কিন্তু এটা তো হয় না গিন্নি মা। রাঁধুনির হাতের জাদুটিই যে রান্না সুস্বাদু হওয়ার আসল কারণ। কোন মশলা কত পরিমাণে দিয়ে কতটা কষানো হচ্ছে, কতক্ষণ ফোটানো হচ্ছে সেইটেই আসল। মেশিনে গুঁড়ো করা সুগন্ধি মশলার ভূমিকা এখানে খুব কম। তবে হ্যাঁ, সেই মশলা মানে গরম মশলা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে স্বাদের ক্ষেত্রে এক রেনেসাঁস আসতে পারে বইকি। গরম মশলা (মানে গোটা নয় গুঁড়ো)-র বিভিন্ন ভাগ রয়েছে। মোগলাই গরম মশলা, দক্ষিণী গরম মশলা, পঞ্জাবি গরম মশলা এমনকি সাদাসিধে বাঙালি গরম মশলার রেসিপিও কিন্তু একেক রকম হয়। এবং বলা বাহুল্য প্রতি মশলার স্বাদ (রান্নার পদ) একেক রকম। আর এই মশলাগুলি বাড়িতে তৈরি করে নিলেই বেশি সুস্বাদু ও সুগন্ধি হয়।
সাধারণ গরম মশলা
উপকরণ:
গোলমরিচ- ২৫ গ্রাম
বড় এলাচ- ২৫ গ্রাম
জিরা- ২০ গ্রাম
জয়িত্রী- ১০ গ্রাম
জায়ফল- ১০ গ্রাম
লবঙ্গ- ১০ গ্রাম
দারচিনি- ১০ গ্রাম
তেজপাতা- ৩-৪ গ্রাম
প্রণালী:
সমস্ত মশলা থেকে ধুলোবালি ঝেড়ে নিন। একটি কড়াই গরম করে তাতে প্রথমে জায়ফল এবং জয়িত্রি দিয়ে নাড়তে থাকুন।
দু -চার মিনিট পর তাতে সমস্ত মশলা দিয়ে হালকা আঁচে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন মশলাগুলি যেন পুড়ে না যায়।
এবার মশলাগুলি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। এই গরম মশলা কোনও এয়ার টাইট কৌটোয় ভরে রাখুন। মাস ছয়েক এটি ব্যবহার করা যাবে। নষ্ট হবে না।
মোঘলাই বিরিয়ানির স্পেশাল মশলা
উপকরণ:
দারচিনি- একটা বড় কাঠি
লবঙ্গ- ৮-১০টি
গোটা জিরে- ২-৩ চামচ
গোটা মৌরি- ১ চামচ
গোটা ধনে- ২-৩ চামচ
গোলমরিচ- ১ চামচ
স্টার অ্যানাইস- ২টি
জয়িত্রি- ২-৩টি
বড় এলাচ- ২-৩ টি
ছোটো এলাচ ৩-৪টি
প্রণালী:
কড়াই গরম করে তাতে সমস্ত উপকরণ দিয়ে দিন। হালকা আঁচে মশলাগুলি ভালো করে ভাজুন। সমস্ত মশলা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। এয়ার টাইট কৌটোয় মশলা ভরে রাখুন। বিরিয়ানি, মটন, চিকেন কিংবা মশলাদার পোলাও-এ এই স্পেশাল মশলাটি ব্যবহার করতে পারবেন।
দক্ষিণের স্পেশাল চিকেন ফ্রাই গরম মশলা
উপকরণ
দারচিনি- একটা বড় কাঠি
ছোটো এলাচ- ৪টি
বড় এলাচ- ১টি
গোটা ধনে- ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা- ১০ টি
প্রণালী
কড়াই গরম করে তাতে সমস্ত উপকরণ দিয়ে দিন। হালকা আঁচে মশলাগুলি ভালো করে ভাজুন।সমস্ত মশলা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। এয়ার টাইট কৌটোয় মশলা ভরে রাখুন। চিকেন ফ্রাই কিংবা চিকেন কষার স্বাদে এই মশলা অনন্য মাত্রা দেবে। চাইলে কষা আলুরদমেও এই মশলা ব্যবহার করতে পারেন, ঠকবেন না।
মহারাষ্ট্রের স্পেশাল গরম মশলা
উপকরণ:
জিরা- ২০ গ্রাম
দারচিনি- ১০ গ্রাম
বড় এলাচ- ১০ গ্রাম
লবঙ্গ- ১০ গ্রাম
গোলমরিচ- ১০ গ্রাম
প্রণালী:
কড়াই গরম করে তাতে সমস্ত উপকরণ দিয়ে দিন। হালকা আঁচে মশলাগুলি ভালো করে ভাজুন। সমস্ত মশলা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। এয়ার টাইট কৌটোয় মশলা ভরে রাখুন। শুধু চিকেন বা মটনই নয় যে কোনও সবজিতেই এই মশলা দিলে দারুণ স্বাদ হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-18 17:29:20
Source link
Leave a Reply