যুগ যুগ ধরে বাঙালি সংস্কৃতির নিজস্ব উৎসবগুলো রাঙাতে আঁকা হয় আলপনা। লোকজ এই শিল্পটির ছোঁয়ায় উৎসবগুলো হয়ে ওঠে যেন আরও বর্ণিল ও প্রাণবন্ত। সাঁওতালরা তাদের পালা-পার্বণ আনন্দমুখর করে তুলতে ঘরে আঁকত বিভিন্ন নকশার আলপনা। আর সেখান থেকেই বাঙালি সংস্কৃতিতে এই শিল্পটির প্রবেশ। জানালেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইওডা) চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দীন আহমেদ। বৈশাখের প্রথম দিনটিতে ঘরের মেঝেতে আলপনা এঁকে ঘরে কীভাবে আনবেন উৎসবের আবহ, সে বিষয়ে জানালেন ইন্টেরিয়র ডিজাইনার রুমানা আফজাল খান। তিনি জানান, উৎসবের আবহের সঙ্গে মিল রেখে করতে হবে আলপনার নকশা। যেহেতু পয়লা বৈশাখ মানেই লাল-সাদা রঙের প্রাধান্য, সে ক্ষেত্রে বৈশাখের দিনে শুধু লাল-সাদা রং দিয়েই আলপনা আঁকলে তা উৎসবের আমেজে আনবে পরিপূর্ণতা। এ ক্ষেত্রে লোকজ সংস্কৃতির থিম, যেমন—কুলা, কলকি, ফুল, লতা নকশার আলপনা আঁকতে হবে। বাড়ির প্রবেশপথ থেকেই শুরু করতে পারেন আলপনার নকশা। প্রবেশপথ যদি অনেক বড় হয়, সে ক্ষেত্রে গোল নকশার আলপনা আঁকতে পারেন। আর প্রবেশপথ ছোট হলে কলকি নকশা বেছে নিন। এ ছাড়া বসার ঘরের মেঝেতে পছন্দমতো নকশায় বড় করে আলপনা আঁকার পর নকশার ফাঁকা স্থানগুলো রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। এবার নকশার রেখাগুলোর ওপর প্রদীপ বসিয়ে সলতেয় আগুন জ্বালিয়ে রাখুন। দেখুন, শুধু আলপনাতেই উৎসবের আমেজে পরিপূর্ণ হয়ে উঠেছে ঘর। ঘরের কোনায়ও আঁকতে পারেন আলপনা। সে ক্ষেত্রে পটারি বসিয়ে এর চারধারে আঁকতে পারেন ফুলেলনকশা। একইভাবে রিকশা পেইন্টিংয়ের মোটিফের নকশায় রাঙাতে পারেন আপনার ঘরটি। কেমন হবে আলপনার নকশা, সেই বিষয়ে জানা হলো। এবার জেনে নিই কী দিয়ে করবেন আলপনা। এ বিষয়ে রুমানা আফজাল খান বলেন, নকশা করার জন্য বাজারেই পাওয়া যায় বিভিন্ন ধরনের আলপনার রং। এসব রঙের সঙ্গে আঠা (কাঠে ব্যবহূত) মিশিয়ে খুব সহজেই আঁকতে পারেন আলপনা। এখন বেশির ভাগ বাড়ির মেঝেতে টাইলস ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে আলপনার রঙে বেশি করে পানি মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, টাইলসে আলপনা করার সময় রঙে কখনোই আঠা মেশাবেন না। এ ছাড়া ঘরে বসেও বানাতে পারেন আলপনার রং। চাল ভিজিয়ে গুঁড়া করে পানি মিশিয়ে নিন। যে নকশাটির আলপনা করবেন, সেই নকশাটি প্রথমে মেঝেতে চক দিয়ে এঁকে নিন। এরপর চালের গুঁড়ার মিশ্রণ ঘন করে চক দিয়ে আঁকা নকশার ওপর হাত দিয়ে রং করুন। যেহেতু চালের গুঁড়ার রং সাদা, তাই লাল রঙের আবহ আনতে চালের গুঁড়ার মিশ্রণে সিঁদুর অথবা আবির রং ব্যবহার করতে পারেন। আর এভাবেই বছরের প্রথম দিনটি পছন্দমতো নকশায় আলপনা এঁকে রাঙিয়ে নিন নিজের ঘরটি।
বিপাশা রায়
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০
Leave a Reply