সমস্যাঃ আমার বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট। ওজন ৪৮ কেজি। পিরিয়ড সামান্য এদিক-সেদিক হলেও মোটামুটি নিয়মিত। সমস্যা হলো, পিরিয়ডের সময় রক্ত যায় খুবই স্বল্প পরিমাণে এবং তা চলে সর্বোচ্চ দু-তিন দিন। ব্যথা হয় প্রচণ্ড।
পিরিয়ডের সময় ছাড়া প্রায় পুরো মাসই লিউকোরিয়া হয়। কেউ কেউ বলে, এ কারণে আমার গর্ভধারণ হবে না। সত্য কি না জানাবেন। ইদানীং আমার আরও বড় ধরনের কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, আমার পেট স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। ডায়েট কন্ট্রোল করেও তা কমাতে পারিনি। শ্বাস-প্রশ্বাসে খুব সমস্যা হচ্ছে। জোর করেও অনেক সময় শ্বাস নিতে পারি না। হাতের মাংসপেশিতেও ব্যথা হয়। উল্লেখ্য, আমার পাইলস রয়েছে। বর্তমানে যার কবিরাজি চিকিৎসা চলছে। রজঃকালে বেশি ব্যথা হলে একটি ট্যাবলেট খেয়ে থাকি। এতে ব্যথা উপশম হলেও শরীর দুর্বল হয়ে যায়। এমনিতেও আমার শরীর খুব দুর্বল। অল্পতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শঃ ঋতুচক্রে অনেক বেশি ক্ষরণ হতে হবে, তা নয়। শুরু থেকেই যদি আপনার অল্প ব্লিডিং হয়ে থাকে এবং এখনো একই রকম থেকে থাকে, তাহলে এটাই আপনার জন্য স্বাভাবিক। তবে ব্যথার চিকিৎসা প্রয়োজন। ব্যথার শুরুতেই ট্যাবলেট অ্যালজিন ৫০ মিলিগ্রাম একটি করে তিন বেলা খেতে থাকুন। আশা করি কমে যাবে। যে কয়দিন ব্যথা থাকে, চিকিৎসা চালিয়ে যেতে পারেন এবং প্রতি মাসেই খেতে পারেন। পেট কেন বেড়ে যাচ্ছে, সে জন্য অবশ্যই পুরো পেটের আলট্রাসনোগ্রাম করা উচিত। জরায়ু বা ডিম্বাশয়ের কোনো সমস্যা না থাকলে গ্যাসের জন্যও পেট ফুলে থাকতে পারে এবং অতিরিক্ত গ্যাস হলে অনেকে শ্বাসকষ্ট অনুভব করে থাকেন। আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে চিকিৎসা নিন। কারণ, আপনার পেট পরীক্ষা করা প্রয়োজন। পাইলসের কবিরাজি চিকিৎসার ফল ভালো নাও হতে পারে। তাই আপনি অবশ্যই একজন পায়ুপথ বিশেষজ্ঞের (কলোরেকটাল সার্জন) সঙ্গে আলোচনা করে পাইলসের সঠিক চিকিৎসা করাবেন।
পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১১, ২০০৯
rima
salam, amy london a thaky age 18 hight 5”00 .goto tin mash age amar miscarrige hoy . amy doctor dhekahy . doctor amar blood test kore bolese amar kuno problem nei . london a prai 80% mayeder ai problem hoy prothom bar . next time thara balo fol pay. doctor bolese jody amar prothom period shababik hoy thahole amy abar pregnant hote parbo.amar period shababik hocche abong amy shustho asy. amy chassy abar pregnent hote atake amar jonno balo naky amy aro oppekha korbo , amar abong amar shoshur barir shobay bolse baccha neyar jonno . please apni amake akta upodesh din thahole amy akta plan kothe parbo. jotho tharatary paren uttor diven amy khub ension a asy .
