হাইলাইটস
- চটজলদি পেটভরানোর খাবার হিসেবে খুব ভালো হল স্যান্ডউইচ।
- রুটির মধ্যে পছন্দের সবজি, চিকেন, হ্যাম, চিজ ঠেসে দিলেই তৈরি স্যান্ডউইচ।
- কিন্তু যখন ওজন কমানোর কথা ভাবছেন তখন কিন্তু ওভাবে বানালে চলবে না
এবার লো কার্ব ডায়েট মানেই কিন্তু সেখানে কার্বোহাইড্রেট একেবারেই চলবে না। ভাত, রুটি, মিষ্টি, চিনি সব বারণ। এসব শুনে অনেকেই ফাঁপরে পড়ে যান তাহলে কী খাবেন। চটজলদি পেটভরানোর খাবার হিসেবে খুব ভালো হল স্যান্ডউইচ। রুটির মধ্যে পছন্দের সবজি, চিকেন, হ্যাম, চিজ ঠেসে দিলেই তৈরি স্যান্ডউইচ। কিন্তু যখন ওজন কমানোর কথা ভাবছেন তখন কিন্তু ওভাবে বানালে চলবে না। আলু, চিজ এসব এড়িয়ে চলতেপারলেই ভালো। এদিকে শুক্রবার চটজসদি কাজ শেষ করে কি আর এসব খেতে মন চায়। তবে সামনেই পুজো। বাইরে বেরনো হোক আর নাই হোক নতুন জামা পরে সেজে গুজে বাড়িতেই না হয় আনন্দ করবেন। কিন্তু তার জন্য আগে কয়েক কিলো কমিয়ে ফেলা দরকার। নইলে পছন্দের জামা গায়েই আঁটবে না। সেই সঙ্গে আরও নানা সমস্যা তো থাকবেই। আর ওজন বাড়লে স্ট্রেসও বাড়ে।
ডিনারে যতটা সম্ভব হালকা খেতে পারলে ভালো। আর তাই যদি প্রোটিন ডায়েট করে থাকেন তাহলে সহজেই বানিয়ে নিন এগ ভুর্জির স্যান্ডউইচ। দেখে নিন কীভাবে বানাবেন
যা যা লাগছে
ব্রাউন ব্রেড- ২ টো স্লাইস
ডিম-২ টো
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
ক্যাপসিকাম কুচি
লঙ্কা কুচি
ধনেপাতা কুচি
দুধ এক চামচ
যেভাবে বানাবেন
ডিম ফেটিয়ে ওর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, আর একচামচ দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার বাকি সব উপকরণ মিশিয়ে ফেটিয়ে কিছুক্ষণ রাখুন। বাটার দিয়ে পাঁউরুটি টোস্ট করে নিন। এবার কড়াইতে তেল ব্রাশ করে ডিম দিন। সামান্য পাওভাজি মশলা আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন। অল্প বাটার দিন টেস্টের জন্য। হয়ে এলেপাঁউরুটির মধ্যে ভালো করে স্প্রেড করে দিন। স্যান্ডউইচে সামান্য কেচআপ লাগিয়ে নিলেই তৈরি আপনার ডিনার।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-30 21:14:08
Source link
Leave a Reply