হাইলাইটস
- একসঙ্গে কিছুটা ভালো সময় অবশ্যই কাটান।
- বিয়ের আগে নিজেদের মধ্যেকার কিছু আলোচনাও সেরে নেওয়া জরুরি
আর সেখান থেকে একে অপরের প্রেমে পড়তে এক বছরও লাগল না। মেয়ে আবার প্রেম করছে শুনে মা-বাবা খুশি ওদিকে স্বর্ণাভর মা-বাবাও খুশি ছেলের একটা হিল্লে হয়েছে বলে। দু বাড়ির তরফে বিয়ের কথাবার্তাও মোটামুটি সারা। কিন্তু তার আগে দুজনেই চায় নিজেদের মতো করে কোথাও ঘুরে আসতে। এদিকে এখনও কোনও মা-বাবাই মন থেকে মেনে নিতে পারেন না যে বিয়ের আগে ছেলে-মেয়েরা একসঙ্গে রাত কাটাবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত একসঙ্গে ঘুরলেও রাতে বাড়ি ফিরে আসতে হবে এটাই বলে দিয়েছে দুই বাড়ির তরফে। কিন্তু বিয়ের আগে একসঙ্গে সময় কাটানো খুবই প্রয়োজন। এমনকী বিশেষজ্ঞরাও বারবার বলছেন বিয়ের আগে অবশ্যই একসঙ্গে কোথাও ঘুরে আসুন। এখনকার বেশিরভাগ কাপলই অবশ্য বিয়ের আগে মিনি হানিমুন সেরেই আসছেন। জানুন কেন বিয়ের আগে ঘুরতে যাবেন।
আপনাদের স্বাধীন হতে শেখাবে- বিয়ে করে একসঙ্গে থাকার আগে একে অপরের মানসিকতা সম্বন্ধে কিছু ধারণা থাকা দরকার। দুজনের মধ্যে বোঝাপড়া দরকার। আপনাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত যাতে নিজেরাই নিতে পারেন তার জন্যই বেড়াতে যাওয়া প্রয়োজন।
একসঙ্গে কিছুটা ভালো সময় কাটানো- একসঙ্গে কিছুটা ভালো সময় অবশ্যই কাটান। বিয়ের আগে নিজেদের মধ্যেকার কিছু আলোচনাও সেরে নেওয়া জরুরি। বাড়ির বাইরে কোথাও গিয়ে এই সব আলোচনা ভালো করা যায়।
একে অপরকে বুঝতে পারবেন- একসঙ্গে বেড়াতে গেলে অনেকটা সময় থাকে হাতে। রাত কাটালে তবেই কিন্তু একে অপরকে বেশি ভালো চেনা যায়। নিজেদের ভালো মন্দ বুঝতে পারবেন। আর একটা মানুষকে তখনই ভালো করে চেনা যায় যখন তাঁর সঙ্গে আপনি ২৪ ঘন্টা সময় কাটাচ্ছেন।
বন্ধুত্ব ভালো হবে- দুজনের মধ্যেকার বন্ধুত্ব আরও বেশি হয় যখন একসঙ্গে কোথাও ঘুরতে যান। একসঙ্গে যখন কোনও সিদ্ধান্ত নিচ্ছেন, থাকার জন্য হোটেল/রিসর্ট বুক করছেন তখন নিজেদেরই মনে হয় যে অনেক বড় হয়ে গিয়েছেন। একসঙ্গে বড় হওয়ার মজাটাই অন্যরকম।
অর্থনৈতিক দিক থেকে সাবলম্বী হওয়া যায়- বেড়াতে গেলে দুজনে মিলিয়ে মিশিয়েই খরচা করুন। প্রয়োজনে অর্ধেক করে নিন। এতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে না। বিবাহ পরবর্তীতে আপনাদের আর্থিক পরিকল্পনা কি তা নিয়েও আলোচনা করতে পারবেন মন খুলে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-04 19:06:16
Source link
Leave a Reply