মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকো (UCSF)-র গবেষকরা এই সমীক্ষা চালান। সাতজন মহিলার স্তনদুগ্ধের নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়। ওই সাতজন মহিলাই ফাইজার ও মডার্নার mRNA প্রতিষেধক নিয়েছিলেন। ওই নমুনায় করোনা প্রতিরোধকারী mRNA-র কোনও চিহ্নই পাওয়া যায়নি। পূর্ববর্তী সমীক্ষায় পাওয়া গিয়েছিল যে mRNA ভ্যাকসিন কোভিড ১৯ সংক্রমণের জন্য দায়ী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্তন্যদানকারী মহিলাদের প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিয়েছিল। অ্যাকাডেমি অফ ব্রেস্টফিডিং মেডিসিনের মতে, প্রতিষেধকের ন্যানোপার্টিকল বা mRNA-র স্তনের কলা বা দুধে স্থানান্তরিত হওয়ার সামান্য ঝুঁকি রয়েছে। তাত্ত্বিক ভাবে এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে বলে তারা মত প্রকাশ করেছিলেন।
‘mRNA ভ্যাকসিন যে স্তন্যদানের ক্ষেত্রে নিরাপদ তা এই সমীক্ষার ফলাফলের পর আরও মজবুত হয়েছে। তাই স্তন্যদানকারী মহিলারা এই ভ্যাকসিন নিলে নিজের সন্তানকে স্তনদুগ্ধপান করানো বন্ধ করবেন না’, এমনই মত প্রকাশ করেছেন UCSF-এর সহ অধ্যাপিকা ও সংশ্লিষ্ট সমীক্ষার লেখিকা স্টেফানি এল গ্য।
এই সমীক্ষার প্রধান অথার ইয়ার্ডেন গোলান বলেন, ‘যে সমস্ত দুধের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে, তার মধ্যে mRNA ভ্যাকসিনের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।’ ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১-এর ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা চালানো হয়। mRNA ভ্যাকসিনগুলি যে স্তন্যদানের সময় নিরাপদ, সে বিষয় পরীক্ষামূলক প্রমাণ পাওয়া গিয়েছে এই সমীক্ষার মাধ্যমে।
এই সমীক্ষায় যে মায়েদের দুধের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাঁদের বয়স ৩৭.৮। আবার শিশুদের বয়স এক মাস থেকে তিন বছরের মধ্যে। স্তন্যদানকারী মহিলাদের ভ্যাকসিন নেওয়ার আগে একবার দুধের নমুনা সংগ্রহ করা হয়। তার পর প্রতিষেধক নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নানান সময় তাঁদের কাছ থেকে দুধের নমুনা সংগৃহীত হয়েছে। সমীক্ষায় জানা গিয়েছে যে, দুধের কোনও নমুনা থেকেই mRNA ভ্যাকসিনের কোনও উপাদানের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
এই ছোট সমীক্ষার ফলাফলের পর এবার গবেষকরা বিপুল জনসংখ্যার কাছ থেকে এমন ক্লিনিক্যাল ডেটা সংগ্রহ করতে চাইছেন। স্তন্যদানের ক্ষেত্রে ভ্যাকসিনের প্রভাব কতটা সুদূরপ্রসারী, তা তখনই আরও ভালো ভাবে বোঝা যাবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-22 18:24:53
Source link
Leave a Reply