হাইলাইটস
- ওডিশার বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে
- হিন্দি, সংস্কৃত ও শারীরিক বিদ্যার শিক্ষক নিয়োগ করা হবে
- চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে শিক্ষকদের
আবেদনপ্রত্র গ্রহণের প্রক্রিয়া চলবে আগামী সেপ্টেম্বর মাসের 14 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। অক্টোবরের প্রথম সপ্তাহেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে মোট 2,055টি হিন্দি শিক্ষকের পদ খালি রয়েছে এই মুহূর্তে। সংস্কৃত ও শারীরিক বিদ্যার ক্ষেত্রে যথাক্রমে 1304 ও 1260টি শিক্ষক পদ ফাঁকা রয়েছে।
আসুন এবার দেখে নেওয়া যাক এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীর কোন কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
সংস্কৃতের শিক্ষক: সংস্কৃতের শিক্ষকের পদে আবেদন করার জন্য প্রার্থীকে
- কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ইলেক্টিভ/অপশনাল/অনার্স/পাসে, ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে স্নাতকস্তরের ডিগ্রি অর্জন করে থাকতে হবে। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে 45 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই চলবে। এছাড়াও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে NCTE অনুমোদিত শিক্ষা শাস্ত্রী (সংস্কৃত) কোর্সে উত্তীর্ণ হতে হবে।
- অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রী(সংস্কৃত) কোর্সে ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং সঙ্গে শিক্ষা শাস্ত্রী( সংস্কৃত) কোর্সটি পাশ করে থাকতে হবে
হিন্দি শিক্ষক: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে ইলেক্টিভ/অপশনাল/ পাশ/অনার্সে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে 45 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই চলবে। এছাড়া নিচে লেখা যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন প্রার্থীর।
- কেন্দ্রীয় হিন্দি সংস্থা থেকে হিন্দি শিক্ষা পরানগত
- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.H.Ed
- দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা থেকে হিন্দিতে B.Ed
অথবা
ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে স্নাতকস্তরের ডিগ্রি অর্জন করে থাকতে হবে। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে 45 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই চলবে। এছাড়াও নিচে লেখা যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
- ওয়ারধার রাষ্ট্রভাষা প্রচার সমিতি থেকে রাষ্ট্রভাষা রত্ন পুরস্কার
- পুরীর ওডিশা রাষ্ট্রভাষা পরিষদ থেকে হিন্দিতে শাস্ত্রী
- হিন্দি শিক্ষা সমিতি, ওডিশা থেকে স্নাতক
শারীরিক বিদ্যার শিক্ষক
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। SC/ST/PwD/SEBC প্রার্থীদের ক্ষেত্রে 45 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই চলবে। এছাড়াও স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে C.P.Ed/B.P.Ed/M.P.Ed ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-17 20:30:15
Source link
Leave a Reply