ঈর্ষা হচ্ছে আমাদের সঙ্গীদের ভালোবাসা এবং প্রতিশ্রুতির বিষয়ের দুশ্চিন্তা। যৌনতার বাধা ও দ্বন্দ্বেব মধ্যে এটা একটা প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে। সব ধরনের সংস্কৃতিতে ঈর্ষা দেখা যায় না। এটার সম্ভাবনা সেখানেই অধিক যেখানে বিবাহকে দেখা হয় একটা দোষমুক্ত যৌনতা, নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি হিসেবে। ঈর্ষা বেশিরভাগই দেখা যায় অত্যন্ত দুর্বল আত্মাভিমানী নারী ও পুরুষদের মধ্যে যারা তাদের জীবন নিয়ে অসুখী। এটা অসম্ভব সব ধারণার ওপর নির্ভরশীল। এটা সেই অসম্ভব ধারণার ওপর প্রতিষ্ঠিত যে, আমরা অবশ্যই আমাদের প্রেমিকাদের সব ধরনের চাহিদা পূরণ করব এবং তারাও আমাদের সব চাহিদা পূরণ করবে। এটা সেই সত্যটাকে মানতে চায় না যে, যে লোকদের আমরা ভালোবাসি তাদের অনেক বেশি চাহিদা আছে যা আমরা পরিপূর্ণ করতে পারি না এবং আমাদেরও চাহিদা আছে যা তারা পূরণ করতে পারে না।
যদিও আমাদের আত্মাভিমান আছে আমরা আমাদের অনুভবকে কেউ স্বীকৃতি দিলে আমরা তাকে মর্যাদা দিতে পারি যে, আমাদের ভালোবাসার লোকেরা হচ্ছে আকর্ষণীয়, পারঙ্গম, স্পর্শকাতর, যত্নশীল, বুদ্ধিমান এবং আনন্দদায়ক। যদি আমাদের কম আত্মাভিমান থাকে তাহলে আমাদের ভালোবাসার লোকদের নিকট থেকে বারবার আশ্বাসবাণীর প্রয়োজন যে আমাদের ওইসব গুণ আছে। ঈর্ষা যৌন সম্পর্ককে খেয়ে ফেলতে পারে এবং সৃষ্টি করতে পারে যৌনতার বাধা-নিষেধ ও দ্বিধাদ্বন্দ্ব।
Leave a Reply