হাইলাইটস
- শুধু ভালোবাসলেই হলো না, ভালোবাসাকে যত্ন করে আগলে রাখতে হয়।
- ভালোবাসার সঙ্গে স্নেহ, মায়া সবই জড়িয়ে থাকে।
- তেমনই টাকাকেও কিন্তু আগলে রাখতে হয়
ভালোবাসা আগলে রাখতে হয়- শুধু ভালোবাসলেই হলো না, ভালোবাসাকে যত্ন করে আগলে রাখতে হয়। ভালোবাসার সঙ্গে স্নেহ, মায়া সবই জড়িয়ে থাকে। তেমনই টাকাকেও কিন্তু আগলে রাখতে হয়। টাকার যথেচ্ছ ব্যবহার কিংবা হেলায় নষ্ট করলে পরবর্তীতে ভুগতে হয়। তবে টাকা থাকলেই যে সকলে আপনাকে আগলে রাখবে এমন নয়। বরং সঙ্গী, ভালোবাসা যে কোনও সময় আপনার পাশে দাঁড়াবে।
ভালোবাসা আপনাকে উৎসাহ দেবে- সঙ্গীর ভালোবাসায় আপনি অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। তাঁর উৎসাহে সম্ভব স্বপ্নপূরণও। কেউ পাশে আছে জানলে আপনিও নিজে উৎসাহ পান এবং সর্বশক্তি দিয়ে নিজের চাহিদাপূরণের দিকে এগিয়ে যান।
প্রেম চিরন্তন – আজ টাকা আছে, কাল নাও থাকতে পারে। আবার আজ হয়তো আপনার হাত একেবারে শূন্য কিন্তু বছর তিনেক পর যে সেই অবস্থায় বল আসবে না তা কিন্তু কেউ বলতে পারে না। আর ভালোবাসা আপনার শক্তি। তা কিন্তু কেউ কোনও দিন কেড়ে নিতে পারবে না। শুধুই টাকা রোজগার করে যাওয়া, টাকার পিছনে ছুটে চলা, অক্লান্ত পরিশ্রম করা-এটা কিন্তু জীবন নয়।
ভালোবাসা এক অন্য অনুভূতি- কাজ, ব্যস্ততা, টাকা রোজগারের ভাবনা সকলের জীবনেই আছে। কিন্তু এই নাকে দড়ি দিয়ে ছুটতে গিয়ে কোথাও যেন ক্লান্ত লাগে। আর তখনই প্রয়োজন পড়ে মনের মানুষের। যাঁর সঙ্গে দুদণ্ড বসে শান্তিতে কথা বলা যাবে।
ভালোবাসা একসঙ্গে বেঁধে রাখে- ভালোবাসা প্রত্যেক মানুষের জীবনেই একটা চাহিদা। প্রত্যেকেরই ভালোবাসায় থাকা দরকার। সঙ্গী আপনার সঙ্গে, আপনার পাশে সমসময় থাকবে। আপনার কঠিন সময়েও পাশে থাকবে। আপনাকে আগলে রাখবে। ভালোবাসার অনেক শক্তি, এতটা শক্তিশালী কিন্তু টাকাও নয়। আর এই চাহিদাই কিন্তু একে অপরকে একসঙ্গে বেঁধে রাখে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-26 19:25:47
Source link
Leave a Reply