সারা দেশেই কিছু প্রি-স্কুল অপারেটর অবিরাম শিক্ষা নিশ্চিত করতে অনলাইন ফর্ম্যাটে চলে গিয়েছিল, কিন্তু বাবা-মায়েদের একটা অংশ বাচ্চাদের স্ক্রিনের সামনে কাটানো সময় বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ২০২০-র বাকি সময়টার জন্য বাচ্চাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি করেননি। যদিও দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো যে শিশুদের পক্ষে ক্ষতিকারক তা প্রমাণিত, তবু একেবারে কিছুই না শেখা শিশুদের দীর্ঘমেয়াদি বিকাশের পক্ষে বেশি ক্ষতিকর এবং শিশুর বেড়ে ওঠার সাথে সাথে এর কুপ্রভাব ক্রমশ বাড়তে পারে।
এক সাম্প্রতিক সমীক্ষার মতে, এক থেকে তিন বছর বয়সী শিশুদের বাবা-মায়েরা ছেলেমেয়েদের শেখার সুযোগ হারিয়ে যাওয়া নিয়ে যথেষ্ট চিন্তিত এবং বিশ্বাস করেন যে এই অতিমারীর মধ্যেও শিশুর শিক্ষা চালু রাখা খুব জরুরি। সমীক্ষায় যুক্ত হওয়া ৯৫% বাবা-মা বলেছেন তাঁরা তাঁদের সন্তানকে কোনো না কোনো ধরনের শিক্ষায় ভর্তি করেছেন, সে অনলাইনই হোক আর হোম স্কুলিংই হোক, যাতে তাদের শিক্ষার ধারাবাহিকতা থাকে। যাঁরা ২০২০-তে ওই বয়সী শিশুর যাতে শিক্ষাহীন বছর না কাটে তা নিশ্চিত করতে অনলাইন ফর্ম্যাটে শেখার ব্যবস্থা করেছিলেন, এই ফর্ম্যাট যে তাঁদের শিশুদের জন্য যোগ্য বিকল্প হয়ে উঠেছে তা প্রমাণিত। এইভাবে শেখার ফলাফল সম্বন্ধে জিজ্ঞেস করায় এই বাবা-মায়েরা জানিয়েছেন যে শিশুরা অন্যান্য দক্ষতার তুলনায় রং চেনা, ছাপার অক্ষরে নাম চেনা, বর্ণমালা, সংখ্যা ইত্যাদি শেখার মত গুরুত্বপূর্ণ প্রাক-শিক্ষা দক্ষতাগুলো বেশি আয়ত্ত করতে পেরেছে। এই সমীক্ষা থেকে আরো জানা গেছে যে বহু বাবা-মায়ের ধারণা যদিও পড়াশোনার বিষয়গুলো কোনো না কোনোভাবে হয়ে যাচ্ছে এবং শেখার ব্যবস্থা করা হচ্ছে, শিশুদের সামাজিক ও শারীরিক বিকাশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রিস্কুলাররা যেন উচ্চ মানের প্রাক-স্কুল শিক্ষা পায়, সে অনলাইন বা অফলাইন যেভাবেই হোক, তা দেখা বাবা-মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ শিশুদের শেখার ক্ষমতা, নিজের ব্যবহার ঠিক করা এবং অন্যদের সাথে মানিয়ে চলার উপর এর প্রভাব পড়ে। পরিণত বয়সের সাফল্যের ভিত্তি হিসাবেও প্রাক-স্কুল শিক্ষা কাজ করে।
শ্রী কে ভি এস শেসাসাই, সিইও, প্রি-কে ডিভিশন, ইউরোকিডস ইন্টারন্যাশনাল
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-22 18:13:48
Source link
Leave a Reply