হাইলাইটস
- পরিবেশ, সমাজ সব সময়ই পরিবর্তিত।
- আজ যা আছে, ১০ বছর আগে কিন্তু এমনটা ছিল না।
- মানুষের অভিজ্ঞতাও এতটা পোক্ত ছিল না। আর তাই মন উন্মুক্ত রাখুন
অবেগ, বয়স, শরীর সবকিছু দিয়ে একজন মানুষ বৃদ্ধ হন। কিন্তু প্রত্যাশায় কোনও পরিবর্তন আসে না। পরিবর্তিত মানসিকতা এবং জোর করে মানিয়ে নেওয়ার মধ্যে কিছু ফারাক থাকে বইকী!শরীর এবং সময় যেভাবে এগিয়ে চলেতার প্রভাব কিন্তু পড়ে আমাদের জীবন-সম্পর্কে। একসঙ্গে থাকাটা তখন একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর দীর্ঘদিনের যে কোনও সঙ্গীর সঙ্গে একটা টান তো থাকবেই। অনেক ঠিক-ভুলের হিসেব করতে করতে যেমন একসঙ্গে বড় হয়ে উঠেছেন, অভিজ্ঞতা বেড়েছে, চুলে পাক ধরেছে তেমনই জীবনের এই পর্বে এসে শুধুমাত্র নিজেদের জন্য কিছু বিষয় মাথায় রাখতে পারলে ভালো। উপদেশ কিংবা পরামর্শ নয়, কিছু কথা রইল বড়দের জন্য।
বাস্তবের সঙ্গে মিলিয়ে চলুন- পরিবেশ, সমাজ সব সময়ই পরিবর্তিত। আজ যা আছে, ১০ বছর আগে কিন্তু এমনটা ছিল না। মানুষের অভিজ্ঞতাও এতটা পোক্ত ছিল না। আর তাই মন উন্মুক্ত রাখুন। জীবন মানেই প্রতি মুহূর্তে শিখে চলা। শেখার কোনও বয়স নেই। আর তাই বাস্তবের সঙ্গে নিজেকে মেলাতে শিখতে হবে। ব্যক্তিদের মধ্যে কোনও পরিবর্তন থাকে না। ৩০ বছর আগেও যা ছিল তাই থাকবেন। তফাত শুধু মানসিকতায়। বরং নতুন করে সঙ্গীকে আবিষ্কার করুন। ভালো লাগবে।
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন- বয়স যত বাড়ে জীবন যেন তত বেশি জটিল হয়। আজ আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে পরিস্থিতি বেশ জটিল। প্রচুর রকম উত্থান-পতনের মধ্যে দিয়ে চলতে হয়। জীবনে টিকে থাকার লড়াইটা অনেক কঠিন হয়ে গিয়েছে। অনিচ্ছা সত্বেও অনেক কিছু মেনে নিতে হয়। জীবন পরিবর্তনশীল এবং গতিশীল। আর তাই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। অন্যে প্রতি সহৃদয় থাকুন। মানুষকে ভালোবাসুন। এতে নিজেরও ভালো লাগবে।
মন খুলে কথা বলুন- একে অন্যের সঙ্গে মন খুলে কথা বলুন। যত বেশি কথা আদান-প্রদান হবে তত বেশি নিজেকে চিনতে পারবেন। নিজের মানসিকতার সঙ্গে অন্যের মন মিলিয়ে নিতে পারবেন। এছাড়াও রাগ, দুঃখ পুষে রাখবেন না। প্রয়োজনে সঙ্গীর সঙ্গে সব কথা শেয়ার করুন। মনের দিক থেকে ভালো থাকলে তবেই না সুখে থাকবেন।
দীর্ঘমেয়াদি ক্লান্তি- একটানা কোনও কিছুতেই ক্লান্তি আসে। সম্পর্কও তার ব্যতিক্রম নয়। জমা-খরচর হিসেব, সন্তানকে মানুষ করতে গিয়েই জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে যায়। এরপর আবার যখন নিজেদের জন্য একটু অবসর পেয়েছেন সেই সময়টা নিজেদের মতো করে গুছিয়ে নিন। না প্রাপ্তির ভুলে নিজেদের মতো করে ভরুন। মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন-তবেই কিন্তু জীবন হবে সুন্দর।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-08 17:45:45
Source link
Leave a Reply