হাইলাইটস
- ব্রেক আপের পর একে অন্যের থেকে
- দূরে থাকার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।
- দরকারে ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেওয়ার কথাও বলেন
একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় স্টক করা- ব্রেক আপের পর একে অন্যের থেকে দূরে থাকার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। দরকারে ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেওয়ার কথাও বলেন। কিন্তু ব্রেক আপের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় এক্সকে স্টক করেন। সেই সঙ্গে ফেক অ্যাকাউন্টও বানিয়ে রাখেন। এরপর পরনিন্দা পরচর্চা তো আছেই।
মনে তৈরি হয় হিংসা- যাঁদের খুব ঝামেলা ঝাটির পর ব্রেক আপ হয় তাঁদের একে অপরের প্রতি একটা হিংসা রয়েই যায়। আর তা দিনের পর দিন বাড়তে থাকে। সেই সঙ্গে তৈরি হয় প্রতিশোধ স্পৃহা। ফলে দুজনেই যেটুকু করুক না কেন তা একে অপরকে দেখানোর জন্যেই।
একে অন্যের থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেন না- ব্রেক আপের পর নতুন প্রেম করলেও কিন্তু অনেকে আগের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন না। অন্যের সঙ্গে তুলনা, প্রতিযোগিতা সব সমান তালে চলতে থাকে। দেখনদারি তো থাকেই। এমনও অনেকে থাকেন তাঁরা শুধুমাত্র প্রাক্তনকে রাগানোর জন্য তার পছন্দের কাজগুলো আবারও করতে থাকে।
প্রতিহিংসা- ব্রেক আপের পর বেশির ভাগের মধ্যেই ভীষণ রকম প্রতিহিংসার মনোভাব তৈরি হয়। কীভাবে একে অপরকে ফাঁদে ফেলবেন সেই চিন্তাই করতে থাকে অনেকে। এমনকী খুব খারাপ ভাবে অনেকে প্রতিহিংসা নেন। আর এই প্রতিহিংসার জেরে নিজের ক্ষতি করতেও দুবার ভাবেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-22 17:54:26
Source link
Leave a Reply