হ্যান্ডলুম শাড়ি
পুজো মানেই প্রথম প্রাধান্য কিন্তু এথনিকেই। যে বয়সেরই মেয়ে হোক না কেন পুজোতে সবাই একদিন শাড়ি পড়বেনই। গত কয়েক বছর ধরে হ্যান্ডলুমের চাহিদা বেশ রয়েছে। তাই বেছে নিতে পারেন হ্যান্ডলুম। মাথায় খোঁপা করে ফুল লাগাতে পারেন।
রূপোর গয়না
হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে বেশ ভালো লাগে রুপো কিংবা অক্সিডাউজ। আর যদি শাড়ি হয় এক রঙা তাহলে তো আরই ভালো। ঠিক যেমনটা পরেছেন স্বস্তিকা
লাল পাড় সাদা শাড়ি
যে কোনও শুভ অনুষ্ঠানেই বাড়ির মা-মাসি-ঠাকুমা-দিদাদের আমরা দেখেছি লাল পাড় সাদা শাড়ি পড়তে। বিয়ের দিন সকালের সাজে, নববর্শে, অষ্টমীর অঞ্জলিতে কিংবা লক্ষ্মী পুজোয় অনেকেই লাল-পাড় সাদা শাড়ি পরেন। আপনিও বেছে নিতে পারেন এমন শাড়ি। সঙ্গে থাকুন গোল্ডেনের টাচ। মোটা করে কাজল পুরন। কানে থাকুক ঝুমকো। আর কপালে অবশ্যই একটা লাল বিন্দি। টিকিলি আর টানা নথও ইচ্ছে হলে পরতে পারেন।
সাদার মধ্যে লুকিয়ে থাকে অভিজাত্য
সাদা রঙের শাড়িতে নিজেকে দারুণ ভাবে সাজিয়ে তোলা যায়। সেই সঙ্গে সাদায় ফুটে ওঠে আভিজাত্য। সব বয়সের মেয়েদেরই কিন্তু সাদা মানায়। আর হ্যান্ডলুমের ক্ষেত্রে এই রংটা খুব সুন্দর ভাবে ফোটানো যায়। আই পছনিদের গয়না, মোটা করে চোখ এঁকে আর খোঁপায় ফুল দিয়ে সাজতে পারেন নিজের মতো করে।
ব্লাউজে থাকুক বোল্ড কাট
পুজোর দিন গুলোতে বন্ধুদের সঙ্গে আড্ডা, রিইউনিয়ন এসব লেগেই থাকে। তাই লাঞ্চ কিংবা ককটেল পার্টিতে তাক লাগিয়ে দিন নিজের বোল্ড অবতারে। ভেলভেটের ব্লাউজ এখন ফ্যাশনে ইন। সরু স্লিভের ভেলভেটের সঙ্গে পরতে পারেন জর্জেট, শিফন কিংবা ক্রেপ। গলায় পাথরের ভারী গয়না। ঠোঁটে ডার্ক শেডের লিপস্টিক। ব্যাস আপনার সাজ কমপ্লিট।
একটু পাশ্চাত্যের ছোঁয়া
পুজো মানেই তো নিজের মনের মতো করে সেজে ওঠা। নিজেকে সাজিয়ে তোলা। আর তাই এমন দিকে মন হোক না একটু সাহসী। ক্ষতি কী! পছন্দের পোশাকেই নুসরতের মতো সাজিয়ে নিন নিজেকে। পছন্দের ফ্রেম থাকুক চোখে। এবার ডুব দিন কোনও উপন্যাসের পাতায় কিংবাকফি কাপে। কটা দিন একেবারেই নিজের সঙ্গে কাটান। মন ভালো থাকবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-27 14:34:12
Source link
Leave a Reply