অনিরাপদ শারীরিক সম্পর্ক হলে জরুরি ভিত্তিতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির আশ্রয় নিতে হয়। প্রোটেকশন ছিঁড়ে গেলে প্রস্তুতিবিহীন শারীরিক সম্পর্ক হলে অনেকে বিচলিত হয়ে পড়েন।
ইমার্জেন্সি পিলে নরমাল পিলের মতো হরমোন থাকে। তবে এতে হরমোনের পরিমাণ বেশি থাকে। দুর্ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ডোজ ট্যাবলেট খেতে হয়। প্রথম ডোজ খাওয়ার ১২ ঘণ্টা পর দ্বিতীয় ডোজ খাওয়াতে হয়।
কপার-টি ৩৮০ ডিভাইস ইউটেরাসে ব্যবহার করেও ইমার্জেন্সি জন্মনিয়ন্ত্রণ করা যায়। পিলের থেকে এটা অধিক কার্যকর এবং দুর্ঘটনার সাতদিনের মধ্যে এটা ব্যবহার করতে হয়। উল্লেখ্য, ইমার্জেন্সি পিলের সফলতার হার ৫৫-৯৪ এবং কপার-টি ৩৮০-এর ক্ষেত্রে তা ৯৯ ভাগ। যারা ইতিমধ্যে কনসিভ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি এসব পদ্ধতি কোনো ভূমিকা রাখতে পারে না।
ৈবশাখী
নব বিবাহতিদের জন্য কি কপার-টি ৩৮০ ডিভাইস উপযুক্ত ?
কপার-টি ৩৮০ ডিভাইস এ কি কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
Bangla Health
প্রথম দিকে এসবের ব্যবহার কিছুটা অস্বস্তিকর হতে পারে।
জরায়ু ও মূত্রথলিতে ছিদ্র, পেলভিক পেশিতে ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, কপার থেকে চুলকানি বা বিষক্রিয়া, পিঠে ব্যথা সহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
joy
Ki kopar ti 380 miloner kotadiner modde & koto bar kauate hobe?
Bangla Health
যত তাড়াতাড়ি পারেন, তত ভালো। এটা খাওয়ার জিনিস নয়, একটি ডিভাইস যা জননাঙ্গর মধ্যে সেট করে দিতে হয়। অভিজ্ঞ ডাক্তার লাগে।
নাদিম
বাংলাদেশে দোকানে সহজে পাওয়া যায়, এমন ১তা এমারজেন্সি পিল এর নাম বলবেন কি?
Bangla Health
বিভিন্ন ধরনের আছে। দোকানে বললেই দিয়ে দেবে।
Rahidul Islam
আমার স্ত্রীর ২ মাস যাবত পিরিয়ড হচ্ছে না। সে প্রেগন্যান্টও না। ডাক্তার বলেছে যে পিরিওড অফ হতে পারে এটা স্বাভাবিক। বলেছেন এটা কোন সমস্যা না। তবে আমি আনপ্রটেক্টেড সেক্স করেছি এবং i-pill খাইয়ে দিয়েছি। আই পিল খাইয়েছি ৬ ঘন্টার মধ্যে। কিন্তু যেহেতু তার দু মাস ধরে পিরিয়ড হচ্ছে না আর আনপ্রটেক্টেড সেক্স এর জন্য আমি i-pill খাইয়েছি তাহলে কি প্রেগ্ন্যাণ্ট হওয়ার সম্ভাবনা আছে কি???
nerob
মেন্স ঠিক হয়ে গেছে আরও 20 থেকে 25 দিন আগে।তার পর ক*ন*ড*ম বাদে sexকরা হয়েছে এর জন্য কি কোন সমস্যা হতে পারে। আর যদি সমস্যা হয় সেটার জন্য কি করতে পারি
nerob
sex করা হয়েছে 4 দিন আগে নিরাপদ কিছু ব্যবহার না। এখন যাতে প্যাগনেট না হয় তার জন্য কি করতে পারি।
Bangla Health
পিরিয়ডের কতদিন পরে?
Bangla Health
ঠিক কী সমস্যা?