হাইলাইটস
- ডিম সবচেয়ে পুষ্টিকর খাবার। সেইজন্য প্রতিদিন ডিম খাওয়ার পরামর্শ দেওয়া হয় সাধারণত।
- ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন আছে। এছাড়াও এতে ভিটামিন বি১২, ভিটামিন ডি, অ্যান্টি- অক্সিডেন্ট বর্তমান, যা শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।
কেউ ভালোবাসেন হাফ বয়েল কেউ ভালোবাসেন সুসিদ্ধ ডিম৷ অর্ধেক সিদ্ধ করতে গিয়ে অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায়৷ অনেক সময় আবার পুরো সিদ্ধ করতে গিয়ে আধ সিদ্ধ অবস্থায় রয়ে যায় ডিম৷ কেমন সিদ্ধ খেতে হলে কতক্ষণ সিদ্ধ করবেন৷ জেনে নিন
ডিমের সাদা অংশ আধসিদ্ধ করতে হলে?
ডিমের সাদা অংশ আধসিদ্ধ করতে চাইলে ফুটন্ত গরম জলে ২ মিনিট সিদ্ধ করলে ডিমের সাদা অংশ আধসিদ্ধ হবে। সেই সঙ্গে কুসুম পুরোটাই গলা থাকবে৷ এই ডিমের খোসা ছাড়াতে পারবেন না৷ অল্প ফাটিয়ে চামচ দিয়ে ভিতর থেকে কুসুম ও সাদা অংশ খেতে পারেন৷
সাদা অংশ পুরোটাই সিদ্ধ
যদি ৪ মিনিট সিদ্ধ করেন তাহলে সাদা অংশ পুরোটাই সিদ্ধ হয়ে যাবে৷ কুসুম ঘন হয়ে আসবে কিন্তু ডিম কিন্ত গলাই থাকবে৷ এই ডিম ছাড়াতে পারবেন তবে, সাবধানে ছাড়িয়ে খেতে হবে৷ এই অবস্থায় ডিম খুবই সুস্বাদু ও পুষ্টিকর৷
কুসুম মাঝখানে গলা চাইলে
৬ মিনিট সিদ্ধ করলে ডিমের সাদা অংশের পাশাপাশি ডিমের কুসুমও প্রায় পুরোটাই সিদ্ধ হবে৷ শুধু মাঝখানে গলা থাকবে৷ যাদের গলা কুসুম খেতে কাঁচা লাগে, তারা এই অবস্থায় ডিম থেকে ভালোবাসেন৷
নরম সিদ্ধ ডিম খেতে চাইলে
৮ মিনিট সিদ্ধ করলে ডিমের সাদা অংশ পুরোটাই সিদ্ধ হবে৷ কুসুমও সিদ্ধ হয়ে যাবে পুরোটা তবে নরম থাকবে৷ যদি পুরো সিদ্ধ ডিম খেতে শুকনো লাগে তাহলে এরকম সিদ্ধ ডিম খেতে পারেন৷
ঠিকঠাক সুসিদ্ধ ডিম
১০ মিনিট সিদ্ধ করলে সাদা অংশ ও কুসুম একদম ঠিকঠাক সুসিদ্ধ হবে৷ Hard Boiled Egg যদি খেতে চান তাহলে ১০ মিনিট সিদ্ধ করুন৷
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-04 18:14:49
Source link
Leave a Reply