEET যুক্ত কীটনাশক ব্যবহার করা উচিত।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-31 14:35:02
Source link
Leave a Reply