নরম কোমল গোলাপী ঠোঁট প্রতিটি নারীর কাম্য। কিন্তু বিভিন্ন কারণে নারীদের ঠোঁট কালো হয়ে যায়। মূলত ঠোঁট কালো হওয়ার মূল কারণ ধূমপান থাকলে আরও কিছু কারণে ঠোঁট কালো হতে পারে। সূর্যের আলো, রুক্ষতা, বংশগত ইত্যাদি কারণে ঠোঁট কালো হয়ে যায়। আবার যত্নের অভাবে ঠোঁটের উপরের চামড়া মরে ফেটে কালচে ভাব চলে আসে। এই কালো রুক্ষ ঠোঁট গোলাপী করে তুলতে পারেন ছোট একটি স্ক্রাব ব্যবহার করে। এরজন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। আপনার রান্নাঘরে থাকা উপাদান দিয়ে ঠোঁট দুটি গোলাপী করা সম্ভব।
যা যা লাগবে:
১। ১ টেবিল চামচ চিনি
২। ১ টেবিল চামচ মধু
৩। কয়েক ফোঁটা অলিভ অয়েল
যেভাবে তৈরি করবেন:
১। মাইক্রোওয়েভে মধু ২০ মিনিট গরম করে নিন।
২। এরসাথে অলিভ অয়েল এবং চিনি ভাল করে মেশান।
৩। প্রথমে ঠোঁট খুব ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে নিন।
৪। একটি টুথব্রাশ দিয়ে ঠোঁট দুটি চক্রাকারে আলতো করে ঘষে নিন। খুব বেশি জোরে ঘষবেন না।
৫। এরপর মিশ্রণটি ঠোঁটে কিছুক্ষণ রেখে দিন।
৬। একটি ভেজা টাওয়াল দিয়ে ঠোঁটটি মুছে ফেলুন।
৭। এরপর ভ্যাসলিন অথবা বাদাম তেল ঠোঁটে লাগান।
৮। এটি প্রতিদিন করুন।
৯। এই মিশ্রণটি বেশি তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। এক সপ্তাহ ভাল থাকবে।
যেভাবে কাজ করে:
মধু ময়েশ্চার হিসেবে কাজ করে। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে ঠোঁটকে রক্ষা করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঠোঁটের রুক্ষতা দূর করে।
চিনি ভাল প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে থাকে যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-22 22:54:23
Source link
Leave a Reply