হাইলাইটস
- দুজন দুজনের কাছে অযথা মিথ্যে বলা ঠিক নয়।
- আবার এমন কিছু কথা যেটা সঙ্গী বা সঙ্গিনী জেনে গেলে তিনি কষ্ট পাবেন
- সেটা তাঁকে না বলাই ভালো।
হিংসুটে বা ঠাট্টাবাজদের সমস্যা হল সঙ্গী বা সঙ্গিনীদের সঙ্গে এতটা সাবলীল সম্পর্ক তাঁদের নেই। ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া তো হয়ই। ভুল বোঝাবুঝি লেগেই আছে। এমনকি অফিস টাইমে একে অপরের ফোন পেয়েও বিরক্ত হয়। রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে যে যার ভার্চুয়াল লাইফে ব্যস্ত হয়ে পড়ে। একসঙ্গে বেড়াতে বিশেষ যায় না। আর পার্টি গেট টুগেদারের একে অপরের থেকে যতটা পারে দূরে থাকে। আবার সিদ্ধার্থ-রুক্মিনীর মতো কাপলদের দেখে হিংসেও করে। মনে মনে প্রশ্ন করে এতটা ভালো সম্পর্ক বিয়ের পরেও কী করে টিকিয়ে রেখেছে ওরা?
সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনের মধ্যে স্বচ্ছতা প্রয়োজন। আর প্রয়োজন বেশ কয়েকটি গুপ্ত বিদ্যা।
* দুজন দুজনের কাছে অযথা মিথ্যে বলা ঠিক নয়। আবার এমন কিছু কথা যেটা সঙ্গী বা সঙ্গিনী জেনে গেলে তিনি কষ্ট পাবেন সেটা তাঁকে না বলাই ভালো। ইচ্ছে করে না হলেও অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে এমন কিছু ঘটনা ঘটে যায় যা সঙ্গী বা সঙ্গিনীকে কষ্ট দেবে। তাই সেটি নিয়ে বেশি আলোচনা না করাই ভালো।
*আগের কোনও সম্পর্ক থাকলে সেসব নিয়ে বার বার কথা না বলাই ভালো। তবে সম্পর্কের কথা পরিস্থিতি বুঝে জানিয়ে দেওয়া উচিত। আর কতটা বলা উচিত তা বিবেচনা করা উচিত নিজের।
*সঙ্গী বা সঙ্গিনী যেমন তাঁকে তেমনই থাকতে দিন। তড়িঘড়ি তাঁর স্বভাব, পোশাক, সাজগোজ ইত্যাদি বদলে দেওয়ার চেষ্টা করলে সম্পর্ক খারাপ হয়। দুজনেই যদি দুজনের সঙ্গে মানিয়ে নেন তাহলে দেখবেন ধীরে ধীরে উভয়ের পছন্দ একই হয়ে গিয়েছে।
* সঙ্গী বা সঙ্গিনীর সামনে অযথা তাঁর বা নিজের বন্ধু-বান্ধবীর ক্রমাগত প্রশংসা করবেন না। এতে একেক সময় সম্পর্ক খারাপ হতে পারে। তাঁর বন্ধু বা বান্ধবীর ভালো গুণ থাকলেও অত্যাধিক প্রশংসার প্রয়োজন নেই। এমনকি পরিবারের লোকজন কিংবা মা-বাবার সঙ্গেও তুলনা করা অনুচিত।
* প্রাক্তনের সঙ্গে বর্তমানের তুলনা কিন্তু একেবারেই করা ঠিক নয়। এতে সংসারে অশান্তি পাকাপাকিভাবে বাসা বাঁধে।
*নিজেদের ব্যক্তিগত খরচ একে অপরের কাছে লুকোনো খুব ভুল। খোলা মনে সবকিছু আলোচনা করুন। সঙ্গী যদি আপনার অতিরিক্ত খরচের জন্য অসন্তুষ্ট হয় তাহলে তার বাস্তবটা বোঝার চেষ্টা করুন।
* নির্দিষ্ট সময় অন্তর একসঙ্গে বেড়াতে যান। সবসময় গ্রুপে বা সোলো ট্রিপ সম্পর্কের জন্য ভালো নয়।
* সারাদিনের ব্যস্ততার মাঝে অন্তত এক ঘণ্টা একসঙ্গে বসে কথা বলুন, গল্প করুন।
* দুজন দুজনকে পছন্দের খাবার বা উপহার দিন। মাঝে মধ্যেই একে অপরকে সারপ্রাইজ দিন।
* নিজেদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির নাক গলানো বন্ধ করুন। বাবা-মা, শ্বশুর-শাশুড়ি বা অন্য আত্মীয়দের সিদ্ধান্ত বিবেচনা করতে পারেন তবে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আলোচনা না করে তা কার্যকর করবেন না। অতি ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু যেন দুজনের মধ্যে প্রবেশ না করেন সেদিকে নজর রাখুন।
* নিজের বাড়ির লোকের সামনে ভালো সাজতে গিয়ে সঙ্গী বা সঙ্গিনীকে সকলের সামনে দোষারোপ করবেন না। বা তাঁর কোনও কাজ নিয়ে ঠাট্টা করবেন না।
* একজনের মানসিক সমস্যা হলে অপরজন তাঁকে পাশে থাকার আশ্বাস দিন। মন খারাপের সময় তাঁকে দোষারোপ করবেন না।
মনে রাখবেন সম্পর্কটা দুজনেরই। তাই দুজনকেই একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-25 19:27:56
Source link
Leave a Reply