pleassssssssssssssssssssssssss
rima
আমার ওজন ৬৫ কেজি , বয়স ১৮ বছর , উচ্চতা ৫ ফুট । লন্ডন এ থাকি । গত জুনে আমার গর্ভপাত হয় । তারপর আমি check up করানোর জন্য ডাক্তার এর কাছে যাই । ডাক্তার আমার full health test করে । রিপোর্ট ভালো আসে । ডাক্তার বলেন , আমার কোনো প্রবলেম নেই । তিনি বলেছেন , আমার পরের বার আর কোনো প্রবলেম হবে না । লন্ডন এ ৮৫% মেয়েদের এই রকম প্রবলেম হয় প্রথমবার । পরের বার আবার তারা মা হতে পারে । আমি সম্পূর্ণ সুস্থ । ডাক্তার বলেছেন , যদি আমার মাসিক ঠিকঠাক হয় তাহলে আমি আবার গর্ভধারণ করতে পারব । আমার মাসিক ঠিকঠাক হচ্ছে । আমি সম্পূর্ণ সুস্থ এবং সবল । আমরা তিন মাস অপেক্ষা করেছি । এখন আমি আবার গর্ভধারণ করতে চাই । এবং আমাদের পরিবারের সবাই চায় । কিন্তু আমি খুব ভয়ে আছি । এখন আমি কি করব । এখন যদি আবার গর্ভপাত হয় । please একটা উপদেশ দিন ।
Bangla Health
আপনার ডাক্তার ঠিকই বলেছেন যে মাসিক ঠিকঠাক হলে আর কোনো সমস্যা হবার কথা না। তবে এই যে আপনি অযথা টেনশন করছেন বা ভয় পাচ্ছেন- এটাও কিন্তু গর্ভপাতের একটা অন্যতম কারণ। গর্ভপাত ব্যাপারটা সচরাচর ঘটে না। আপনি ৮৫%-এর যে হিসাবটা দিয়েছেন- তা ততটা ঠিক নয়।
তবে আপনার বয়সের কথা বিবেচনা করে এই বয়সে বাচ্চা না নেয়াই ভালো। আপনার ভয়ের ব্যাপারটা নিয়ে স্বামীর কাছে খুলে বলুন। আর বয়সের ব্যাপারেও সবাইকে বুঝিয়ে বলেন। দরকার হলে আপনার ডাক্তারের সাহায্য নিন, যাতে তিনি আপনার পরিবারের সবাইকে বুঝিয়ে বলতে পারেন।
নিজ ইচ্ছার বিরুদ্ধে সন্তান না নেয়াই ভালো। সময় হলে আপনি নিজ থেকেই বুঝতে পারবেন যে আপনার সন্তান নেয়ার সময় হয়েছে।
tasnem
im tasnem.age 18 years 2 month.amar hight 4 feet 8 inch.ami amar hight nie kub koste asi.amon ki kono way ase jate amar hight barte pare .plz amak janaben.amar a jon no maje maje more jete mon cay.plz help me
Bangla Health
আপনার এখনো লম্বা হওয়ার বয়স আছে। ভবিষ্যতে আরো লম্বা হতে পারেন।
আপাতত খাওয়া-দাওয়া ঠিক মতো করেন। আরে প্রতিদিন সাঁতার কাটবেন।
মনে রাখবেন, সাইজ ডাজেন্ট ম্যাটার! আপনার ব্যক্তিত্বটাই বড়। সুতরাং এ নিয়ে কোনো টেনশন না করে জীবনটা উপভোগ করার চেষ্টা করেন।
rima
ঠিক আছে আমি আপনার কথা মানছি । আমি যখন প্রথম গর্ভধারণ করি তখন আমি বহু বাজে সপ্ন দেখি । আমি অনেক সময় স্বপ্নে দেখি একটা মেয়ে ভূত আমাকে দৌড়াচ্ছে । তারপর আরেকদিন দেখি সেই মেয়ে ভূত আমার বাচ্চা নষ্ট করার জন্য আমাকে দৌড়াচ্ছে । আরেকদিন স্বপ্নে দেখি আমার খুব বেশি রক্তপাত হচ্চ্ছে । তারপর আরেকদিন দেখি আমি সিড়ি দিয়ে উটছি আর আমার খালা মানে আমার শাশুড়ি আমার পা পিছন থেকে টান মেরেছেন আর আমি