করোনা ভাইরাসের ডেল্টা ধরন (ভ্যারিয়েন্ট) ভয়ঙ্কর ব্যাধি ইবোলার চেয়েও দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এ ছাড়া সারস্, মারস্ ভাইরাসের চেয়ে দ্রুত ছড়াতে সক্ষম ডেল্টা। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
সিডিসির প্রতিবেদনে বলা হয়, ডেল্টা ধরন চিকেনপক্সের মতো দ্রুত ছড়ায় এবং এটি গুরুতর অসুস্থ করতে সক্ষম। ভ্যাকসিনের মাধ্যমে করোনার এ ধরনকে পরাস্ত করার সম্ভব বলেও মনে করে মার্কিন সংস্থাটি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পূর্ণ টিকাগ্রহীতাদের জন্যও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সিডিসি। মুলত নতুন ওই গবেষণার ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে সিডিসি অবশ্য বলেছিলো, গৃহ অভ্যন্তরে পূর্ণ ভ্যাকসিন গ্রহণকারীদের মাস্ক পরার আদৌ প্রয়োজন নেই।
তবে মার্কিন এ সংস্থা বলছে, গুরুতর অসুস্থ হওয়া, হাসপাতালে ভর্তি বা মৃত্যু – এসব এড়াতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। প্রতিবেদনে বলা হয়, করোনার ডেল্টা ধরন মারস্, সারস্, ইবোলা, সাধারণ ঠাণ্ডা, মৌসুমি ফ্লু বা স্মল পক্সের ভাইরাসের চেয়েও বেশি দ্রুত ছড়ায়।
সিডিসি পরিচালক রসেল্লি ওয়ালেনস্কি দ্য টাইমসকে বলেন, গবেষণায় দেখা গেছে, ডেল্টা ধরনে আক্রান্ত পূর্ণ টিকাগ্রহণকারীরা গলায় ও নাকে বিপুল পরিমানে ভাইরাস ধারণ করতে সক্ষম।
এম এউ, ৩০ জুলাই
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-30 18:37:38
Source link
Leave a Reply