হাইলাইটস
- আঁতেলরা কিন্তু নিজের জ্ঞানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন।
- যেহেতু এরা দেখাতে চান এঁদের মতো ভালো আর বিষয় সম্বন্ধে কেউ জানেন না।
- চারটি বিদেশি সিনেমা আর কিছু নাটক দেখে এঁরা ভাবেন জ্ঞানের ঝুলি কিন্তু পূর্ণ
এঁরা ভাবেন সবসময় তাঁরাই ঠিক- এমন মানুষের সংখ্যাই এখন বেশি। সবেতেই এরা নিজেদের সেরা মনে করেন। শুধু তাই না তাঁরা যে সিদ্ধান্ত নেন সেটাই সঠিক। অনেক পড়াশোনা করেও কেউ এমন সিদ্ধান্ত নিতে পারেন না। এরকমই তাদের হাব ভাব। আত্মতুষ্টিতেই এঁরা খুশি। সবাই সব সময় বাহবা দেবে, গুনগান গাইবে এমনটাই তাঁরা চান।
জোর করে ইমপ্রেস করতে চান– এমন মানুষরা জোর করে সকলের মন ভোলাতে চান। যদি কেউ তাঁদের অপছন্দ করেন তাহলে এমন কিছু আচরণ করার চেষ্টা করেন যাতে অন্যজন ভালো বলতে বাধ্য। কিন্তু ভেতরে ভেতরে এঁরা নিজেদের নিয়ে খুবই অখুশি। ভীষণ রকম হীনম্মন্যতায় ভোগেন।
ভালো কাজে এঁদের দেখা যায় না- প্রকৃত অর্থে ভালো কাজ বলতে যা বোঝায় সেখানে কিন্তু এঁদের দেখা মেলে না। কিন্তু যাঁরা সত্যিকারের বুদ্ধিমান যাঁরা মানুষের কথা ভাবেন তাঁরা কিন্তু সব কাজে এগিয়ে যান, অন্যের কথা না ভেবে। সেই সঙ্গে এই ছদ্মবেশী আঁতেলরা বোঝাতে চান যে সাহিত্য বিষয়ে তাঁদের অগাধ পান্ডিত্য। আদতে কিন্তু শূন্য।
নিজের জ্ঞানকে এঁরা অস্ত্র হিসেবে ব্যবহার করেন- এসব আঁতেলরা কিন্তু নিজের জ্ঞানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। যেহেতু এরা দেখাতে চান এঁদের মতো ভালো আর বিষয় সম্বন্ধে কেউ জানেন না। চারটি বিদেশি সিনেমা আর কিছু নাটক দেখে এঁরা ভাবেন জ্ঞানের ঝুলি কিন্তু পূর্ণ। আর এই নিয়েই যাবতীয় সমস্যা। লোকেরা আড়ালে এঁদের উপহাস করেন। কিন্তু আদতে যা এঁরা বোঝেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-23 00:06:39
Source link
Leave a Reply