হাইলাইটস
- ভগবান শ্রীকৃষ্ণ মানেই পীতাম্বর, ময়ূরের পেখম খচিত এক রূপ।
- আর তাই এদিন তাঁকে উপহার হিসেবে অবশ্যই একটি ময়ূরের পালক দিন।
- কিংবা বাঁশীর সঙ্গে বেঁধে দিন ময়ূরের পালক
তবে ভক্তিভরে যখন শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় তখন কিন্তু কিছু বিষয় মাথায় রাখতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ মানেই পীতাম্বর, ময়ূরের পেখম খচিত এক রূপ। আর তাই এদিন তাঁকে উপহার হিসেবে অবশ্যই একটি ময়ূরের পালক দিন। কিংবা বাঁশীর সঙ্গে বেঁধে দিন ময়ূরের পালক। শ্রীক-ষ্ণের সব থেকে পছন্দের রং হলুদ। তাই এদিন চেষ্টা করুন হলুদ রঙের কোনও জামা পরাতে। এছাড়াও নীল কিংবা সাদা রঙের জামাও পরাতে পারেন। শোনা যায় ছোটবেলায় গোপালের পালক পিতা নন্দ ময়ূরের পালক দিয়ে তাঁর কেশসজ্জা করতেন। সেখান থেকেই ধারণা করা হয় নীল রং গোপালের বড়ই প্রিয়। হলুদের উপর তার বরাবরের আকর্ষণ। যে কারণে জন্মাষ্টমীতে তালের বড়া, তালক্ষীর, মালপোয়া, তালের লুচি এসব নিবেদন করা হয়।
ব্রজগোপাল সাজতে কিন্তু ভীষণ পছন্দ করেন। আর তাই আজ যখন জন্মদিন তখন এদিনের সাজ তো বিশেষ হবেই। গোপালের জন্য এদিন সুন্দর করে ফুলের দোলনা সাজান। সন্ধেবেলা হলুদ অথবা মীল রঙের ঘাঘরা পরিয়ে দিন ছোট্ট গোপালকে। কপালে থাক পাগড়ি, আর তাতে লাগিয়ে দিন একটা ময়ূরের পালক। এদিন অনেকেই সোনার অথবা রূপোর গয়নায় বাড়ির গোপালকে সাজান। হাত দিন রূপোর বাঁশি। এছাড়াও গোপালের পছন্দের ফুল হল জুঁই, বেল এবং গোলাপ। এদিন জুঁই বা বেলের মালায় গোপালকে সাজান। ঘর পরিষ্কার করে, সুগন্ধী ছড়িয়ে রাতে বসুন কৃষ্ণের আরাধনায়। পছন্দের খাবার কিন্তু সাজিয়ে দিতে ভুলবেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-30 18:19:33
Source link
Leave a Reply