আমাদের সব ধরনের যৌন অনুভব সৃষ্টি হয় আমাদের মস্তিষ্কের মধ্যে, যা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যৌনাঙ্গ। আমাদের যৌন অনুভূতির জন্য ব্রেনের দুটো আলাদা অংশ দায়ীতার একটি হচ্ছে ‘হাইপোথ্যালামাস’ অন্যটি হচ্ছে ‘সেরিব্রাল করটেক্স’। আমাদের ব্রেনের পেছনের সূক্ষ্ম হাইপোথ্যালামাস আমাদের মূল চাহিদাকে প্রভাবিত করে। খাদ্য খোঁজ করে, বিপদ থেকে পলায়ন করে, আমাদের সুরক্ষা করার জন্য যুদ্ধ করে এবং যৌনশারীরিক মিলন ঘটায়। এগুলো হচ্ছে আমাদের মূল চাহিদা, যা আমরা অন্য প্রাণীদের সাথে সমভাবে ভাগ করে নিই।
বৃহৎ সেরিব্রাল করটেক্স যা থাকে আমাদের ব্রেনের সম্মুখভাগে, যা দ্বারা আমরা শিখি এবং অভিজ্ঞতা সঞ্চয় করি। এটা আমাদের বুঝতে শেখায় যে কীভাবে আমরা চিন্তা করি, কীভাবে অনুভব করি এবং যৌনতার বিষয়ে ভূমিকা পালন করি। এটা হচ্ছে ব্রেনের সেই অঞ্চল যা আমাদের যৌন অনুভূতি সম্বন্ধে জ্ঞাত করায়। হাইপোথ্যালামাস আমাদের যৌনতাকে পরিচালনা করে। অনেক সময় এটাকে বলা হয় লিবিডো। কিছু সংখ্যক বিজ্ঞানী বিশ্বাস করেন যে, হাইপোথ্যালামাস আমাদের যৌনতার পূর্বাভিমুখীনতাকে যৌনাঙ্গ পরিচালনার জন্য গঠন করতে সাহায্য করে।
সেরিব্রাল করটেক্স আমাদের লিবিডোকে ভদ্রতা শেখায়। এটাই সেই স্থান যেখানে আমাদের মধ্যের ব্যক্তিগত অভিজ্ঞতাসমূহ, আমাদের সামাজিক ও যৌন আচরণসমূহ বসবাস করে। এটা আমাদের যৌনাঙ্গকে পরিচালনার ব্যবস্থা করে যৌনতার খবরাখবর আদান-প্রদানের মাধ্যমে। যৌনতার সিদ্ধান্ত গ্রহণ করে, যৌনতার স্মৃতি মন্থন করে, যৌনতার কল্পনাকে উন্নত করে এবং যৌনতার ঝুঁকিকে মূল্যায়ন করে। এটা সেই সংবাদটি ধারণ করে রাখে যা আমাদের যৌনতার ধারণা, অনুভব এবং আচার-আচরণকে গঠন করে।
যৌনতার মনস্তত্ত্ব হচ্ছে আমাদের সেই জ্ঞান ব্যবস্থা যে, কীভাবে আমাদের যৌন পরিচালনা, যৌন অনুভূতিসমূহ, কল্পনাসমূহ, স্মৃতিসমূহ এবং চিন্তা একসাথে কাজ করে আমাদের মনে এবং আমাদের যৌন আচরণকে প্রভাবিত করে।
আমার স্বামীর *যৌ*ন* স্থায়ীত্ব ৫-১০ মিনিট। ওর পেনিস বেশী শক্ত হয় না। দাড়ালে লিংগ খুব তাড়াতাড়ি নিচের দিকে ঢলে পড়ে। ওর বয়স ৩৫ বছর। আমাদের বিয়ের বয়স ৩ বছর। মাসে কিছুদিন ওর সেক্সের আগ্রহ থাকে। কিন্তু বেশীর ভাগ সময় আগ্রহ থাকে না। ও তাড়াতাড়ি নির্গত করে দেয়। আমি সন্তুষ্ট নই। ওর স্পার্মের পরিমান ও খব কম। আমি আমার স্বামী কে খুব ভাল বাসি। ওর কোন ধরনের রোগ ধরা পরে নাই। ব্লাড চেক করিয়েছি, ইউরিন ও। ডায়বেটিস ও ধরা পরেনি। আমাদের সংসার জীবন কে কি বাচানো সম্ভব?
Your husband should use medicine(Power 30)made by S.B laboratories Rajshahi Bangladesh.
ঔষধটায় কিছু সাইড এফেক্ট আছে। এজন্য আগে ডাক্তারের সাথে যোগাযোগ করে নিলে ভালো হবে।
@আজকের নারী/ আমি ডাক্তার নই, তাই ডাক্তারী পরামর্শ দিতে পারছিনা। সরি। তবে আপনারা যেহেতু ডাক্তার দেখাচ্ছেন, সেহেতু লজ্জা না করে এই বিষয়টি নিয়েও ডাক্তারের সাথে পরামর্শ করুন। উনিই সঠিক পরামর্শ দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
আপনার সংসার জীবন সুখের হোক।
sir, amar boyoss 24,and ami akono bea kori nai,toba ami kecu din aga akti baja bear sate night sex kora celam.ami takha 5 bar kora cele.sir 3bar korace tar kushi mota kintu ar base amaka deta cai na,porar 2bar ami takha jur kora koracelam.kintu amar sex 2mnit ar base ami dora rakta pari nai.sir atai amar jeboner protom sex .5bar korace kintu 2 mnit ar base ami ami dora rakta parlamna.ata ki amar kuno somossa janala kushi hobo.kubi centai ace.sir meaka ami sex korar aga 15/20 ador kora neace abong takha sa jokon amaka bollo dukka tokon ami dukeaca.please tara tari janaban please please ……
প্রথম প্রথম সবারই এমন একটু হতে পারে। এটা নিয়ে এখনই চিন্তার কিছু নাই। বার বার না করে এক বারেই ধীরে ধীরে সময় বাড়ানোর চেষ্টা করবেন।