চুলের সবচেয়ে বড় শত্রু হলো খুশকি। শীতকালে এই সমস্যা আরো বড় আকারে দেখা দেয়। মূলত শুষ্ক ত্বকের কারণে খুশকি দেখা দিয়ে থাকে। শীতকালে আবহাওয়ার আর্দ্রতা কমে যায় যার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং ত্বকে খুশকি দেখা দেয়। খুশকির যেমন নির্দিষ্ট কোনো বয়স নেই, তেমনি নেই কোনো ঋতুর প্রকারভেদ। যেকোনো ঋতুতে খুশকি দেখা দিতে পারে। যেসকল কারণে খুশকি হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো,
১। নিয়মিত চুল ব্রাশ না করা
২। শুষ্ক ত্বক
৩। নিয়মিত শ্যাম্পু না করার কারণে মাথার ত্বক অপরিষ্কার থাকলে
৪। তৈলাক্ত ত্বক
৫। যেকোন চর্ম রোগ থেকে হতে পারে খুশকি
৬। শ্যাম্পু বা অন্য কোন হেয়ার প্রোডাক্ট ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে
৭। ইস্ট বা ফাঙ্গাসের কারণ
৮। অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি
সাধারণত বাজারের খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করা হয় খুশকি দূর করার জন্য। সবসময় এই শ্যাম্পু দিয়ে খুশকি দূর করা যায় না। তার ওপর রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা। বাজারের শ্যাম্পু ব্যবহার করার পরিবর্তে খুশকি দূর করতে ব্যবহার করুন অ্যাসপিরিন।
যা যা লাগবে:
১। অ্যাসপিরিন ট্যাবলেট
২। শ্যাম্পু
যেভাবে ব্যবহার করবেন:
১। দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে নিন। লক্ষ্য রাখবেন ট্যাবলেট যেনো মিহি গুঁড়ো হয়।
২। এক কাপ শ্যাম্পুর সাথে এই অ্যাসপিরিন ট্যাবলেটের গুঁড়ো মিশিয়ে নিন। সাধারণ শ্যাম্পু ব্যবহার করবেন। সুবাসমুক্ত, ডাই ফ্রি শ্যাম্পু ব্যবহার করবেন।
৩। শ্যাম্পুর পরিমাণ বৃদ্ধি করলে ট্যাবলেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে।
৪। শ্যাম্পু এবং অ্যাসপিরিনের মিশ্রণ চুলে ব্যবহার করুন। ৫ মিনিট অপেক্ষা করুন।
৫। ৫ মিনিট পর চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে পানি মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এটি চুলে কন্ডিশনারের মতো কাজ করবে। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-29 23:09:46
Source link
Leave a Reply