হাইলাইটস
- ছারপোকার তাণ্ডবে ঘুম ছারখার হওয়ার গল্প দিদিমা, ঠাকুরমার মুখে অনেকে শুনেছি।
- তবে বহুদিন ছারপোকার উৎপাত থেকে মুক্তি পেলেও ফের ধীরে ধীরে ফিরে আসছে ছারপোকার দল।
- কোথাও ঘুরতে গিয়ে ব্যাগ, বেডিংয়ের সঙ্গে লুকিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই পোকা।
তার পর আপনার সাধের বিছানায় কব্জা করতে পারলেই রাতের ঘুম কেড়ে নিতে বিন্দুমাত্র সময় লাগাবে না। তবে ঠিক ছারপোকা না মশার তাণ্ডবে অতিষ্ঠ হচ্ছেন, সে বিষয় নিশ্চিত হতে পারছেন না? ছারপোকাদের উপস্থিতি কী ভাবে টের পাবেন এবং এদের থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নিন—
কামড়
বাড়িতে ছারপোকারা আক্রমণ করেছে কী না, তা জানতে পারবেন শরীরের নানান স্থানের লাল, ফোলা অংশ দেখে। কারণ ছারপোকা বিছানার মধ্যে লুকিয়ে থাকে। রাতে সকলে ঘুমিয়ে পড়লে এরা শরীরের নানান স্থানে কামড় বসিয়ে রক্ত পান করে নিজের ক্ষিদে মেটায়। ত্বকের সংবেদনশীলতার ভিত্তিতে এই ছারপোকার কামড়ের লাল ও ফুলে যাওয়া নির্ভর করে। ক্ষত স্থানে চুলকানিও পারে। সাধারণত হাত ও কাঁধে ছারপোকাদের কামড় লক্ষ্য করা যায়।
বর্জ্য
ছারপোকারাও বর্জ্য নিষ্কাশিত করে। বিছানার চাদর, গদিতে ছারপোকার বর্জ্য চোখে পড়ে। যে সমস্ত স্থানে ছারপোকা লুকিয়ে থাকে সেখানে এদের বর্জ্য দেখতে পারবেন। এই সমস্ত স্থানে গাঢ় বাদামী বা কালো রঙের বর্জ্য চোখে পড়লে বুঝবেন বাড়িতে ছারপোকারা আস্তানা বেঁধেছে।
রক্ত
ছারপোকা কামড়ালে ক্ষতস্থান থেকে রক্ত বেরোতে পারে। ফলে স্বাভাবিক ভাবেই বিছানার চাদরে কয়েক ফোটা রক্ত দেখা দেবে। এই রক্তের দাগই আপনাকে ছারপোকার উপস্থিতি সম্পর্কে বুঝতে সাহায্য করবে।
ছারপোকাদের খোঁজে বেরোন
অপেক্ষা না-করে সরাসরি এই পোকার খোঁজে বের হন। টর্চের সাহায্যে গদি, বিছানার পিছনের অংশ ইত্যাদি স্থানে খোঁজ চালান। ছারপোকা ছোট হলেও খালি চোখে সহজেই এদের দেখা যায়। তাই ধৈর্য ধরে এদের খুঁজে বার করুন। এমনকি বিছানার আনাচেকানাচে ছারপোকার বর্জ্য ও ডিমের সন্ধানও পেয়ে যেতে পারেন। তার পর এদের হদিশ পেতে বেশি সময় লাগবে না।
ছারপোকার জন্য ওত পাতুন
সকলে নিশ্চিন্তে না-ঘুমিয়ে পড়া পর্যন্ত ছারপোকা দল নিজের ক্ষিদে মেটানোর জন্য বাইরে বেরোয় না। তাই ঘর অন্ধকার করে স্থির হয়ে ঘুমিয়ে থাকার ভান করুন। তবে প্রতি রাতে ছারপোকা ক্ষিদে মেটানোর জন্য বেরোয় না। তাই ছারপোকার উপদ্রবের বাড়বাড়ন্ত হলে আপনার ওত পাতা সফল হতে পারে।
দুমুখো সেলুটেপের ফাঁদ পাতুন
বিছানার নানান স্থানে দুমুখো টেপ লাগিয়ে রাখলে এর মধ্যে কয়েকটি ছারপোকা আটকে যেতে পারে। তবে এর ফলে যে ছারপোকা ধরা পড়বেই তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু অধিক বেশি ছারপোকা থাকলে কয়েকটি ধরা পড়ে যেতে পারে।
তল্লাশির এলাকা বৃদ্ধি করুন
শুধু বিছানা, গদির মধ্যেই ছারপোকাদের খোঁজ সীমিত রাখবেন না। এঁরা লুকিয়ে থাকতে পারদর্শী। নিজের খাবারের উৎসের ধারেকাছের যে কোনও স্থানে অনায়াসের লুকিয়ে থাকতে পারে। তাই ছোটখাটো যে কোনও জিনিস, যেমন ছবির ফ্রেম, অ্যালার্ম ঘড়ি, ড্রয়ার ইত্যাদি নানান স্থানে তল্লাশি চালান।
উল্লেখ্য বাজারে ছারপোকা মারার নানান সামগ্রী পাওয়া যায়। দু সপ্তাহ এই সামগ্রীগুলি ব্যবহার করলে সুফল পেতে পারেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-22 14:56:12
Source link
Leave a Reply