হাইলাইটস
- বন্ধুর সঙ্গে বিবাদ হলে মন খারাপ হয় বই কী!
- সারাক্ষণ ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করে।
- আমাদের সকলেরই কিন্তু মন খুলে কথা বলা প্রয়োজন
আত্মসচেতনতা- যে কোনও সম্পর্ক থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখি। আর এই শেখার মধ্যে অন্যতম হল নিজেকে এবং নিজের ক্ষমতা সম্পর্কে যথার্থ মূল্যায়ন। কারণ কাছের মানুষরা সব সময় আপনার ভালোর জন্য চেষ্টা করেন। ভুল থেকে আমরা প্রত্যেকেই শিক্ষা নিই। মানসিকতার দিক থেকে বড় হই। একজন ব্যক্তি হিসেবে আমাদের পরিপূর্ণ বিকাশ ঘটে। তাই সম্পর্ক ভেঙে গেলেও নিজেকে যাচাই করতে শিখুন। যাতে ভুল শুধরে সঠিক ভাবে পথ লতে পারেন।
পুনরায় সব ঠিক করে নেওয়ার চেষ্টা করুন- সম্পর্ক ঠিক করে নেওয়ার সুযোগ থাকে আমাদের হাতেই। তাই যদি চান যে সব আবার আগের মতো হোক, আবার নিজেদের জীবনটা আগের মতো চলুক এক্ষেত্রে যে কোনও একজনকে এগিয়ে আসতেই হবে। ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার নামই হল জীবন।
অহেতুক অনুশোচনা নয়- যদি এরকম হয় যে বন্ধু সত্যিই আপনার মন ভেঙেছেন, প্রতারণা করেছেন কিংবা এমন কোনও ব্যবহার করেছেন যা আপনি কোনওদিন কল্পনাও করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু অনুশোচনার কোনও জায়গা নেই। আর সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর যদি ভাবেন নতুন করে অন্য কোনও সম্পর্কে জড়াবেন তাহলেও করতে পারেন নির্দ্ধিধায়। কারণ খারাপ সম্পর্ক থেকেও বেরিয়ে আসা প্রয়োজন।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর বন্ধুত্ব- সম্পর্ক ভেঙে যাওয়ার পর বন্ধুত্ব টিকিয়ে রাখা বেশ কঠিন। অনেকেই ভাবেন প্রেমের সম্পর্ক না থাকলেও একে অপরের ভালো বন্ধু হওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রে তা সমান নয়। যদি মনে হয় যে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন তাহলে রাখুন, নইলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-26 18:41:15
Source link
Leave a Reply