ত্বকের রং উজ্জ্বল করতে কে না চায় বলুন! এই ত্বকের রং উজ্জ্বল করার জন্য ব্যবহার করা হয় কত না ফেসপ্যাক, করা হয় কত বিউটি ট্রিটমেন্ট। অনেকে লেজার ট্রিটমেন্টও করিয়ে থাকেন। এত কষ্ট করেও শেষ রক্ষা হয় না। বরং অতিরিক্ত ব্লিচিং প্রোডাক্ট ব্যবহার করার কারণে ত্বকের স্থায়ী ক্ষতি হয়। ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা কিছুটা সময় সাপেক্ষ হলেও নিরাপদ। এতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রাচীনকালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে প্রাকৃতিক উপায়ের উপর নির্ভর করা হত। আজ এমন একটি উপায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যা মাত্র দুই সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে।
যা যা লাগবে:
২টি আমলকি
৪-৫ টুকরো পেঁপে
যেভাবে তৈরি করবেন:
১। আমলকির বীচি বের করে আলাদা করে নিন।
২। এবার ব্লেন্ডারে আমলকী এবং পেঁপে দিয়ে ব্লেন্ড করে নিন।
৩। এটি ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করে লাগিয়ে নিন।
৪। ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৫। সপ্তাহে দুই তিনবার এই প্যাকটি ব্যবহার করুন।
যেভাবে কাজ করে:
আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে লোমকূপ পরিষ্কার করে থাকে। পেঁপে প্রাকৃতিক এক্সফলিয়েট হিসেবে কাজ করে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে। নিয়মিত ব্যবহারে দুই সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-25 22:27:20
Source link
Leave a Reply