আর কদিন পরই আসছে বৈশাখ। পয়লা বৈশাখের সঙ্গে সঙ্গে চারদিকে শুরু হয়ে যাবে বৈশাখী মেলা। এ মেলার অপেক্ষায় বড়দের পাশাপাশি ছোটরাও মুখিয়ে আছে। মা-বাবার কাছে এদের আবদারের যেন শেষ থাকে না। মা-বাবাও চেষ্টা করেন নানা খেলনা কিনে দিয়ে শিশুদের খুশি রাখতে। প্রচলিত খেলনাগুলোর মধ্যে বেশির ভাগ শিশুর পছন্দ হলো বিভিন্ন ধরনের বাঁশি, রঙিন বেলুন, বিভিন্ন ধরনের পুতুল, শোলার তৈরি পাখি, ডুগডুগি, ছোট্ট গাড়ি, খেলনা টমটম, বিভিন্ন ধরনের মুখোশ ইত্যাদি। অনেক মা-বাবা ছোট্ট শিশুদের তুষ্ট করতে আগাম খেলনা কিনে দেন। চকবাজারের খেলনা-বিক্রেতা কেরামত আলী জানালেন, বৈশাখ মাসে ছোটদের বিভিন্ন খেলনা কেনার ধুম পড়ে যায়। অনেকে আবার একসঙ্গে অনেক ধরনের খেলনা কিনে নিয়ে যান। নিউমার্কেট থেকে ছোটদের খেলনা কিনছিলেন আজিমপুরের বাসিন্দা সানজিনা। তিনি জানালেন, ‘পয়লা বৈশাখে আমার ছয় বছরের শিশু অনন্যা নতুন খেলনা কেনার আবদার করেছে, তাই খেলনা কিনতে এসেছি।’ শিশুদের খুশির খোরাক এসব খেলনা মেলে অল্প দামেই। বিভিন্ন ধরনের বাঁশি পাওয়া যাবে ১৫ থেকে ৫০ টাকায়, শোলার পাখি ২০ থেকে ৩০ টাকায়, ডুগডুগি ২০ থেকে ৫০ টাকায়, বিভিন্ন ধরনের পুতুল ১০ থেকে ৫০ টাকায়, টমটম গাড়ি কেনা যাবে ১৫ থেকে ২০ টাকায়, বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যাবে ২০ থেকে ৫০ টাকার মধ্যে। এ ছাড়া অন্যান্য খেলনা পাওয়া যাবে ১০ থেকে ১০০ টাকায়। খেলনার সবচেয়ে বড় বাজার হলো চকবাজার। এখানে রয়েছে নানা ধরনের খেলনার দোকান, যেখান থেকে কেনা যাবে হরেক রকমের খেলনা। এ ছাড়া শাঁখারীবাজার, নিউমার্কেট, গুলিস্তান, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকান থেকেও কিনতে পারবেন ছোটদের এসব খেলনা।
মোছাব্বের হোসেন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৬, ২০১০
Leave a Reply