হাইলাইটস
- পর্বত কিংবা সমুদ্রের হাতছানি এড়িয়ে যাওয়া কোনও ভ্রমণপ্রেমীর পক্ষেই সম্ভব নয়।
- তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে জঙ্গলের আকর্ষণ সকলের চেয়ে বেশি।
- কিশোর বয়সে চাঁদের পাহাড় পড়ে অনেকেই শঙ্করের মতো হতে চেয়েছে।
মধ্যপ্রদেশের কানহা
আমাদের দেশের অন্যতম জনপ্রিয অরণ্য মধ্য প্রদেশের কানহা জাতীয় উদ্যান। এখানে বাঘের দেখা যেমন পাবেন তেমনই পাবে নানা প্রজাতির হরিণ। এখানে পআছে প্রচুর প্রজাতির পাখি। সারাদিন ধরে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দেয় এই পাখিগুলি। এই জঙ্গলে ট্রেকিং, সাফারি ইত্যাদির ব্যবস্থা রয়েছে। জব্বলপুর বিমানবন্দর বা রেলস্টেশন থেকে কানহার দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার। বছর কয়েক আগে হলিউড চিত্র পরিচালক রুডইয়ার্ড কিপলিং তাঁর ছবি জঙ্গলবুকের শ্যুটিং করেছিলেন এখানে। তারপর থেকে নতুন প্রজন্মের কাছে এই অরণ্যের আকর্ষণ আরও বেড়ে গেছে।
মহারাষ্ট্রের তাডোবা
মহারাষ্ট্রের সবচেয়ে পুরোনো জাতীয় উদ্যান এই তাডোবা। জঙ্গলে রয়েছে প্রচুর প্রজাতির পশু এবং পাখি। রয়েছে বাঘও। জঙ্গলের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে সকলকে। আমাদের দেশের অনেক জঙ্গলই বর্ষাকালে বন্ধ থাকে। যদিও তাডোবার ক্ষেত্রে তা হয় না। বর্ষায় পায়ে হেঁটে জঙ্গলে ঘুরতে দারুণ লাগে। এই সময় জঙ্গলের পরিবেশ থাকে অতি মনোরম। তুলনায় গ্রীষ্মে জঙ্গল সফর খানিকটা অস্বস্তিকর। জঙ্গলে রয়েছে প্রচুর পরিমাণে বাঁশ গাছ। বাঁশ বনের কাছে ভুড়ো শিয়ালির নাচ দেখতে পাবেন কিনা জানা নেই তবে সেখানে পায়ে পায়ে হাঁটতে ভালোই লাগবে।
কর্ণাটকের আগুম্বে
কর্ণাটকের আগুম্বে নামটি খুব কম লোকেই শুনেছেন। আচ্ছা দূরদর্শনের মালগুলি ডে’জ ধারাবাহিক দেখেছিলেন কি? কিংবা আর কে নারায়ণের মালগুড়ি ডে’জ পড়ছেন? সেই নস্টালজিক ধারাবাহিক মালগুড়ি ডে’জ-এর শ্যুটিং হয়েছিল এই আগুম্বে গ্রামটিতে। আজও এই গ্রামের সারল্য অটুট রয়েছে। গ্রামটি পায়ে হেঁটে ঘুরে দেখা যায়। এখান আছে আগুম্বে জাতীয় উদ্যান। বর্ষাকালে এর সৌন্দর্য্য অসাধারণ। কর্ণাটকের উদুপি থেকে বাসে করেই যাওয়া যায় আগুম্বেতে। জাতীয় উদ্যান ছাড়াও এখানকার জঙ্গলে ঘেরা প্রাকৃতিক হ্রদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। প্রাকৃতিক সৌন্দর্য্যের ভাণ্ডার হওয়া সত্ত্বেও আগুম্বের জঙ্গল বিশেষ জনপ্রিয় নয়। নরসিমা পর্বত ট্রেকিং-এর জন্য টিকিট বুক করতে হয়। ট্রেকিং-এর সময় সঙ্গে থাকেন প্রশিক্ষিত গাইড।
কেরালার চেম্বরা
সমুদ্র তল থেকে প্রায় ২১০০ মিটার উঁচুতে অবস্থিত কেরালার চেম্বরা জঙ্গল। পশ্চিমঘাট পর্বতমালার এই জঙ্গলে একবার প্রবেশ করলে চোখ এবং দুইই শান্তি পাবে। চারদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের গায়ের জঙ্গলে রয়েছে একটি হ্রদ। হ্রদের আকার অনেকটা হার্টের মতো। তাই তার নাম লাভ লেক। জঙ্গল অত্যন্ত গভীর। দূর থেকে জঙ্গলটি যেমন সুন্দর লাগে তেমনই সুন্দর লাগে জঙ্গলে প্রবেশ করে। পাহাড়ি জঙ্গলের গায়ে ভেসে বেড়ায় সাদা মেঘের দল। মন খারাপ কাটাতে এই জঙ্গলে অভিযান দারুণ দাওয়াই।
অরুণাচল প্রদেশের টাল্লে ভ্যালি
প্রায় ৩৩৭ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করে অরুণাচল প্রদেশের টাল্লে ভ্যালি অরণ্য। অপূর্ব তার সৌন্দর্য্য। রাজ্যের সেরা জায়গা এটি। গত কয়েক বছর ধরে এই টাল্লে ভ্যালির জনপ্রিয়া যথেষ্ট বেড়েছে। বাঁশ, ভেষজ ইত্যাদিতে ভরা এই জঙ্গল। রয়েছে নানা পাহাড়ি পশু পাখি। এই অরণ্যে প্রবেশ করলে মনে হয় যেন প্রাচীন আরণ্যক জীবনে ফিরে গেছেন আপনি। যাঁরা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাঁদের এখানে সময় কাটাতে ভালো লাগবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-30 17:02:06
Source link
Leave a Reply