হাইলাইটস
- জীবনের একটা অংশ হল বিয়ে।
- তাই বলে বিয়ে না করলে জীবন বৃথা এমনটা নয়।
- বিয়ে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে করতে হবে এরকমও কোনও অর্থ নেই
আসলে ছোট থেকে সকলেরই নানা রকম স্বপ্ন থাকে। সব সময় সবার যে সব স্বপ্নপূরণ হয় এমনটা নয়। তবুও কিছু একটা সকলকেই বেছে নিতে হয়। এটা মাথায় রেখে সবারই চলা উচিত যে কখনই কাউকে সম্পূর্ণ সন্তুষ্ট করা যায় না। কিছু পেতে চাইলে কিছু ছাড়তেও হয়। গল্পের বইয়ে পড়া সুখী জীবনের সন্ধান খুব কম মানুষই পান। তাই যে সব প্রশ্ন নিজের কাছে রাখবেন-
বিয়ে জীবনের অংশ, কিন্তু জীবন নয়- জীবনের একটা অংশ হল বিয়ে। তাই বলে বিয়ে না করলে জীবন বৃথা এমনটা নয়। বিয়ে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে করতে হবে এরকমও কোনও অর্থ নেই। যেটুকু আছে তা হল সমাজের তৈরি করে দেওয়া কিছু নিয়ম। জীবনে বিয়ে করলেই সুখী হওয়া যায় না। তাই মন থেকে সায় পেলে তবেই বিয়ে করুন।
নিজের স্বপ্ন নিয়ে ভাবুন- বিয়ের থেকেও নিজের জীবনের স্বপ্নের দাম বেশি। স্বপ্নকে মাঝপথে আটকে রেখে বিয়ের পিঁড়িতে বসার কোনও প্রয়োজন নেই। নিজের উপর বিশ্বাস আর ভরসা রাখুন। স্বপ্নে ভর করে এগিয়ে যান। স্বপ্নপূরণ হলে তবেই বিয়ে।
বিয়ে এবং স্বামী আপনার পরিচয় নয়- আপনি বিবাহিত এটা যেমন আপনার পরিচয় নয় তেমনই ওমুকের বউ কিংবা তমুকের বর-ও আপনার পরিচয় নয়। জোর করে স্বামীর পদবী নিজের নামের সঙ্গে জুড়ে নিতে হবে এননটাও নয়। নিজের পরিচয় নিজে তৈরি করুন। নিজের কাজের মধ্যে দিয়ে করুন। এতে ভবিষ্যতে দুজনেই সুখী হবেন। স্বামীর পরিচয়েই স্ত্রীকে পরিচিত হতে হবে এরকম কোনও নিয়ম নেই।
বয়স একটা সমখ্যা মাত্র- অনেকেই ভাবেন মেয়েরা ৩০ পেরোলেই বুড়ি হয়ে যায়। ৩০ এর পর বিয়ে হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা কমে যায়। যা একেবারেই ভুল। বয়স একটা সংখ্যা মাত্র। যখন মনে হবে আমি বিয়ের জন্য প্রস্তুত তখনই সিদ্ধান্ত নিন। তার জন্য নির্দিষ্ট বয়স বেঁধে ফেলার কোনও প্রয়োজন নেই।
অন্যের কথায় কান দেবেন না- আমাদের সমাজে প্রত্যেকেই একে অন্যের বিষয়ে নাক গলান। ভীষণ ভাবে উপযাচক হয়ে এসে জ্ঞান দেন। এঁদের প্রথমেই জীবন থেকে দূর করুন। এদের কথা কিংবা উপদেশ কোনও ভাবে কানেও তুলবেন না। নিজের জন্য সিদ্ধান্ত নিজেই নিন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-16 17:11:17
Source link
Leave a Reply