নিজস্ব প্রতিবেদন: ডেঙ্গির সঙ্গে স্ক্রাব টাইফাস, দুটো মারাত্মক রোগে আক্রান্ত শিশুকে সুস্থ করে তুললেন কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিত্সকরা।
গত ১৬ জুলাই থেকে ধুম জ্বরে কাবু ৩ বছরের উত্সব। কাঁথির প্রিন্সিপ্যাল কলোনির বাসিন্দা ওই শিশুটিকে নিয়ে কাঁথি, খড়গপুর-সহ একাধিক হাসপাতালে ঘুরে বেড়ান তাঁর বাবা-মা। কোনও উন্নতি হয়নি। শেষপর্যন্ত শিশুটিকে আনা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! পূর্ব মেদিনীপুরে গ্রেফতার ‘ভুয়ো’ সাংবাদিক
পরিস্থিতি দেখে করোনা, ডেঙ্গি সহ একাধিক টেস্ট করাতেই অবাক চিকিত্সকরা। শিশুটি একইসঙ্গে আক্রান্ত ভাইরাস ঘটিত ডেঙ্গি ও ব্যাকটেরিয়া ঘটিত স্ক্রাব টাইফাসে। একইসঙ্গে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ দেখে অবাক হয়ে যান চিকিত্সকরা।
হাসপাতালের চিকিত্সক সুমন্ত ভট্টাচার্য বলেন, এই মরশুমে ডেঙ্গি ও স্ক্রাব টাইফাসের সংক্রমণের একাধিক ঘটনা ঘটলেও একইসঙ্গে দুটি সংক্রমণের শিকার হওয়া শিশুর সংখ্যা বিরল। তাই কোভিডের পাশাপাশি এই দুই রোগ নিয়েও সচেতন হওয়া প্রয়োজন।
আরও পড়ুন–‘BJP বিরোধী সবার সঙ্গে কাজে রাজি’, বিমানের মন্তব্যে CPI(M)-TMC ‘জোট’ জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, এমন এক মারাত্মক পরিস্থিতি হলেও সংক্রমণের ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ ৩ বছরের উত্সব। তাঁর চিকিত্সকদের আশা সবকিছু ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই ছেডে় দেওয়া হবে উত্সবকে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-07-26 19:47:41
Source link
Leave a Reply