হাইলাইটস
- হঠাৎ করেই যদি সঙ্গী আপনার উপর একটু বেশি বিরক্ত হতে শুরু করেন,
- বেশিই রাগ দেখান এর অর্থ কিন্তু তিনি কোনও ভাবে
- আপনার সঙ্গে সম্পর্ক থেকে বেরোতে চাইছেন
বেছে বন্ধু তৈরি করুন- বন্ধু বা আলাপ পরিচয়ের পর্বে কেউ ভাবেন না যে ভবিষ্যৎ কেমন হবে তিনি ঠকবেন কিনা। তবুও আজকাল সকলের সতর্ক থাকা প্রয়োজন। সেই সঙ্গে কীভাবে মিশবেন, কীভাবে কথা বলবেন এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। আর যখন আপনার বিপরীত লিঙ্গের কোনও মানুষ প্রিয় বন্ধু হন তখন কিন্তু অজান্তেই সঙ্গীর সঙ্গে তুলনা চলে আসে।
অনলাইন ডেটিং-এ সাবধান- অনলাইন ডেটিং সব সময় যে খারাপ এমনটা নয়। কিন্তু এখানে একে অন্যকে সামনে থেকে দেখার সুযোগ থাকে না। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয় তা আসল কিনা নকল তাও জানার স্কোপ থাকে না। ফলে অনেক রকম সমস্যা আসে। তাই এই সব ক্ষেত্রে কিন্তু সাবধান।
সঙ্গী যদি ফোনে বেশি সময় কাটান- ধরা যাক কোনও সোশ্যাল মিডিয়া থেকেই আপনাদের আলাপ। তারপর সম্পর্ক দিব্য চলছে। কিন্তু যখনই আপনি সঙ্গীর সঙ্গে সময় কাটানোর কথা বলেন তখনই তিনি ব্যস্ত হয়ে পড়েন ফোনে। এই লক্ষণ কিন্তু ভালো নয়। হতেই পারে তাঁর মনে অন্য কোনও কিছু চলছে।
অত্যধিক অভিযোগ- হঠাৎ করেই যদি সঙ্গী আপনার উপর একটু বেশি বিরক্ত হতে শুরু করেন, বেশিই রাগ দেখান এর অর্থ কিন্তু তিনি কোনও ভাবে আপনার সঙ্গে সম্পর্ক থেকে বেরোতে চাইছেন। কারণে অকারণে দোষ চাপিয়ে দেওয়া এরই লক্ষণ।
অন্যের সঙ্গে আবেগে জড়িয়ে পড়া- সঙ্গীর সঙ্গে সম্পর্কে আছেন, কিন্তু আপনার মন পড়ে রয়েছে অন্য কোনও খানে। একসঙ্গে সময় কাটানোর সময় আপনি তাঁর কথা ভাবছেন, সঙ্গীকে ভালো কোনও কথা বললেও আপনার মাথায় তাঁর প্রসঙ্গই ঘুরছে। এমন অবস্থা থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন ততই কিন্তু ভালো। নইলে কোনও সম্পর্কই টিকবে না। সেই সঙ্গে অজান্তেই সঙ্গীর কাছে আপনি প্রতারক হয়ে যাবেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-25 15:39:50
Source link
Leave a Reply