নিজস্ব প্রতিবেদন: অলিম্পিক্সে সোনা জেতার পর রাতারাতি তারকা হয়ে গিয়েছেন নীরজ চোপড়া। শনিবারের পর ২৩ বছরের নীরজের ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে। ভারতের ক্রিড়া জগতে নতুন করে নিজের নাম লিখলেন তিনি। অসংখ্য অনুরাগীর কাছে পরিচিত হলেন সোনার ছেলে হিসাবে।
অলিম্পিক্সে সোনা জেতার পর তাঁকে নিয়ে সাধারণের উত্তেজনা তো রয়েইছে। তবে তাঁর সোশ্যাল মিডিয়াও এই দৌড়ে পিছিয়ে নেই। একদিনে প্রায় ১ মিলিয়ন ফলোয়ার্স বেড়েছে নীরজের। ইনস্টা অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে। ইনস্টাগ্রামে নীরজের ফলোয়ার বেড়ে যাওয়া নিয়ে টুইটও করেছেন গুনমুগ্ধরা।
টোকিও অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দিয়েছেন হরিয়ানার নীরজ চোপড়া। ভারতের ইতিহাস গড়ার নেপথ্য কারিগড় তিনি। টোকিও অলিম্পিকের জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জেতার পর আনন্দের জোয়ারে ভাসছে দেশ। হরিয়ানা সরকার থেকে বিসিসিআই নীরজকে পুরস্কারে ভরিয়ে দিয়েছে।
Neeraj Chopra’s Instagram grew by 1.1 Million followers in the last 6 Hours. So happy for Our India’s Legend Olympics Gold Medalist.
— THE REAL CRIC INFO (@RohanSatpati) August 7, 2021
শনিবার নীরজ চোপড়ার জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন চেন্নাই সুপার কিংস। এমনকী সোনার ছেলের সম্মানে বিশেষ জার্সি তৈরির করার কথাও বলেছেন তারা। দীর্ঘ অপেক্ষার অবসানে ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফোটালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শনিবার টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics 2020) থেকে দেশকে সোনা এনে দিলেন নীরজ।
স্রেফ অলিম্পিকে পদক জেতাই নয়, এদেশে জ্যাভলিন থ্রো-তে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন নীরজ। জ্যাভলিন ছুঁড়ে দেশকে সোনা এনে দেওয়া নীরজের প্রশংসায় মেতেছে বাইশ গজ। সচিন তেন্ডুলকর থেকে সুরেশ রায়না হয়ে যুবরাজ সিং সকলেই মোহিত নীরজের সোনালী কৃতিত্বে। টুইটারে সেই প্রতিফলনই ফুটে উঠেছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Lifestyle News
2021-08-08 13:46:30
Source link
Leave a Reply