পরে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে । এই স্বপন গুলো দেখে আমি খুব ভয় পেয়েছিলাম । তারপর ৫ থেকে ৭ দিন পর সত্যসত্যই আমার গর্ভপাত হয় । এখন আমি আবার গর্ভধারণ করেছি ১ সপ্তাহের উপর হলো । কিন্তু আমি আবার সেই ভূত মেয়েকে দেখেচি স্বপ্নে । এইবার আমি ওকে ভয় পাইনি । তাই এক সপ্তাহ হলো আমি এইরকম বাজে স্বপ্ন দেকছিনা । আমি বাচ্চা নষ্ট হবার পরে ও এর আগে কখনো এই বাজে স্বপ্ন দেখিনি । বাচ্চা পেট এ আসার পরই এই স্বপ্ন দেখি । আমি দুইবারই একই স্বপ্ন দেকছি কি কারণে ? আমার প্রথম বাচ্চা কি এই ভয়ের কারণে নষ্ট হয়েছে ? আর এখন আমি গর্ভধারণ করেছি ভালো সন্তান হবার জন্যে কি করব ? এবার গর্ভপাত না হবার জন্যে আমি কি করতে পারি ? দয়া করে আমাকে একটা উপদেশ দিন । এখন আমি কি করব ।
Bangla Health
স্বপ্নের সাথে আপনার মানসিক দুশ্চিন্তার আর ভয়ের সম্পর্ক থাকতে পারে। হয়তো আপনি মন থেকে বাচ্চা নিতে চাচ্ছেন না বা যখন প্রেগন্যান্ট হয়েই গেছেন তখনো অবচেতন মন হয়তো চাইছে বাচ্চা নষ্ট করে দিতে। বাচ্চা নিয়ে এখনো আপনার মনে কোনো সংশয় বা ভয় থাকলে বা স্বপ্ন দেখতে থাকলে একজন মনরোগ বিশেষজ্ঞের সাথে খোলাখুলি আলোচনা করেন।
একটা ব্যাপার এখানে লক্ষনীয়, যেহেতু ভয় পাচ্ছেন না সেহেতু স্বপ্ন দেখা বন্ধ আছে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। কোনো মতেই ভয় পাওয়া চলবে না। নিজেকে বোঝাবেন যে আরো হাজার হাজার মেয়েরাও তো প্রেগন্যান্ট হয়, তাদের তো কিছু হয় না। আপনারও হবে না।
আপনার চাওয়া না চাওয়ার নিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথেও কথা বলতে পারেন।
এখন যখন গর্ভধারণ করেই ফেলেছেন, সেহেতু উচিত হবে অনাগত বাচ্চার প্রতি মনোযোগ দেয়া। সমস্ত প্রকার দুশ্চিন্তা বা ভয় মন থেকে ঝেড়ে ফেলুন। চেষ্টা করবেন কখনো একা না থাকতে। একা থাকলেই মাথায় চিন্তা আসার সম্ভাবনা বেশী। সবসময় কিছু না কিছুতে নিজেকে ব্যস্ত রাখবেন। পরিবারের সবার সাথে মনখুলে আড্ডা দিন, হাসুন।
এসময় বাড়তি খাবার-দাবারের দরকার হয়। সেদিকে নজর রাখুন। কিছু ব্যায়াম করা উচিত। সেগুলো করুন। হাঁটাহাঁটি করুন বাইরে গিয়ে। বাচ্চার স্বার্থে খুটিনাটি ঝামেলা এড়িয়ে চলুন।
rima
আপনাকে অনেক ধন্যবাদ । আপনারা আমার জন্য দুআ করবেন যেন আমি সফল হতে পারি । আপনাদেরকে আমি সব কিছু জানাব । আপনাদের এই website টি খুব ভালো । আমি এখান থেকে অনেক সাহস পেয়েছি । আবার ধন্যবাদ
Bangla Health
এভারগ্রীণ বাংলা হেলথ-এর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
Shomi
ami 1 bosore 3 bar jonmo niontron pill kheyesi.3 mash kete gese.ekhon amr means mash a 2 bar kore hocche.blood khubi olpo kore ber hoy.ami bujhte partesi na ki problem.plz reply me….